![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন কারন দর্শানি ছাড়াই আমারে সাধারন ব্লগার বানাইয়া দিবার প্রতিবাদ জানাইয়া লেখাগুলান ড্রাফট কইরা অফ গেছিলাম । ১ ফেব্রুয়ারি ০৯ এ ফিরা আসছিলাম ড্রাফট থাইকা পুরানা কবিতাঞ্জালগুলারে উদ্ধার কইরা আমার(অন্য)ব্লগে নিয়া যাইবার লাগি । আইসা দেখি নিরাপদ স্ট্যাটাস দিছে । বয়েস হইসে , এইসব চোরপুলিশ খেলা আর ভালো লাগে না । শান্তিতে দুইটা লেখালেখির লাগি আমি তাই মডারেশনহীন জায়গাতেই ঘুরতে গেলাম ।
১.সিগারেট :
তোমার ঠোটের স্পর্শ পেতে প্রবল বেগে পুড়ে পুড়ে নামি,
কিভাবে ছুইঁ বলো, আমিই তো গোড়াতে লাগিয়েছিলাম ফিল্টার ।
২.গ্লাস :
এখন জল ঢেলো না,সরাসরি খুলে দাও বোতলের মুখ ।
কতো আর ধারক হবো, একবার আমাকেও পানীয়ের সংস্পর্শ পেতে দাও।
একবার না হয় আমিও তৃষ্ঞা জুড়াই ।
২| ১৪ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:৫৯
অন্যরকম বলেছেন: হোসেইন দ্য এ'টিম নাকি?
৩| ১৪ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:০০
অমি রহমান পিয়াল বলেছেন: আমি তো তৃতীয় পেগেই ঘুমাইয়া যাই। ৫
৪| ১৪ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:০১
সামী মিয়াদাদ বলেছেন: সামীর শ্রদ্ধান্জল.......পেগ মনে হয় বেশী হইয়া গেছে....দারুন হইছে....
৫| ১৪ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:০৮
দ্বিধা বলেছেন: ৫ পেগ
৬| ১৪ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:১১
অচেনা বাঙালি বলেছেন: পঞ্চম পেগ!
আমি তো তৃতীয় পেগেই টলাইয়া যাই। ৫
৭| ১৪ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:১৭
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: ফিল্টার ছারা সিগারেট টানেন... তাইলে আর প্রব হইবো না... তয় পর্দা থাকন ভালা
৮| ১৪ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৩৫
হোসেইন বলেছেন: কী কয় ! তৃতীয় পেগ খাওয়ার পর একটা সিগারেট ধরাবেন । এই সিগারেট খাওয়ার সময় গ্লাসে কোন চুমুক দেয়া নিষেধ ।
তারপর চোখ বন্ধ করে চিন্তা করবেন যে আসলেই আপনার আজকে পান করার দরকার কী না । যদি দরকার মনে করেন তাইলে বাকী দুই পেগ খাইবেন ।
মনে রাখবেন, প্রথম তিন পেগ হইলো গিয়া সঙ্গীতের আগের ঠুংটাং । এইটা সঙ্গীতের আসর না । উস্তাদের আসর হইলো গিয়া পরে ।
৯| ১৪ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৩৭
সারওয়ারচৌধুরী বলেছেন: ৫
দহনে দহনে জীবন কোথায় নিয়ে যায়
কেউ জানে না কেউ জানে না!
১০| ১৪ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:১১
রাশেদ বলেছেন:
১১| ১৪ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২২
আরণ্যক যাযাবর বলেছেন: হিক!
বস, এইটা কখন ল্যাখলেন?
১২| ১৪ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩০
রাগ ইমন বলেছেন: যেটা নামলো জলের মত
ফোটায় ফোটায় , একটা দুটায়
ওটা জল ছিলো ?
তরলে কমবে দহন
শেষ হবে তোমায় বহন
সে পণে ছল ছিলো !
------------------------
পঞ্চ ভুতে পঞ্চমী পঞ্চায়েতে পঞ্চভূজা
প্রণমী প্রপঞ্চময়ো পঞ্চপদী পরায় পূজা !
--------------------------------
পানে পাপে তাপে পরাভূত মন
কৈ লাশ আর যাবো কখন!
১৩| ১৪ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩১
রাশেদ বলেছেন: গুরুগো দৌড় দেখি বেশি না! আপ্নাগো লগে পাল্লা দেওয়ন যাইবে! হিক!
১৪| ১৪ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৪
রাগ ইমন বলেছেন: রাশুরে পঞ্চাল !
১৫| ১৪ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৫
অচেনা বাঙালি বলেছেন: হিক!
১৬| ১৪ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৬
অচেনা বাঙালি বলেছেন: রাগুরটা আফটার কয় পেগ?
১৭| ১৪ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪২
মাহবুব সুমন বলেছেন: ভুইল্লা গেসি
১৮| ১৪ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০৪
সামী মিয়াদাদ বলেছেন: রাগাপুরটা সে নিজেই জানেনা মনে হয়......এইটা স্বপ্নে পাওয়া মনে হইতেছে....
১৯| ১৪ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৭
মুকুল বলেছেন: !@@!2287729
*****
২০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫৭
মুকুল বলেছেন: copy korlam
২১| ১৮ ই আগস্ট, ২০১০ রাত ৮:৪৬
চাঁপাবাজ বলেছেন: হায়রে ভালবাসা...........
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:৫৫
হোসেইন বলেছেন: পঞ্চম পেগে চুমুক দেয়ার পর কিছু চিন্তার উদয় হয় । সেগুলোকে দর্শন বা কবিতা বলা যায় না হয়তো ,কিন্তু অনুভব বলা যায় । হোসেইনের ভাষায় তা জঞ্জাল ,কিন্তু মাথাতে গুতো মারার চাইতে সেই জঞ্জাল না হয় ব্লগের পাতাতেই থাকুক ।