নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
আমি আঁধারের সাথে মিতালী করেছি,
শূন্যতা আমার চোখের মাঝে খেলা করে,
যদিও দেখার ছিল অনেক কিছুই!
ধনুকের মতো তোমার বাঁকা ভ্রুযুগল,
ঈদের চাঁদের মতো তোমার মৃদু হাসি,
অস্তমান সূর্যের মতো তোমার কপালের লাল টিপ,
শ্রাবণের মেঘের মতো তোমার চোখের সানগ্লাস,
বৈশাখী ঝড়ের মতো তোমার কোমরের ঢেউ,
নভেম্বরের বৃষ্টির মতো তোমার গোপন কান্না—
ভালো করে দেখাই হয়নি তোমায় একটুও!
তাইতো তোমার দেহের চুম্বকীয় টান
আমাকে স্তব্ধ করেছিল সেদিন বর্ষার রাতে—
দেখা হয়নি তোমার আকাশের এনভেলাপ খুলে,
যার ভেতরে ছিল শত শত মহাকাশ!
কিংকর্তব্যবিমূঢ় হয়ে যাই আমি যখন-তখন,
স্মৃতির তালা খুলতেই বিস্ময়ের ঢেউ!
হঠাৎ মনে হয়, এইতো সেদিনের কথা,
অথচ কেটে গেছে কয়েকটি শতাব্দী!
সেসব গহীন বেদনার ক্ষত আজ আর নেই,
তোমার রাতের আকাশের সেসব মিটিমিটি তারা
আমার গহীন আঁধারে শিশির হয়ে জ্বলে।
©somewhere in net ltd.