নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

নারীবাদের আদ্যপান্ত

২৮ শে আগস্ট, ২০১৯ রাত ১:৩২

জামার ভেতরে সাধের ডাহুক উড়ুক
আকাশে ভাসুক কিছু নীল খাম।
আর তোমার ঠিকানায় পৌঁছে যাক
ঘামে ভেজা এসব চিঠির নীল বেদনা,
তোমার কোমল চিবুকের মত স্পষ্ট-
কিছু কথা, কিছু সুর এ হৃদয় জুড়ে থাক।
তোমার হৃদয়ের গুহা থেকে নৈঃশব্দ এসে-
আজও আমায় শঙ্খের মত ডাকে-
আর অনুভূতিরা গলার কাঁটার মত আটকে থাকে
স্থিরতর এক জোনাকির মত মিটিমিটি জ্বলে
আবার নিভে যায় কেমন হাসি কান্নার মত!
শতবার শতভাবে জলে ভাসে এই বিষন্ন ঘরে
স্নেহহীন রাজা- যে ভালবাসতে পারে না
সে আজ অন্ধকারে ডুবে মরে
সে আজ তোমার জন্য বাউল গান ধরে,
পৃথিবীর সব আদিম গহ্বর যেন
তোমার মুখের মত আরেক মুখে
আরেক গ্রন্থিতে আলোর মত ভিজেছে।
তোমার সুদের সুদ বেড়ে চলে
বেড়ে যায় একাকীত্বরা চার কোণে তার
রাত্রির গভীরে রক্তের বুদ বুদ জেগেছে আবার।

আমি তোমার হাতের স্পর্শ মেখে এতটা পথ হেটেছি
আবার এসেছি ফিরে ধীরে ধীরে যাদুমন্ত্রের মত
তোমার শিথির শিথানে এসে পড়েছি ঘুমিয়ে।
বাতাসের চুমু এসে সাজিয়ে দিয়েছে কার বিজয় রথ?
মিশে গেছে তাই আজ আমার জলে তোমার নীল শপথ।


মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৯ ভোর ৫:৫৫

নাসির ইয়ামান বলেছেন: আপনার কবিতা সুন্দর হয়েছে!

আমি কবিতার বিষয়বস্তু কম বুঝেছি,একটু ব্যাখ্যা করবেন!

২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:০৭

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: নারী শক্তির আরাধনা করা হয়েছে।

২| ২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:০৬

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ।

৩| ২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:২১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

আচ্চা, ডাহুক পাখি কি খাওয়া যায়??

২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১০:২৩

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ। সেটাতো আমার জ্ঞানের বাইর!

৪| ২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৫১

নীল আকাশ বলেছেন: সুপ্রিয় তন্দ্রাকুমারী,
শুভ অপরাহ্ন।
আজকেই মনে হয় প্রথম আপনার লেখা পড়লাম। এবং পড়েই মুগ্ধ হয়েছি।
কবিতাটা খুব ভালো লেগেছে। বেশ কয়েকবার পড়লাম।
শিথির শিথানে বলতে কি বুঝিয়েছেন? শিথান শব্দটা আমার কাছে নতুন ।
শিরোনাম নিয়েও আমি ঝামেলায় পড়েছি। এটাকি নারীবাদের আদ্যপান্ত হবে নাকি নারীত্বের কিংবা নারীসত্ত্বার একাকীত্ব হবে?
ভালো থাকুন আর আরও ভালো ভালো কিছু লেখা দিন ব্লগে আমাদের পড়ার জন্য।
আপনার জন্য শুভ কামনা রইল।

২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৩০

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: নারীসত্ত্বা যেমনই হোক আমি তাকে মহান হিসেবেই জানি। আর আপনাকে অনেক থ্যকংকস।

৫| ২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১০:২৫

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.