![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে গভীর নিদ্রায় সুজাগ্রত আছেন পাগল কিসিমের একজন মানুষ - মিষ্টার *ক্রিপ্টিক্যালি এপ্লিক্টিক ইলুসনিস্ট * …যিনি পৃথিবীর কাছে কোনও গুরুত্বপূর্ন ব্যাক্তি নন,তাই পৃথিবীটাও মিষ্টার *ক্রিপ্টিক্যালি এপ্লিক্টিক ইলুসনিস্ট * এর কাছে সমান গুরুত্বহীন…যিনি মারা গেলে রাস্তার কুকুর ও কাঁদবে না,তবে কুকুররুপী কিছু মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে…মিষ্টার *ইলুসনিস্ট * কোনও লিজেন্ড নন,তিনি আপনার মতই একজন মানুষ,তবে পার্থক্য হলো আপনার চেয়ে ব্যাতিক্রম অবশ্যই…যিনি একা থাকতে পছন্দ করেন,ক্লোজ মানুষ দের জ্বালাতে পছন্দ করেন,তাদের কাছ থেকে জ্বালা পেতে পছন্দ করেন…তবে তার আপন কেউ নেই,তাই এসব এখন শুধুই ঢং মনে হয় তার কাছে…মিস্টার *ইলুসনিস্ট * জ্বালাময়ী সত্য কথা বলেন,উনার সাথে বন্ধুত্ব করা ৪টি খানি কথা না হলেও ৫ টি খানি কথা।তিনি একজন মিসটেরিয়াস…জীবন সম্পর্কে আপনার ধ্যান-ধারনা পাল্টে দিতে পারেন কিন্তু আপনি কখনই তাকে পাল্টাতে পারবেন না!!!
যখন চাদ ও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে সবাই ঘুমায় সাথে তুইও। আগামাসি লেনের কুকুরটা ও একটা সময় মসজিদের দেয়াল গেসে তার নোংরা দেহ টা এলিয়ে দেয়।আমিও চাই খুব করে ঘুমাতে।ঘুম আসেও।সাথে আসে কিছু ধূসর অতিত।এতটাই দুস্ট সে সব অতিত যে আমার সব ঘুম কেড়ে নিয়ে চলে যায়।আমার তাতেও মন খারাপ হয় না।কিন্তু যখনি ভাবি এইতো কদিন পর ই তো বাংলা একাডেমি টা নতুন বই এর সুভাসে ভরে যাবে, সবাই কিনবে,দেখবে,ঘুরবে আর আমি মিছেমিছি ঘুমের চেস্টা করেই যাব।না এ হয় না।আচ্ছা আমার কি ইচ্ছে করে না তোর হাত ধরে অন্ন প্রকাশে গিয়ে আবার কোন ময়ুরাক্ষি বা মেঘ বলেছে যাব যাব কিনতে?? তারপর ও আমি ঘুরি চেস্টা করি ভাল রাখতে বাউন্ডেলের এই জীবনকে।যে যখন যেখানে ডাকে সেখানেই এখন যেতে ভাল লাগে।রাতে একা রাস্তায় সুন্দরিদের মেলা ও কম উপভোজ্ঞ নয়।কাওরান বাজারের ট্রাক ভরতি তরকারি আর পলাশীর রাতের পরটা অনেক বেশি মজা তোর সাথে চিল্লাচিল্লির চেয়ে।#freddie এর গুরু গম্বির গলায় #show_must_go_on বা #Gilmour এর #another_brick_in_the_wall তোর ভাবনায় ভাবুক হওয়ার চেয়ে আরো অনেক বেশি কাজের।এইসবের কাছে তুই সত্তিই খুব ছোট অনেক বেশি অর্থহীন অনেক বেশি বেমানান।
ভাল থাক
©somewhere in net ltd.