নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধনহারা কেউ

বাধনহারা কেউ › বিস্তারিত পোস্টঃ

আন্তর্জাতিক নিয়মনীতি লঙ্ঘন: ভারতকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমতি দিয়েছে বাংলাদেশ!!!

১০ ই এপ্রিল, ২০১১ রাত ১০:১৮

ত্রিপুরা সরকারের মন্ত্রী বাদল চৌধুরী বলেছেন, দু’দেশের মধ্যে চুক্তি ও আন্তর্জাতিক নিয়মকে দূরে সরিয়ে রেখে বাংলাদেশ সরকার ভারতকে উভয় দেশের সীমান্তের ‘জিরো লাইন’ বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমতি দিয়েছে।

বাংলাদেশ সরকার এই নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে যাতে সীমান্তে অবস্খিত ভারতীয়দের ঘরবাড়ি এবং চাষের জমি কাঁটাতারের বেড়ার কারণে ক্ষতিগ্রস্ত না হয়।

উল্লেখ্য, ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং মিজোরামে বাংলাদেশের সাথে চার হাজার ৯৫ কিলোমিটার দীর্ঘ সীমান্তে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। এই কাঁটাতারের বেড়া নির্মাণের পেছনে ভারতের বক্তব্য হচ্ছে, এর দ্বারা জঙ্গিদের গতিবিধি নিয়ন্ত্রণ করা যাবে। এ ছাড়া বাংলাদেশী অনুপ্রবেশ বìধ করা সম্ভব হবে এবং সীমান্তে অপরাধ নিয়ন্ত্রণ করা যাবে।!!!!!!

তবে দুই দেশের মধ্যে সমঝোতা এবং আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক সীমান্তের ‘জিরো লাইন’ থেকে ভারতের ১৫০ গজ ভেতরে এই বেড়া নির্মাণের কথা।

ত্রিপুরার অর্থমন্ত্রী বাদল চৌধুরী এ সম্পর্কে বলেন, ত্রিপুরার সাথে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। যদি ভারতের ১৫০ গজ অভ্যন্তরে নিয়মানুযায়ী এই কাঁটাতারের বেড়া নির্মাণ করা হতো তাহলে ভারতীয়দের আট হাজার ৭৩০টি বসতবাড়ি, ধানক্ষেত, জমি, খামার এবং অন্যান্য সম্পত্তি নির্মিত কাঁটাতারের বেড়ার অপর পাড়ে থেকে যেত। ফলে হাজার হাজার ভারতীয় ক্ষতিগ্রস্ত হতো। ত্রিপুরার অর্থমন্ত্রী বাদল চৌধুরী আরো বলেন, আন্তর্জাতিক নিয়মানুযায়ী ‘জিরো লাইনে’র ১৫০ গজ ভেতরে এই বেড়া দিলে ত্রিপুরার ১৯ হাজার ৩৫৯ একর জমি কাঁটাতারের বেড়ার ওপারে পড়ত বলে এক সমীক্ষায় জানা গেছে।

বাদল চৌধুরী বলেন, নয়াদিল্লি সীমান্তের অধিবাসী ভারতীয়দের এই সমস্যার কথা বাংলাদেশ সরকারকে অবহিত করে।

বাংলাদেশ সরকারও ভারতের অনুরোধে সাড়া দিয়ে সিদ্ধান্ত নেয়, ভারতীয়দের সম্পত্তি ও বসতি রক্ষা করার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক নিয়মকে উপেক্ষা করে সীমান্তের ‘জিরো লাইন’ বরাবরই ভারতকে কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমতি দেবে। ত্রিপুরার মন্ত্রী বাদল চৌধুরী আরো জানান, বাংলাদেশ সরকারের সহৃদয় অনুমোদন পাওয়ার পর ভারত আন্তর্জাতিক সীমান্তের ‘জিরো লাইন’ বরাবরই কাঁটাতারের বেড়া নির্মাণ করছে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৪০

অনিক আহসান বলেছেন: সহৃদয় আওয়ামী লীগ সরকার যে এখনো পুরা দেশটাই দয়া করে দিয়া দেয় নাই তাইতো বহুত কিছু..

২| ১০ ই এপ্রিল, ২০১১ রাত ১১:২১

দিগন্ত বলেছেন: আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক সীমান্তের ‘জিরো লাইন’ থেকে ভারতের ১৫০ গজ ভেতরে এই বেড়া নির্মাণের কথা।

- এরকম আইনের কথা অনেকদিন ধরে শুনছি। আইনটা কোথায় গেলে দেখতে পাব বলেন তো .।।।

৩| ১১ ই এপ্রিল, ২০১১ রাত ২:২০

মুরাদ আল মামুন বলেছেন: আবাল হাম্বালীগ /:) /:) /:) /:) /:) /:)

পারলে নিজের পরিবারের লোকজনরে দাদাদের আনন্দ দানের জন্য পাঠায়া দিত । X( X( X( X( X( X( X(

ভারত প্রীতির শেষ নাই । X( X( X( X( X( /:) /:) /:)

৪| ১১ ই এপ্রিল, ২০১১ রাত ৩:২০

বিদ্রোহী কান্ডারী বলেছেন: তাও ভালো ভাই আমাদের সীমান্তের ভেতর বেড়া নির্মানের অনুমতি দেয় নাই এখনও। আল্লাহই জানে সামনে আম্লীগ আর কি কি দেখাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.