নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
না বলা কথারা জানে কত ভাল আমি
বেসেছি তোমায়, দূর আঁধারে শোকের
মতো এক অশ্রুবিন্দু নিয়ে, বিশুষ্ক আলো
নিদ্রার চাদরে মুড়ে আড়মোড়া ভাঙ্গা এক
শীতের সকালে, আমার হৃদয়ের জন্মান্তর
হলেও লক্ষ্যহীন ব্যথাতুর সঙ্গীতেরা ডাকেনি
তোমাকে, আমার নিরবতার মেঘ-শীতল
আত্মবিশ্বাস লজ্জায় শয্যার নীলাম্বরী কল্পনায়
ডুবে ডুবে ভেসে ওঠেছে গভীর একাকী বন্দনায়।
জীবন তবু্ও এক ভীষণ কাতর কোন উড্ডীনতায়
খুঁজে ফেরে উন্মিলিত ঊর্মিমালায় লীন কোন বিনম্র
এক ঝড়ের পীড়ন, তারপর বাঁধভাঙ্গা উল্লাসে ফেটে
পড়ে বিবেক, মূল্যায়ন করেনিতো কেউ সে সব ব্যথা!
এইটুকু সংশয় নিয়ে তবে কেটে যাক না সময়ের খেলাঘর!
১৫ ই জুন, ২০২৩ রাত ১০:০৪
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ১১ ই জুন, ২০২৩ রাত ১০:৩৪
জগতারন বলেছেন: সুন্দর কবিতা !
পাঠে মুগ্ধ আমি।
১৫ ই জুন, ২০২৩ রাত ১০:০৪
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১১ ই জুন, ২০২৩ রাত ৯:৪৯
রাজীব নুর বলেছেন: সুন্দর।