![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিজিৎ রয় এর সম্পর্কে আমি গতকালের আগে কিছুই জানতাম না। গতকাল খবরে যখন শুনলাম মুক্তমনার প্রতিষ্ঠাতা অভিজিৎ রয় দুর্বৃত্ত দের ছুরির আঘাতে মৃত্যবরন করেছে তখন কেন জানি মনে হলো একটু কষ্ট পেলাম। ইচ্ছে করছে যারা এই ধরনের ঘৃণিত কাজ করেছে তাদের থুতু নিক্ষেপ করতে। আমার ধর্ম ইসলাম আর ইসলাম হলো শান্তির ধর্ম। অভিজিৎ রায় এর দোষ সে নাস্তিক ছিল, আচ্ছা বুঝলাম সে নাস্তিক, তাহলে তাহার বিচার আল্লাহ করবেন, কেন আমরা নিজ হাতে কারো বিচার করব??? আজকে কি অভিজিৎ রায়ের রক্তে আমার শান্তির ধর্ম ইসলাম কলুষিত হয় নাই??? অবশ্যই হয়ছে হতে হবে। আমাদের নবীজী অনেক অত্যাচার সহ্য করেছেন কিন্তু তার বদলে সে খোলা তরবারি নিয়ে কাওকে মারতে উদ্যত হয় নাই, বরং তাকে যেন আল্লাহ পাক জ্ঞান দেয় সেই দোয়া করেছেন। আজকে কেন গুটিকয়েক ধর্মান্ধ দের জন্য আমাদের শান্তির ধর্ম কলুষিত হবে?? কেন আমাকে দুর্বৃত্ত বলে গালি দেয়া হবে??? আর যারা এই ধরনের ধর্মান্ধ মূলত তারা হল আসল নাস্তিক। তারা আল্লাহ পাকের রাস্তা থেকে বিচ্যুত নবীজীর আদর্শ থেকে বিচ্যুত। এই ধরনের নাস্তিক দের মুখে থুতু দিতে মন চায়। ইসলাম শান্তির ধর্ম আর আমি একজন মুসলমান হিসাবে প্রতিহিংসায় বিশ্বাস করি না।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৭
বিব্রত০০৭ বলেছেন: আপনার কাছে এইটা নিয়ে কি যুক্তি আছে ভাইজান ? বলবেন কি ??
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৬
নতুন বলেছেন: যখন মানুষ তকে`/যুক্তিতে প্রযুক্তিতে হেরে যায় তখন এই রকম পথ বেছে নেয়...
যারা হত্যাকে সমথ`ন করে তারা হুজুগেই মাতাল... ধমান্ধ..
রাসুল সা: কখনোই হত্যাকে সমথ`ন করেনাই..
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৮
বিব্রত০০৭ বলেছেন: যতার্থ বলেছেন
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫০
উড়াল পঙ্খী সজল বলেছেন: এরকম হত্যা যদিও কাম্য নয়।
নাস্তিকতা আর ইসলাম বিদ্দেসি এক নয়।
আর এটা যে মুসলমান করেছে ইসলাম বিদ্দেসি হবার কারনে তার প্রমান ও নাই।
মানুষের বাক সাধিনতা আছে কিন্তু তা বলে অন্যের ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ কথা বলা ঠিক না।
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫০
জহির উদদীন বলেছেন: ঘটনাস্থলের ৫০ গজ দূরেই দায়িত্বে ছিল পুলিশ । সেখানে ছিল পুলিশের একটি পিকআপ ভ্যান । হামলার শিকার হয়ে অভিজিৎ ও তার স্ত্রী বন্যা ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করলেও কেউ এগিয়ে যাননি । এমনকি পাশে দায়িত্ব পালনরত পুলিশও প্রথমে বন্যার চিৎকারে সাড়া দেয়নি ।
ঠাণ্ডা মাথায় দুর্বৃত্তরা অভিজিতের মৃত্যু নিশ্চিত করে নির্বিঘ্নে পালিয়ে যায় ।
শাহবাগ থানা থেকে দুরত্ব দুইশ’ গজ । বইমেলার ফটক ঘিরে আরও কয়েক স্থানে ছিল পুলিশের অবস্থান । সঙ্গে বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের নিয়মিত টহল দলের অবস্থানও ছিল আশপাশের সড়কে । এমন নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই ব্লগার অভিজিৎ রায়কে নৃশংসভাবে খুন করে দুর্বৃত্তরা । চাপাতি দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করার পর তারা নির্বিঘ্নে এলাকা ত্যাগ করলেও কোথাও কোন বাধার মুখে পড়েনি । পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন , ওই এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা টহল ছিল ।
প্রতিদিন হাজার-হাজার মানুষ বইমেলায় আসা-যাওয়া করে । টিএসসিতে বসে আড্ডা দেয় শত শত মানুষ । বইমেলা ছাড়াও বাংলা একাডেমি , ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এলাকাটি নিরাপত্তা বলয়ে থাকে । বইমেলা উপলক্ষে তা আরও জোরদার করা হয়েছে ।
তাহলে কিভাবে খুনিরা নির্বিঘ্নে এমন হত্যাকাণ্ড ঘটালো ?অথচ দুঃখজনক হলেও সত্যি এই ঘটনাকে জংগী হামলা উপর দায় চাপিয়ে সরকার এর দায় থেকে মুক্তি নিতে চায়....আমরা এর সুস্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩
জহির উদদীন বলেছেন: এটাই কি ইসলাম ??
আপনাদের মতো সহজে বুঝদার লোকদের বুঝানোর জন্য সুন্দর ও কৌশলে একটি ডিজিটাল ঘটনা ঘটানো হয়েছে বলে আমি মনে করি.....
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪২
সাবাব ইকবাল বলেছেন: ভাই এটা নিয়ে আমারো একটা লেখা আছে পড়ে দেখবেন। আপনার লেখাটা ভালো লেগেছে।
http://beta.somewhereinblog.net/blog/Shabab_iqbal/30017999
৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৭
এসব চলবে না..... বলেছেন: এই ঘটনার সাথে ইসলামের কোন যোগসুত্র নাই।
৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৬
নীল আকাশ ২০১৪ বলেছেন: পাগলাগরু বলেছেন: অভিজিতরে মারছে ছাত্রলীগ। আপনে টেনশন নিয়েন না ভাইজান
যুক্তিযুক্ত কথা। ছাত্রলীগ চাপাতি-পিস্তল নিয়ে দৌড়ালেও আমরা পুলিশকে নিরুত্তাপ থাকতে দেখেছি।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২১
পাগলাগরু বলেছেন: অভিজিতরে মারছে ছাত্রলীগ। আপনে টেনশন নিয়েন না ভাইজান