নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

ঝড়ের আহ্বান

১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:১৪

আমি কারো করুণার পাত্র হয়ে আর বেঁচে থাকতে চাই না। আমি মুক্তি চাই। আমার জন্ম যেন এক অনুশোচনা হয়েই রয়ে যায়, সকল কালে, সকল জীবের অন্তরে। কেন এই ধরাধামে এসেছিলাম, আজও তার কোন সদুত্তর পেলাম না। শুধু অর্থ উপার্জনই কি ছিল না আমার যুগ জনমের সাধনা? সে সাধনা পূর্ণ হবার নয় কোন দিন। সকলের মুখের দিকে তাকিয়ে এক নিরব অর্থনৈতিক হিসেব কষতে দেখেছি। প্রতিটি পদক্ষেপকে মাপতে দেখেছি অর্থনৈতিক মানদণ্ডে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পিতা-মাতা, প্রেমিকা, স্ত্রী-সন্তান সবাই আমাকে মেপেছে ওই এক ছাচে। স্বয়ং আমার সৃষ্টিকর্তা অর্থ দানকে করে রেখেছেন মহান ধর্ম। আমি সে ধর্মে ব্যর্থ হয়েছি বারেবার।

চারদিকে অন্ধকার ছাড়া আর কিছু দেখা যায় না। বুকের খাঁচা ভেঙ্গে গেছে নষ্ট ছাতার মত। শুধু ডাট দিয়ে কি আর পার হওয়া যায় এ সাধের মানব জনম? বারবার আমার ঘর পুড়েছে। জগৎ জুড়ে শুধু ধিক্কার শুনেছি। কিন্তু অর্থ আর প্রাচুর্যের ঝনানি শুনিনি কস্মিন কালে। বিকেলের শেষ আলোয় কেউ এসে বলে নি, আর একটু কি থাকা যায়? সবাই দূর দূর করেছে। অন্যের লালসার উদ্ধারকারী হিসেবে আমাকে খাটতে হয়েছে চিরকাল। জন্ম থেকেই মাথার উপর ঋণের ঘানি টানতে হয়েছে। কখনো খুব একাকী বোধ হলে আকাশের দিকে তাকিয়েছি; তৎক্ষণাৎ ভয়ংকর অভিকর্ষ বল আমাকে টেনে ধরেছে। যে বালিশে আমার সব নালিশ লেখা আছে তার শিরোনাম চিরকালই "অভাব" হয়েছে। কোন রমণী আমার দিকে ফিরেও তাকায়নি। আমি কেন হলাম জগতের সকল অভাবের সমষ্টি?

যখনই জীবন সাগরে ঝড় হয়েছে আমি খুশি হয়েছি। এই বুঝি ডুবে মরার সময় হলো বলে। কিন্তু আমি ডুবে যাই নি। আমার ডুবন্ত তরী কোন অলৌকিক ইশারায় ভেসে ওঠেছে। আমার এ জীবন কোন অলৌকিকত্বে বন্দী, কে জানে? কোথাও যে শান্তি নাই। যে হাসি আমার মুখে, চোখে দেখা যায়- তা কেবলই মিথ্যার ছলনে বন্দী। তাই এখন আর ঝড় এলে আজকাল খুশি হই না। কিন্তু, এবার যে ঝড় আসতে চলেছে- তার ডাকে জীবন সায়াহ্নে উপস্থিত কি নই আমি? সে ঝড় সম্পর্কে পাঠকের নাই বা জানা হোক!

এ ঝড়কে আমি স্বাগত জানাই:

হে ঝড় তুমি এসো তীব্রতর হও,
চিরকালের বিমুক্ত হতাশার ইতি ঘটাও।
তোমার বর্ণিল থাবায় রক্তাক্ত হোক দেহ,
ঘুচে যাক আজন্ম কাঙ্খিত সুরের স্নেহ।
ভিজে যাক যাপিত জীবনের সব ভয়,
এ ঝড়ের শেষটায় যেন আমার মৃত্যু হয়।
কথা যেন চুপ হয়ে যায় জাগতিক নিয়মে,
স্বপ্ন হোক অবসান ব্যথিত এ অনাহুত জন্মে।
আজ তুমি আমার পক্ষে এসো হে ঝড়,
আমার এ মিনতি আজ হোক অবিনশ্বর।

দিবালোকে ঘুম ঘোরে কত ভয়ংকর বয়েছ তুমি,
আজ এই মাঝরাতে যে তোমার চরণ ধ্বনি শুনি
আজ হতে আমি যেন শুধু তোমার চরণ চুমি!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:২২

শাহ আজিজ বলেছেন: হাসান সাখাওয়াত সাহেব যে নিবেদন করেছেন তা একজন নারীর । আমরা ঠিক কি ধরে নেব এটা পুরুষ না নারীর আর্তনাদ ????

১৯ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৯

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ঠিক ধরতে হয় না, ভুল ধরে এগুনোই ভাল। যেমন: মনে করি/ ধরি সংখ্যাটি x

২| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:২৬

সোবুজ বলেছেন: কার চরনে চুম দিতে চান?সে কি আপনাকে মহা শুখে রেখেছে।

১৯ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৪২

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে,
তুমি কত কষ্ট পাও রোদ-বৃষ্টি-ঝড়ে!

৩| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৩৪

রাজীব নুর বলেছেন: আপনি সাহসী মানুষ। পোষ্ট পরে তাই মনে হচ্ছে।

১৯ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৪২

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: আপনিও একজন সাহসী মানুষ। ধন্যবাদ।

৪| ১৯ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৫৯

সেজুতি_শিপু বলেছেন: অনেকবার অলৌকিক ঘটেছে - আরও অনেকবার ঘটবে, জীবনতো অলৌকিক। শুভকামনা।

১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৩৫

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: একদম হক কথা! ধন্যবাদ।

৫| ১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনিও একজন সাহসী মানুষ। ধন্যবাদ।

সাহসী আছি বলেই এখনও ব্লগে টিকে আছি।
শিয়াল কুকুর আর হায়েনারা আমাকে বারবার আক্রমণ করে। তবুও আমি টিকে আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.