নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

ব্যর্থ প্রেম

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৯

নদীতে লেগেছে তুফান, গাছে গাছে ফুলের মিছিল
তাকিয়ে আছি তোমার দিকে, শাড়ির রং গাঢ় নীল
তুমি লুকিয়ে হাসছ এবং আমি দূরে দূরে থাকছি
তোমার জন্য ফুল আনছি, পকেটে লুকিয়ে রাখছি।

কুকুরগুলো ডাকছে, আমি তোমার বাড়ির গেটে
আমি একটু অসুস্থ, সে খবর পেয়েছো ইন্টারনেটে?
অন্ধ-মূর্খ-বধির নই, তোমার জন্য দিতে পারি প্রাণ
তবুও বারবার হচ্ছি তোমার কাছে নিদারুণ অপমান।

এভাবে যাচ্ছে কেটে দিন, আমি হচ্ছি ক্রমে দীনহীন
ভালবাসার উত্তাপে পুড়ছি, প্রেম রোগে আমি ভুগছি
এই প্রেমও একদিন গলার কাঁটা হয়ে যায় প্রিয়তমা
'মানুষ' হয়ে যায় ভালবাসাহীন এক যাচ্ঞাকারীর নাম!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ হয়েছে এটা।

'দীনহীন'স শব্দটা দুর্বল লাগছে। 'হচ্ছি ক্রমে নিঃস্ব ও হীন' - কিংবা অন্যকোনোভাবে ভাবতে পারেন।

শুভেচ্ছা।

১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:০২

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্য।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বলতে ভুলে গেছি - যাঞ্ছাকারী কী শব্দ। মনে হচ্ছে বানান ভুল বিশেষ বিশেষ শব্দের বানান ভুল হলে অর্থ বোঝা যায় না। বোধহয় লিখতে চাইছিলেন 'যাচ্ঞকারী' - যাচনাকারী। যা এর পর আগে চ লিখুন, তারপর ঞ।

১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:০৩

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ঠিক করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.