নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেহ-মন-কল্পনা আর বাস্তব জ্ঞান এসবের সমাহারে আমার অস্তিত্ব। জীবন থেকে শিখছি আর লিখছি।আমি বিশ্বাস করি জীবন আসমাপ্ত,আর আমি সেই অসমাপ্ত জীবনের যে অসমাপ্ত গল্প-তারই লেখক।

অসমাপ্ত গল্পের লেখক

অসমাপ্ত গল্পের লেখক › বিস্তারিত পোস্টঃ

সম্পর্ক আর এক টুকড়ো কাপড়

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০২

সম্পর্ক !শব্দটা শুনলেই আমাদের মনে নানা রকম রঙ দেখা দেয় । কখনো কালো,কখনো সবুজ। আবার কখনো রক্তলাল । কত হাজারো রকমের চিন্তা! চিন্তাভাবনা।
কারো বা বিচ্ছেদের,
কারো সুন্দর মুহূর্ত,
আর কারো বা কামনা,বাসনা।
কিন্তু আসলে সম্পর্ক ব্যাপার টা না জেনেই অনেকে সম্পর্ক স্থাপন করার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দেয়।
আচ্ছা সম্পর্ক কি আসলেই এমন যে যখন ইচ্ছা হলো করলাম,
আবার যখন ভালো লাগছে না কারো সাথে থাকতে ;তখন সম্পর্ক ভেঙে দিলাম?
বাংলাদেশে তো আবার এই শব্দের ছড়াছড়ি (BREAK-UP)
এখন আবার এমন একটা ফ্যাশন বের হয়েছে লিভ টুগেদার।
সম্পর্ক স্থাপন-চাহিদা মেটানো- সম্পর্ক ভেঙে দেয়া।

এটাই কি আজকালকার সম্পর্ক! যাকে বলে RELATION!
ছেলেমেয়েরা আজকাল RELATION করবো বলে বলে বেড়ায়,আবার বলে আমার ব্রেক আপ হয়ে গেছে নতুন আরেকটা রিলেশন করতে হবে।
এসব দ্বারা আসলে কি বুঝাতে চায় বুঝি না,ভালোবাসা নাকি অন্য কিছু।
যতই হোক আগের দিনের ভালোবাসার মত পবিত্রতা রক্ষা করা আমাদের এই ৪র্থ জেনারেশনের দ্বারা, আশা করাও বিশাল কিছু।
অনেকটা নতুন জামা কাপড় কিনে ব্যবহার করতে করতে পুরোনো হয়ে গেলে অথবা ছিড়ে গেলে যেমন ফেলে দেওয়া হয়,অথবা ত্যানা/ন্যাকড়া বানিয়ে ঘর মোছা বা অন্য কাজে লাগানো হয়।
তেমনি হয়ে গেছে আজকের সম্পর্ক।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৭

অলীক মানবী বলেছেন: রিলেশন ব্যাপারটা আসলে এখন একটা ফ্যাশান হয়ে গেছে , অথবা স্মার্টনেসের মাপকাঠি ...
নিখাদ "ভালোবাসা" শব্দটা এখন ফিরে আসা খুব দরকার ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.