নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

একটি ফেইসবুক আইডির জবানবন্দি

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫১

আমি একটি ফেইসবুক আইডি। মার্ক জাকারবার্গের উর্বর মস্তিষ্কের ফসল আমি। আমার আইডির মালিক ইদানিং প্রেমে পড়েছে। বিভিন্নভাবে সে তার বন্ধুদের সাথে তা শেয়ার করছে চ্যাট অপশনের মাধ্যমে। মাঝে মাঝে সে আবেগপূর্ণ স্ট্যাটাস লিখেও তা প্রকাশ করছে।আমি সারাক্ষণ মিটি মিটি হাসছি। এসব কি ফেইসবুকে প্রকাশ করা যায়? জগতের সব মহান সৃষ্টির পেছনেই ছিল ভালবাসার রঙিন ছোঁয়া। আমার মালিক অদ্ভুত অদ্ভুত ভংগিমায় ছবি তুলে ক্যাপশন লিখে দুই লাইনে। এই যেমন সেদিন লিখল,

"জলের আগুনে পুড়ে হয়েছি কমল,
কি করে মুছবে বল আগুনের জল?"

অনেকেই সেসব ছবিতে লাইক, কমেন্টস করে। তবে ওইটুকুই শেষ। যে পৃথিবীতে একজন মানুষ যা কল্পনা করে, অন্য কোন জায়গায় আরেকজন সেটাকেই বাস্তবে রূপ দিচ্ছে। এমন অবস্থায় কিভাবে শুধু আবেগ প্রকাশের মাধ্যমে একজন মানুষের জীবনে সাফল্য আসতে পারে? কিন্তু কথা হচ্ছে আমি কিছু বলতে পারি না। পারলে হয়তো বেচারাকে বুঝাতাম। আমার সাথে জন্ম নেয়া অন্যান্য আইডির সাথেও আমার কথা হয়। যতক্ষণ না আমরা কথা বলি তার চেয়ে অনেক বেশি হাসি। কিছু হাভাতে যুবক যুবতীদের কার্যক্রম নিয়ে আমাদের বিস্ময়ের ঘোর যেন কাটতেই চায় না। আমার মালিকের অনেক অনেক নোংরামির সাক্ষীও আমি। কত যুবতীদের সাথে সে মিথ্যা প্রেমের অভিনয় করেছে তার কোন কুল কিনারা নেই। আমার মালিক প্রতিদিন প্রায় ১০/১২ ঘন্টা সময় আমার সাথে কাটায়। কোন জরুরি কাজই তার কাছে ফেইসবুক চালানোর মত এত গুরুত্বপূর্ণ না। মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করি। কিন্তু আমার নিয়ন্ত্রণ যে আমার কাছে নেই। এই আইডি থেকে অনেকের সাথে সম্পর্ক খারাপ হয়েছে। অনেক বন্ধুকে গালি দেয়া হয়েছে। বাস্তবে সেসব হলে কুরুক্ষেত্র বেধে যেত। আমার মালিকের পাসওয়ার্ড একবার এক তরুণীকে দেয়া হয়েছিল। আর আমার অনলি মি অপশনে প্রতিদিন দু'একটা চিঠি লেখা থাকত। জনৈকা তরুণী অত্যন্ত আগ্রহ নিয়ে সেসব পড়তো। আর তার জবাব দিত দু'চার লাইনের স্ট্যাটাস লিখে। যেমন:

"নীল খামে চিঠি লিখে নীলা বলে আমায় ডেকেছিলে,
সেই চিঠি ছিঁড়ে গেছে, ভাষাগুলো হৃদয়ে আছে।"

