নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

এবং নৈরাশ্য

১৫ ই জুন, ২০২৩ রাত ৯:৪০

শেষ হলো সবকিছু,
কিছু ভাল লাগে না
সব নদী শোক করে,
মন আজ জাগে না
সব প্রেম মাটি হলো,
অর্থহীন এ জীবন
সবকিছু খা খা করে,
মাথা করে ভন ভন!

সব আলো নিভে গেছে,
সব কথা থেমে যায়
সব শোক জেগে ওঠে,
প্রাণ করে হায় হায়
সূর্য-চাঁদ ডুবে গেছে,
চারিদিকে ক্লান্তি
মানুষের মনে আজ,
শুধু বিভ্রান্তি।

কুকুরেরা কেঁদে মরে,
আকাশটা হাসছে
কে যেন আকাশ থেকে,
ভালবাসা আনছে
আমি তাই বসে আছি,
আশা করি পাব তাকে
ভালবেসে এই মন,
দিয়েছি আমি যাকে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২৩ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০৯ ই জুলাই, ২০২৩ রাত ১০:২২

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ।

২| ১৭ ই জুন, ২০২৩ সকাল ১০:২৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: শেষের স্তবকটি বেশ ভালো লেগেছে !! বিশেষ করে এই লাইন দু'টা , " কে যেন আকাশ থেকে ,ভালোবাসা আনছে"!


ভালো কথা আপনি হাসান সাখাওয়াত তো তন্দ্রাকুমারী নাম কেন ??

০৯ ই জুলাই, ২০২৩ রাত ১০:২২

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ

তন্দ্রাকুমারী আমার ছদ্মনাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.