নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

ইলিশ (অণুগল্প)

১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৬


নিস্পন্দ মাছটা আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। কোয়ান্টাম ফিজিক্সের সূত্রানুসারে তার প্রতি আমার যে আকর্ষণ তা রীতিমতো ভয়ংকর রূপ নিল। আমার রক্তের অক্সিজেন লেভেলে সুগভীর তারতম্য সৃষ্টি হলো। আমি মাছটা কিনতে চাই। কিন্তু পদ্মার ইলিশ বলেই তার দাম যেন আকাশ ছুঁতে চায়। ৫ কেজি ইলিশ মাছ আমি ৫০০ টাকায় বাবাকে কিনতে দেখেছি। এখন বাজারে আগুন। কারা যেনো পেট্রোলের দাম কমে যাওয়ায় সুযোগ সন্ধানী হয়ে ওঠেছে। যেখানে খুশি আগুন ধরাচ্ছে। নেভানোর কেউ নেই। জীবনের লক্ষ্য স্থির করেছি কি করিনি মনে নেই। তবে দমকল বাহিনীতে যোগদান করা হয়নি। আমি ছাপোষা একজন স্কুল শিক্ষক। নাম রেখেছিল বাবা-মা হরিপদ কাপালী। জন্মস্থান মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল। আমার মেয়ে আমার কাছে ইলিশ মাছ খেতে চাইছে। আমি কি করি, কই যাই জানি না। ইচ্ছে করে ৯ হাজার টাকা বাংলাদেশ ব্যাংক থেকে লুট করে আনি। কত লোকে কত লুটপাট করে, বিচার হয় না। আমি চাই আমার বিচার হোক। নিরবিচ্ছিন্ন এই বুকে কুঠারাঘাত করুক এমন কেউ, যে কখনো ইলিশ মাছ কিনতে গিয়ে পয়সার দিকে তাকায় না।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: রপ্তানি বন্ধ হলেও ইলিশ গরিবের নাগালের বাইরে।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৭

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: নাগালের মধ্যে আসার বাঞ্ছা করি।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন:

১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৬

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: দেখেন যেটা ভাল মনে করেন।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২৪

বাকপ্রবাস বলেছেন: এটাকে অণুগল্প বলতে না রাজি। ইলিশ এর দাম কমুক সেই কামনা করি

১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪৭

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৯

কিরকুট বলেছেন: ইলিশ সিন্ডিকেট অনেক বড় একটা মত্রায় লাভ করছে । এই সিন্ডিকেট কে না শায়েস্তা করলে দাম কমবে না ।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪৮

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: তবুওতো ভাল। আমরা সমস্যাটা চিহ্নিত করতে পেরেছি।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৫০

ঞোছ বলেছেন: আপনি এটি রান্না করতে বৈদ্যুতিক চুলা ব্যবহার করতে পারে
https://amongusonline.co

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৫১

ঞোছ বলেছেন: https://google.com

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৫১

ঞোছ বলেছেন: https://google.com

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.