নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

অবিচ্ছিন্ন নিরবতা

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৩



তুমি চলে যাও দূর অজানায়
আমি এখানেই বরং শুয়ে থাকি
এই নিঃসঙ্গ খেসারি ক্ষেতে
নৈঃশব্দের কারাগারে একা;
যেখানে আনমনে উদাসী আমি
আকাশ দেখব অপলক
লাল মেঘেদের দল উড়ে যাক
উড়ে যাক নিশ্চুপ শঙ্খচিল
গম্ভীর হয়ে থাক সময়
শালিকের চোখ বিস্ময়ে
কাতর হোক অন্য কোথাও।
দূরে কোথাও মেঠো পথে
গরু নিয়ে ঘরে ফিরুক চাষী
ডালিম ফুলের মত যার হাসি।
আমি বরং সেদিকে না যাই
আমি চিন্তাশূন্য হয়ে এইখানে-
একা থাকব কুয়াশাচ্ছন্ন হয়ে।
লোকজন অভিশাপ দেয় দিক
আমি কোথাও যাবো না।
অফিসে বা বাজারে যাব না
টিভি বা মোবাইলের স্ক্রীনে
আমার তাকানোর কাজ নেই
কারও প্রশংসা বা নিন্দা
আর নয় কোন দিন
এখানেই পরিশোধ হোক
পৃথিবীর কাছে আমার ঋণ।
আমি আর চলতে চাইনা
আর ভালোবাসতে চাইনা
আর কিছু শুনতে চাইনা
আর কিছু বলতে চাইনা
আমি শুধু এই নিরবতার
অত্যাচার সয়ে মরে যাব।


মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০২

বিজন রয় বলেছেন: আচ্ছা ঠিক আছে, আপনি ওখানেই থাকেন প্রেম নিয়ে প্রকৃতির মাঝে।

সুন্দর হৃদয়দোলা কবিতা।

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৩

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ। নিরবতা ভয়ংকর ব্যাপার!

২| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৪

নয়ন বড়ুয়া বলেছেন: বাহ কবি দা...

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৪

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

৩| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৭

এক চালা টিনের ঘর বলেছেন: Nice.

০৭ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৫:১১

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ

৪| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:১৯

মিরোরডডল বলেছেন:




অভিমানের কবিতা ভালো লাগলো।


০৭ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৫:১২

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

৫| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: কবিতা পড়ে হুমায়ূন আহমেদের "আজ আমি কোথাও যাব না" লাইনটার কথা মনে পড়ল।

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০২

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পরলোকে ভাল থাকুক তিনি। আপনি ভাল থাকুন, এই কামনায়.....

৬| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৯

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.