নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
আমার নুতন আকাশ চাই, নুতন সূর্য-
আলো চাই নানা রঙের, একশ রঙের
ফুল চাই হাজার প্রকার, ফুলদানী চাই,
পাহাড় চাই উঁচু, নীচু, মাঝারী সাইজের
আর কয়েকশ নদী চাই আঁকাবাঁকা, সুগভীর।
আমার আকাশে কোন অবিশ্বাস থাকবে না
আমার আলোতে কোন অন্ধকার থাকবে না
আমার ফুল কখনোই শুকিয়ে যাবে না
আমার ফুলদানীতে কোন দাঁগ থাকবে না
আমার পাহাড় ঘেষে বন-বনানী থাকবে
আমার নদীতে তুমি আর আমি ভাসবো
নৌকায় এসে লাগবে না কোন অস্বস্তিকর ঢেউ
আমার নদীর বাঁকে বাঁকে পাহাড়গুলো হাসবে।
২৭ শে জুলাই, ২০২২ রাত ৯:৫৯
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: হুম
২| ২৭ শে জুলাই, ২০২২ রাত ১০:২৭
খায়রুল আহসান বলেছেন: শিরোনামটা যথার্থ!
২৭ শে জুলাই, ২০২২ রাত ১০:৪১
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ! ধন্যবাদ আপনাকে
৩| ২৮ শে জুলাই, ২০২২ রাত ২:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাওয়াগুলো সুন্দর,
চেয়েছেনও নান্দনিকভাবে,
কিন্তু সব চাওয়া যে পূরণ
হয়না! অবশ্য সব চাওয়া
পূরণ হয়ে গেলে জীবনের
মানে খোঁজার আগ্রহ থাকেনা,
তাই থাকনা কিছু অপ্রাপ্তির
যাতনা!
২৮ শে জুলাই, ২০২২ দুপুর ১:১৯
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: সত্যিই। মানুষের ইচ্ছার কোন বাঁধা ধরা নিয়ম নেই।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৩৯
শায়মা বলেছেন: হুম রুপকথার গল্পে এমন থাকে।
আর স্বর্গে থাকতে পারে।