![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার একটা প্রশ্ন আছে। সেই সকল মানুষের কাছে যাদের রক্তের বিনিময়ে আমরা এই লাল সবুজ পতাকা পেয়েছি তাদের কাছে। প্রশ্নটা হল আজকের পর থেকে কি বেগম জিয়ার হাতে ঐ পতাকা থাকা কি উচিত না অনুচিত? ম্যাডাম জিয়া আপনি কিভাবে এই পতাকা হাতে রাখেন?? যাদের প্রানের বিনিময়ে এই পতাকা তাদের তাদের প্রতি সম্মান না দেখিয়ে এই পতাকা হাতে রাখাটা কতটা লজ্জাকর, তা হয়ত বুঝার ক্ষমতা আপনার মত সল্প শিক্ষিত মানুষের আছে কি না কে জানে!! আমাদের ৩০ লক্ষ তাজা রক্ত দিয়ে তৈরি এই পতাকা হাতে নিয়ে কয়টা ফটোর পোজ দিলেই দেশপ্রমীক হওয়া যায় না। ম্যাডাম পতাকা আমাদের কোটি মানুষের আবেগের বস্তু ফটোর পোজ মারার জন্য পতাকা তৈরি হয় নাই!! আপনি সেদিন স্মৃতিসৌধ এ ফুল দিতে যান নাই তাই বলে কিন্তু মনে কইরেন না স্মৃতিসৌধ ফুলশূন্য ছিল। বরং এইবার আরও বেশি মানুষ শ্রদ্ধা জানিয়েছে ঐ পর্দার অন্তরালের মানুষ গুলোকে। যারা পতাকার জন্য প্রান দিয়েছেন কিন্তু পতাকা টা কিভাবে স্বাধীন দেশে পতপত করে উড়ে সেইটা দেখে যেতে পারেন নাই। অন্তত কিছুটা কৃতজ্ঞতা স্বীকার করুন যাদের জন্য আপনি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন। অবশ্য কৃতজ্ঞতা আপনার সাথে যায় না!!! যে কিনা বঙ্গবন্ধুর সাথে বেইমানি করতে পারে তার আবার কিসের কৃতজ্ঞতাবোধ!!! দিনশেষে আপনি যে অজুহাত দিলেন আপনি অবরুদ্ধ এর জন্য আপনি যেতে পারেন নাই তাতে অবরুদ্ধের সংঙ্গা নতুন করে লিখতে হবে ম্যাডাম! আজকের পর থেকে আপনার হাতে পতাকা যাওয়া মানে পতাকার অসম্মান করা। আর আমরা তরুন প্রজন্ম পতাকার অসম্মান কখনই বরদাস্ত করবো না। একটা রিকুয়েস্ট করি ম্যাডাম এই পতাকা আর আপনি হাতে নিবেন না। ম্যাডাম ৩০ লক্ষ মানুষ যাদের রক্তের বিনিময়ে এই পতাকা তাদের অভিশাপ কিন্তু বিফলে যাবে না ধংস হয়ে যাবেন, যদিও আপনি ধংস হওয়ার পথে আছেন।
©somewhere in net ltd.