নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

রাশিচক্র

১৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬



তোমার দীঘল চুল ডাকে আমায়
রোজ বিকেলে, স্নিগ্ধ জোছনায়
আকুতি জানালে, কাতর করুণ স্বরে
এলোমেলো হয়ে আমি- ছুটে যাই।

রিক্ততার অনুভব জাগানিয়া
গানের সুর তোমার মধ্য গগনে
বিরহ হয়ে বাজে অকারণ হরষে
হাওয়া মহলের নিস্তব্ধতায়।

তুমিহীনতায় এই রাতের আঁধার
ঢেউ তুলেছে মনের এ পাড়, ও পাড়
কেন বিষন্নতার দীপ জ্বেলে তুমি
জ্বলছো কী অনিবার্য প্রতিক্রিয়ায়!

আমাদের স্বপ্নগুলো ছাই হয়ে তাই
ভাসছে অদৃশ্য এক টানেলের গতিতে
যেখানে যাওয়া হয় না পৃথিবীর কারো
চাঁদের সাথে দূরত্ব বাড়ে তোমার-আমারও।

ভালোবাসাহীন শূন্যতায় আমরা
ডুবে যাই ইথারের মত ক্ষিপ্রতায়
একাকী জানালার ফাঁকে ফাল্গুন এসে
দেখে তুমি-আমি কেউ আর বেঁচে নেই।

অথচ পরস্পরের মৃত্যুহীন প্রাণ করেছি দান-
ক্ষুধিত পাষাণ এই ধরাধামে এসেছিলাম
প্রেমের জয় বার্তা প্রচারের নিমিত্তে
কেন হায় জমে গেছি অনড় অসীম শীতে!

বিশ্ব বিধাতা চেয়ে দেখেনি কি আমাদের
তার অহংকার কি প্রেমের কাব্য হয়ে জ্বলেনি
দেখেনি কি পৃথিবীর উন্নাসিক সমালোচক
কে তুলা রাশির জাতিকা আর কে কন্যা রাশির জাতক?


মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩১

নয়ন বড়ুয়া বলেছেন: শুভ সন্ধ্যা...

১৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:১০

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: শুভ সন্ধ্য।

২| ১৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার হয়েছে।

১৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:১০

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ২০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩০

এম ডি মুসা বলেছেন: তোমার দীঘল চুল/ ডাকছে আমায়৮+৬
রোজ বিকেলে, স্নিগ্ধ / ডাকা জোছনায়৮+৬
আকুতি নিয়ে কাতর করুণার স্বরে৮+৬
এলোমেলো হয়ে আমি- ছুটে যাই।৮+৬

রিক্ততার অনুভব হলে জাগানিয়া৮+৬
গানের সুর তোমার যে মধ্য গগনে৮+৬
বিরহ হয়ে বাজায় অকারণ হর্ষে৮+৬
হাওয়া মহলের শোক কী! নিস্তব্ধতায়।৮+৬
এইভাবে ৮+৬ অক্ষরবৃত্ত ছন্দের হলে কেমন হতো? আমি ছন্দ জোড়াতালি দিয়ে দিছি,
আপনার কবিতা আপনার একান্ত ব্যক্তিগত, তবে কবিতা ছন্দ থাকলে পাঠকের পড়তে সুবিধা হয়।

২০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: সব ছন্দ হয়তো সবার পছন্দ না। লেখার সময় ছন্দের চেয়ে ভাবের দিকে মনোযোগ বেশি রাখতে হয়। আপনার পরামর্শ মনে থাকবে। অনেক ধন্যবাদ।

৪| ২০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩১

এম ডি মুসা বলেছেন: তোমার দীঘল চুল/ ডাকছে আমায়৮+৬
রোজ বিকেলেই, স্নিগ্ধ / ডাকা জোছনায়৮+৬
আকুতি নিয়ে কাতর করুণার স্বরে৮+৬
এলোমেলো হয়ে আমি- ছুটে যাই।৮+৬

রিক্ততার অনুভব হলে জাগানিয়া৮+৬
গানের সুর তোমার যে মধ্য গগনে৮+৬
বিরহ হয়ে বাজায় অকারণ হর্ষে৮+৬
হাওয়া মহলের শোক কী! নিস্তব্ধতায়।৮+৬
এইভাবে ৮+৬ অক্ষরবৃত্ত ছন্দের হলে কেমন হতো? আমি ছন্দ জোড়াতালি দিয়ে দিছি,
আপনার কবিতা আপনার একান্ত ব্যক্তিগত, তবে কবিতা ছন্দ থাকলে পাঠকের পড়তে সুবিধা হয়।

২০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

৫| ২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৫

বিজন রয় বলেছেন: অনেক প্রেম।
লিখুন, লিখতে থাকুন।

২০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪২

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

৬| ২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

২০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪২

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.