নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেহ-মন-কল্পনা আর বাস্তব জ্ঞান এসবের সমাহারে আমার অস্তিত্ব। জীবন থেকে শিখছি আর লিখছি।আমি বিশ্বাস করি জীবন আসমাপ্ত,আর আমি সেই অসমাপ্ত জীবনের যে অসমাপ্ত গল্প-তারই লেখক।

অসমাপ্ত গল্পের লেখক

অসমাপ্ত গল্পের লেখক › বিস্তারিত পোস্টঃ

চোরাবালির শহর

০৯ ই মার্চ, ২০১৭ রাত ৩:৪৭

এই ঘুণে ধরা শহরের বুক চিরে আছে
মানুষে মানুষে টেনে আনা শহরের অদ্ভুত প্রাণ।

আছে তিক্ত মুখের ঠোট বাঁকানো রহস্যময় হাসি,
আছে অসহায়ত্ব ও ভালোবাসার সৎকার।
সুখ নেই।
আছে কান্নার রঙ আর জোছনার ছায়া,
আছে ক্লান্ত মনের উষ্ম ভালোবাসা,
কিন্তু সুখ নেই।
একঝাঁক পাখির ডানার উপর ভরসা করে
রোদ নেমে আসে এ শহরে,
শকুনের মতো,চাতকের প্রতীক্ষার মতো,
নেমে আসে রাত।

ঈগলের মতো তীক্ষ্ণ দৃস্টি,
ছাড়ে না কোনো নিতম্বিনীকে,
এই শহরে প্রেমিক প্রেমিকা আছে,
গাড় আলিঙ্গন আছে,পরকীয়া আছে,
তবুও ভালোবাসা নেই।
ভালোবাসা দেহে উপচে উপচে পড়ে
মনে ভালোবাসা এক দানা চিনিও ভেজাতে পারে না।
পরিত্যাক্ত শহরে সবই আছে,
আবার কিছুই নেই।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২০

ধ্রুবক আলো বলেছেন: কবিতা বেশ ভালো লাগলো
সব আছে শুধু ভালোবাসা নাই।

২| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১০:০০

মোস্তফা সোহেল বলেছেন: আজকাল ভালবাসা কোথাও দেখি না। যা দেখি সবই মেকি মনে হয়।

৩| ১০ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪১

অসমাপ্ত গল্পের লেখক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.