প্রেমিক মহাশয় এতেই মহাখুশি...☺

যাই হোক এসব অনুভূতির আদান প্রদান চলছে। এখনো আমার আইডির সত্ত্বাধিকারী উক্ত তরুণীর সাথে একটিবার বাস্তবে কথা বলতে পারলো না, এই ভেবেই আমি অবাক হয়ে যাই! মানুষ আর যন্ত্রের মধ্যে অনেক প্রভেদ - তা বুঝতে পারি। ইদানিং ফেইসবুকে কোন না কোন কিছু ভাইরাল হয়। আমার মালিক কখনো ভাইরাল হতে পারবে না। আইডি হিসেবে আমার পরামর্শ হলো, এইসব আজাইরা কাজে সময় নষ্ট না করে দু'একবার ভাইরাল হয়ে, ফেইসবুক থেকে অবসর নেন। এত এত বন্ধু আপনার ফেইসবুকে, অথচ বিপদের সময়তো কেউ থাকবে না আপনার পাশে। ফেইসবুকের মতো মাধ্যমে সস্তা সেলিব্রেটি যদি আপনি হয়েও যান, তবুও আপনি এক সময়, হিসাবের খাতা মিলিয়ে দেখবেন, আপনার অর্জন শুন্য। তারচেয়ে আপনি পরিবারকে সময় দিন। অন্যের আবেগপূর্ণ ছবিতে লাভ রিয়্যাক্ট দেওয়ার চেয়ে তা অনেক যুক্তিপূর্ণ। কেন আপনি অন্যের লাইক কমেন্টসকে জীননের লক্ষ্য বানিয়ে স্ট্যাটাস দেন,

"তুমি ফেইসবুকেতে আমার স্ট্যটাসে লাইক দিতে আসতে,
জানি না তুমি স্ট্যটাস না, আমাকেই বেশি ভালবাসতে?"

নজরুলতো বলেই গেছে, 'আমায় নহে গো ভালবাস, শুধু ভালবাস মোর গান'। আপনার বুঝা উচিৎ, আপনাকে আপনার পরিবারের সদস্য ছাড়া আর কেউ ভালবাসবে না। কী দায় পড়েছে তাদের? কত মানুষকেইতো সময় দিলেন, বিনিময়ে উল্লেখযোগ্য কিছু পান নাই, আর পাবেনও না।বরং দিন দিন আপনি আপনার নিজের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি আপনার দায়বদ্ধতাকে এড়িয়ে যাচ্ছেন। সস্তা বিনোদন আর ধার করা শক্তি দিয়ে নিজেকে মহান ভাবার দুঃসা্হস দেখাচ্ছেন। সৃষ্টির প্রতি, স্রষ্টার প্রতি আপনার অনেক কিছু করার আছে, সেটা ভাবুন। ফেইসবুক চালান ঠিক আছে, কিন্তু ফেইসবুক যেন আপনাকে না চালায়। চোখের ক্ষতি, হতাশা, ডিপ্রেশন, অবসেশনের মত ভয়ঙ্কর সমস্যার মধ্য দিয়ে আপনি যাচ্ছেন। আমার এসব দেখতে ভাল লাগে না। আপনি যদি সারা জীবন ফেইসবুক চালান তবুও আপনার মনের ক্ষুধা মিটবে না। বরং বাড়তেই থাকবে। আপনি এখন যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন, তাতে মনে হচ্ছে আপনি ফেইসবুকের কাছে জিম্মি হয়ে গেছেন। আপনি একবার ভেবে দেখুন, এতে কি আপনার অবস্থার কোন উন্নয়ন হয়েছে গত দশ বছরে। ফটোগ্রাফি করবেন, ভাল কথা - তাহলে এক্সিবিউশন করুন, ইভেন্ট তৈরী করুন। কিছুদিন পর পর লাইক কমেন্টের খয়রাতির জন্য ছবি আপলোড করবেন না(এসব একদম অপ্রয়োজনীয়)। প্রেম করতে চান? ভাল কথা, সরাসরি ভালবাসার মানুষকে বলুন মনের কথা। চোখে চোখ রেখে। ফেইসবুকে প্রোপজ করার স্বার্থকতা কী? যাকে প্রোপজ করছেন, তাকে ছুঁয়ে দেখার কোন অপশন থাকছে না। এটা কেমন হল আপনিই বলুন??

আর মনে রাখবেন, আপনার ফেইসবুক আইডির নিয়ন্ত্রণ কিন্তু ফেইসবুক কতৃপক্ষ সংরক্ষণ করে। তাছাড়া আপনার আইডি হ্যাক হবে না, তার গ্যারান্টি কী? কাজেই, ভাবিয়া করেন কাজ......

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১৬

রাজীব নুর বলেছেন: ফেসবুক মন্দ জায়গা।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: হক কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.