![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন বিকৃত
মরার পর লাশ যদি বিকৃত হয়
তাহলে মন কেনো হবে না?
মনের সাথে মনের মিল না হলে সে মন বিকৃত
পছন্দের সাথে পছন্দ মিলেমিশে একাকার না হলে
সে পছন্দ বিকৃত
কথার ভাঁজে অপর কথা বললে
সে কথা বিকৃত
নতুন ভাবে ভাববার চেস্টা করলে সে ভাবনা
বিকৃত।
বিকৃত কথা টা যে শুধু আমরা মনে মনে ধারণ করে নিয়েছি শুধু তাতেই আমরা ক্ষান্ত হইনি,
বরং আধুনিক যুগে বিকৃত কথার উপর ভিত্তি করে আমরা পা দেই একে অন্যের ঘাড়ে
আর উঠে যাই উঁচুতে,
মিথ্যে উঁচুতে ।
সমাজ যদি এমন বিকৃত মানবশূন্য হয়ে যায়,
তাহলে পুরো জাতিই একসময় বিকৃত হতে বাধ্য।
২| ২৬ শে মে, ২০১৬ রাত ১:০২
ঘটক কাজী সাহেব বলেছেন: বিনা দোষে কাউকে মৃত্যু দণ্ড দেয়া হইলে, পরবর্তী সময়ে ভুতের মন খালি বিকৃত হয়না
৩| ২৬ শে মে, ২০১৬ রাত ১:০৯
অসমাপ্ত গল্পের লেখক বলেছেন: ধন্যবাদ -হাফেজ আহমেদ
৪| ২৬ শে মে, ২০১৬ রাত ১:১০
অসমাপ্ত গল্পের লেখক বলেছেন: সত্যি না হলেও মিথ্যে বলেন নি কাজী সাহেব।
৫| ২৬ শে মে, ২০১৬ রাত ২:১৩
রুদ্র জাহেদ বলেছেন: সব এভাবে বিকৃত হইয়া গেলে অবিকৃত থাকবে কি!
৬| ২৬ শে মে, ২০১৬ রাত ২:২৬
বাংলা গান শুনুন বলেছেন: নহে মিথ্যে
৭| ২৬ শে মে, ২০১৬ সকাল ৭:৪৪
কাশফুল মন (আহমদ) বলেছেন: গুড,,,
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৬ রাত ১২:৫৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: অসাধারন সতত বাক্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ । এগিয়ে যান, শুভাশিস রইল।