নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

আগে তবে নামো জলে

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২২

আমি পরাজিত, দণ্ডিত কবি
তিমির রাত্রির কোলে আঁকি ঝরা সময়ের ছবি!

প্রতিদিনের কর্মময়তায় কেন সংশয় লেগে রয়?
আমার ভীত কম্পিত বাহু জুড়ে শুধুই হা-হা শূন্যতা
ঠিকমতো তাকেই আমি চিনি, যে আমার শুধু স্তব্ধতা
জীবনের অন্তিম ডাক শুনে আমি ভুলভাবে গেয়েছি
সেই গানের কলিটা; একবার শুনেছি তা পরম যত্নে
তার রেশটা রয়ে গেছে আমার ভাঙ্গা-গড়া জীবনে।
"এ নদী এমন নদী, জল চাই একটু যদি.... "

আহা কিসের আশায় থাকি তার কোন হদিস নাই
লক্ষ্যহীনতার এই বাঁচা-মরার লড়াই চলে-থামে।
সাঁতার শিখতে হলে আগে তবে নামো জলে!

আমি পরাজিত, দণ্ডিত কবি
জলে নামতে গিয়ে ফিরে আসি অতল জলের ভয়ে!

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৪৩

জগতারন বলেছেন:
সুন্দর কবিতা !
পাঠে মুগ্ধত জানাচ্ছি।
কবির প্রতি সুভেচ্ছা ও ভালোবাসা জানাই।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১১

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১২

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: কবিতা ভালো লাগলো।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১২

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ।।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১৫

অপ্‌সরা বলেছেন: এ নদী এমন নদী
জল চাই একটু যদি...
দুহাত ভরে উষ্ণ বালু দেয় আমাকে....

অনেক প্রিয় গান আর তার পিছনে একটা কারণও আছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৩

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: গানটা অমায়িক।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৩

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.