নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
চাঁদ-সূর্যের মতো চলছি হাওয়ার পথ
এই পথের শপথ, আমরা হবো না ছিন্ন
বাঁধ দিয়ে নদীর গতিপথ করবনা ভিন্ন
বুকে থাক তাজা ইলিশের গন্ধমাখা জল।
আমাদের জিহ্বা থেকে অগ্নুৎপাত হোক
আমাদের চোখ অন্ধকারের বিরুদ্ধে লড়ুক
মনে আসুক হাজার পাহাড় ডিঙাবার সাধ
মৃদঙ্গ হয়ে বাজুক মস্তিষ্কের কুঠুরিগুলো।
আমাদের পথে পথে ফুলের মিছিল চলুক
বেদনার আকর জমা হোক আমাদের অস্ত্রে
আমরা ভুলবনা না যুদ্ধের সুদীর্ঘ ইতিহাস
আমাদের বিজয় পথের শেষেই আছে।
আমরা বাঙালি আমাদেরই নাই ভয়
এ জাতি কভু ভীরু কাপুরুষ নয়
বুকের খাঁচায় বাঘেরে করব বন্দী
অত্যাচারীর সাথে নয় কোনো সন্ধি।
এটম বোমের মতন গর্জে ওঠো সবাই
ঠোঁটে ঠোঁট চেপে করো কঠিন ব্যারিকেড
রোজ কেয়ামত আসার আগেই এক হও
জেগে ওঠো হে মুক্তিকামী জনতা!
১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৬
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।
২| ১৪ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১২
রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর হয়েছে।
১৪ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৯
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| ১৪ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭
বিজন রয় বলেছেন: এটাকে কি বিদ্রোহী কবিতা বলা যায়?
১৪ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: চেষ্টা করেছি। কিন্তু এর সফলতা কতটা, তা বিজ্ঞজনেরা বলতে পারবে।
৪| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৬
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
৫| ১৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৪
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: দ্রোহের কবিতায় জ্বলুক অনল
১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৭
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: দ্রোহের অনলে পুড়েই মুক্তি আসে। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৩
নয়ন বড়ুয়া বলেছেন: বাহ...