নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হাসান সাখাওয়াত..

তন্দ্রাকুমারী

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

তন্দ্রাকুমারী › বিস্তারিত পোস্টঃ

সাফল্য ও ব্যর্থতার খতিয়ান

২০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৯

আমি সাফল্যের ইবাদতকারী
আমি সাফল্যের পূজারী
সাফল্যই আমার একমাত্র ঈশ্বর
সাফল্যই আমার মহান প্রভু
সাফল্যই আমার জান্নাত।

ব্যর্থতা আমার কাছে শয়তান
ব্যর্থতা হলো জাহান্নামের পথ
ব্যর্থতা আমাকে ধ্বংস করবে
ব্যর্থতাকে তাই ছিঁড়ে ফেলবো
পুড়িয়ে ছাড়খার করে দেব।

আমার চারপাশে ব্যর্থতার সুদীর্ঘ ইতিহাস
কিন্তু তা জানাবো না তোমাকে
ব্যর্থ সেতুর চেয়ে সফল দেয়ালই শ্রেয়
ব্যর্থতাকে আমি ঘৃণা করতে থাকব।

যদিও ব্যর্থতা আমাকে বিনত করে
ব্যর্থতা আমাকে লজ্জিত করে
ব্যর্থতা সাফল্যের পথ দেখায়
কিন্তু এসব কথা হলো সুন্দর মিথ্যা
তাই ব্যর্থতাকে আমি হত্যা করব
অথবা ব্যর্থতাকে বন্দী করবো ছদ্মবেশে।

তুমি কি সফল হতে চাও এই পৃথিবীতে?
নাকি ব্যর্থ হয়েই মৃত্যু বরণ করবে?
সাবধান হয়ে যাও হে ব্যর্থতার কান্ডারী
তোমার জন্য আমার মনে নেই কোন দয়া!

অথচ জীবন যাপন মানেই ছিল সাফল্য
নিসর্গ দেখে মুগ্ধ হওয়াটাই সাফল্য
ধুলার মাঝে গড়াগিড়ি খাওয়াও সাফল্য
যে কোন সত্য বাক্য বলাই সাফল্য
মিথ্যা বলতে গিয়ে কাঁপতে থাকা সাফল্য!

অন্যের ত্রুটি খুঁজে বেড়ানো হলো ব্যর্থতা
কাউকে ক্ষমা করতে না পারাটাই ব্যর্থতা
নিজেকে ছোট ভাবাটা হলো ব্যর্থতা
মিথ্যা ভালোবাসায় ডুবে থাকাটাও ব্যর্থতা
"তুই ব্যর্থ" বলে চিৎকার করাটা ব্যর্থতা!

এসো সবাই ব্যর্থতার মূল উৎপাটন করি
পবিত্র হই মানবাত্মার পাপের উৎস থেকে
নেমে পড়ি মিছিলে, মিটিংয়ে, শ্লোগানে
আমাদের শব্দে প্রকম্পিত হোক আকাশ
আমাদের বিরোধীতায় ভারী হোক বাতাস।



মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার চারপাশে ব্যর্থতার সুদীর্ঘ ইতিহাস কিন্তু তা জানাবো না তোমাকে
.....................................................................................................
ব্যর্থতা ছাড়া সফলতা আসে না ।
তবে প্রেমের ব্যর্থতায় নদীতে ঝাঁপ দেয়া বোকামী ।
জীবন হলো বহতা নদী ,
চলমান থাকার মধ্যেই আনন্দ, বেদনা লুকায়ে আছে ।

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:১৭

তন্দ্রাকুমারী বলেছেন: ধন্যবাদ।

২| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:১১

বিজন রয় বলেছেন: ধন্যবাদ।

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:০৯

তন্দ্রাকুমারী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:২১

যুবায়ের আলিফ বলেছেন: সুন্দর

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:১৩

তন্দ্রাকুমারী বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:২১

যুবায়ের আলিফ বলেছেন: সুন্দর

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:১৪

তন্দ্রাকুমারী বলেছেন: ধন্যবাদ

৫| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:১৪

তন্দ্রাকুমারী বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

৬| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ১:১৪

ডঃ এম এ আলী বলেছেন:



শিল্পসংস্কৃতি যেমন সংগ্রামের ফসল, তেমনি শিল্প সাহিত্য বিপ্লবের জন্য মানসভূমি প্রস্তুত করে।
ইতিহাস সাক্ষী বর্বরতার বিরুদ্ধাচারণ মানুষের ধর্ম - না হলে হিটলারের পায়ের তলায় মানবসভ্যতা
ধ্বংস হয়ে যেত। আজকেও মানব সভ্যতাকে বর্বরতা গিলে খেতে উদ্যত। ধর্মান্ধতা ও বিদ্বেষ, ক্ষমতার
প্রতাপ স্বৈরাচার জনগণের প্রতিবাদের ভাষা কেড়ে নিচ্ছে বর্বরতার ভীষণতায়, অন্য দিকে আর্থিক দুর্নীতি
অনৈতিকতা, লোভ ও স্বার্থপরতা বিবেক কিনে নিচ্ছে। এই বিভীষিকাময় সময় দাবি করছে - আরও
প্রতিবাদ আরও প্রতিরোধ, চাইছে প্রাণে প্রাণে সেতু বন্ধন। চাইছে প্রাণ আকুল করা জনসঙ্গীত-কবিতা
নাটক-চিত্র - উদ্দীপনাময় শিল্প-সাহিত্য ।
ব্যর্থতা বলে কিছু নেই । ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে করতে হবে নব প্রাণের সুচনা ।

কবিতা সুন্দর হয়েছে ।

শুভেচ্ছা রইল

২১ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:২৫

তন্দ্রাকুমারী বলেছেন: ঠিকই বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল।

৭| ২১ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: জীবনে আপনার সফলতা ও ব্যর্থতা কতটুকু?

২১ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯

তন্দ্রাকুমারী বলেছেন: আমি নিজের চোখে ১০০% সফল। পৃথিবীর সবচেয়ে সফল মানুষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.