নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

ভুল প্রেম

০৩ রা নভেম্বর, ২০২২ রাত ৮:৩১

অনিকেত ভালবাসা ডাক দিয়ে হৃদয় মরুতে
একবার ঘুমচোখে মুছে দেয় প্রেমের পদ্য
শুকনো কাঠ ফেটে যেমন কার্তিকের রোদ
নেমে এসে পৃথিবীর পথে চুপ করে থাকে
তেমন পেয়েছি তার মুখ ঘাসের মন থেকে
মনান্তের খোঁজে জেগে উঠে নিরব জোনাকি
অথচ পৃথিবীর অমাবস্যা তাকে পায় নাই!
সেই দূর অন্ধকার যেন আজো আছে হায়!
সেই মেঠো পথে আজো সাপেরা খেলা করে।

আমাদের গল্প একদিন ইতিহাস হবে দেখো-
আমাদের করুণালোকে এসো হে দুর্বল শোক
ভুল মানুষের সাথে আবার ভুলভাবে দেখা হোক।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০২২ রাত ৮:৪২

অপ্‌সরা বলেছেন: দেখা হোক .....

তবে না দেখা হওয়াই আসলে ভালো। :(

০৩ রা নভেম্বর, ২০২২ রাত ৯:১৪

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: মন মানে না

২| ০৩ রা নভেম্বর, ২০২২ রাত ৯:৪৯

জগতারন বলেছেন:
আমাদের গল্প একদিন ইতিহাস হবে দেখো-
আমাদের করুণালোকে এসো হে দুর্বল শোক
ভুল মানুষের সাথে আবার ভুলভাবে দেখা হোক।


সুন্দর কবিতা!
সুখ পাঠ, মুগ্ধ আমি।
কবির প্রতি ভালোবাস ও প্রীতি জানাই।

০৩ রা নভেম্বর, ২০২২ রাত ১০:০৬

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: কেউ একজন আমাকে বলিয়াছিল পড়িতে বসিলে যদি তোমার কাহারো কথা বারবার করিয়া মনে পড়ে তাহলে বুঝিতে পারিবে তুমি তাহার প্রেমে পড়িয়াছ ।

০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৫৯

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ভাল একটা অবজারভেশন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.