নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

আর্তনাদ

০২ রা মে, ২০২২ রাত ৯:৩৫

কেউ নেই আমার পাশে,
আকাশে ঈদের চাঁদ হাসে
বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠ আসে
তারায় তারায় ভীষণ অবকাশে
সন্ধ্যা হয়ে আসে,
চারিদিক হিম হয়ে আসে।
আমি একাকী দাঁড়িয়ে
আমি এক জোস্নার নীল পদ্ম?
আমি কি এক ছোট্ট পরী;
অথচ জন্মেছি আজ সদ্য?
কেন কেউ নেই আমার?
চাইনি কিছুই আহামরি,
শুধু চাই পৃথিবী মানুষের হোক!
আলগোছে বন্ধ করি চোখ,
ও স্বপ্ন, ও আনন্দ এসো
আমার পাশে একটু বসো
আজ আমার খুব মন খারাপ।

তবে কি জন্মই এক পাপ?
পৃথিবীতে বেঁচে থেকে কি লাভ?
বলো হে পৃথিবী,
বলো হে মানুষরূপী সাপ?
কী বিষাক্ত তোমাদের দৃষ্টি!
কী করে পারো ঝরাতে
আমাদের মায়া চোখে দুঃখের বৃষ্টি?

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০২২ রাত ৯:৪০

সোনাগাজী বলেছেন:



কথার কথা, নাকি সিরিয়াস বক্তব্য; সর্প চোখে কেহ কেহ তাকায়?

০২ রা মে, ২০২২ রাত ১১:৩৯

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: হুম.।

২| ০২ রা মে, ২০২২ রাত ৯:৫০

এম ডি মুসা বলেছেন: ইদের শুভেচ্ছা।।
দুঃখ গুলো ভুলে যান চলেন সকাল বেলা কোলাকুলি করি।
একসাথে ইদ উদযাপন কইর্যা লাই। ইদ মোবারক।

০২ রা মে, ২০২২ রাত ১১:৪০

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ইদ মোবারক।

৩| ০২ রা মে, ২০২২ রাত ১০:২৩

বিজন রয় বলেছেন: অনেক যন্ত্রণার কবিতা।
তবে তা সত্য ও নির্মম।
মাুণষ এসব থেকে মুক্ত হোক।

সুন্দর কবিতায় ভাললাগা জানয়ে গেলাম।

০২ রা মে, ২০২২ রাত ১১:৪০

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ

৪| ০২ রা মে, ২০২২ রাত ১০:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: অধিকাংশই সাপ। মানুষ কই?

০২ রা মে, ২০২২ রাত ১১:৪১

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: দুর্লভ।

৫| ০৩ রা মে, ২০২২ রাত ৯:৩৬

সাগর কলা বলেছেন: - সুন্দর লিখা ভাইয়া।

০৫ ই মে, ২০২২ সকাল ৯:০৯

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.