নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

সমাধি

০৩ রা মে, ২০২২ রাত ৯:৫১

সমাধিটা পড়ে ছিল অবহেলিত, অপরিচ্ছন্ন
তার বুক চিড়ে একটি ফুলন্ত শিউলি গাছ
কিভাবে জন্মেছিল গাছটা, কে জানে!
ফুলগুলো নুয়ে পড়েছে সমাধিটার কাছে
ওখানে কে ঘুমিয়ে আছে, কে জানে!

চমৎকার রৌদ্রোজ্জ্বল দিন, ফকফকে আকাশ
বাতাসে শিষ দিচ্ছে ভোরের জোড় শালিকেরা
ফুলের গন্ধে ভরে গেছে বাতাস,
শিশিরের আদরে শিহরিত চারপাশ-
আমি হাঁটছি এমন সুন্দরের সন্ধানে
যেখানে শান্তিতে ঘুমানো যায়
যেখানে ফুল ঝরে পড়ে প্রতি রাত্রে
যেখানে কেউ খবর নিতে আসে না
কেউ মনে রাখে না আমায়!

ওখানে এমন ক্লান্তিকর একঘেয়েমী!
আমি শ্বাস নিতে পারি না।
আমি কারণে অকারণে হাসতে পারি না,
ইচ্ছেমতো ইচ্ছেঘুড়ি উড়িয়ে গাইতে পারি না,
আমি চিরন্তন অস্তিত্বের খবর পাই না!

আমি কি একটু ঘুমুতে পারবো না?
আমি কি একটু শ্বাস নিতে পারব না?
কোথায় সেই শেষ চুম্বনের স্থান প্রিয়?
কোথায় আমার স্বপ্নের সমাধি?

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০২২ রাত ১০:০২

বিজন রয় বলেছেন: অনেক সুন্দর। মন পবিত্র হয়ে গেল।

আমি হাঁটছিএমন সুন্দরের সন্ধানে
যেখানে শান্তিতে ঘুমানো যায়
যেখানে ফুল ঝরে প্রতি রাত্রে


.....................................অসাধারণ!!

০৫ ই মে, ২০২২ সকাল ৯:০৬

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২| ০৩ রা মে, ২০২২ রাত ১০:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধ পাঠ কবি :)

ঈদ মোবারক

০৫ ই মে, ২০২২ সকাল ৯:০৭

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অশেষ ধন্যবাদ। ঈদ মোবারক।

৩| ০৪ ঠা মে, ২০২২ বিকাল ৩:২২

জগতারন বলেছেন:
মাধিটা পড়ে ছিল অবহেলিত, অপরিচ্ছন্ন
তার বুক চিড়ে একটি ফুলন্ত শিউলি গাছ
কিভাবে জন্মেছিল গাছটা, কে জানে!
ফুলগুলো নুয়ে পড়েছে সমাধিটার কাছে
ওখানে কে ঘুমিয়ে আছে, কে জানে!


অসাধারন বাব্য !
লাইক !!
কবির প্রতি অভিন্দন ও সুভেচ্ছ জানাই।

০৫ ই মে, ২০২২ সকাল ৯:০৮

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: মন্তব্যের জন্য শুকরিয়া।

৪| ০৪ ঠা মে, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার লিখেছেন।

০৫ ই মে, ২০২২ সকাল ৯:০৮

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও শুভ কামনা।

৫| ০৫ ই মে, ২০২২ সকাল ৯:৩৫

সোনাগাজী বলেছেন:


কি ছিলো আপনার মনে, কি বলতে চেয়েছিলেন?

০৫ ই মে, ২০২২ সকাল ১১:২৬

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: মনের কথা গুছিয়ে লিখতে উপন্যাস বা প্রবন্ধ লেখা প্রয়োজন। সময় পেলে চেষ্টা করব। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.