নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তিন চাকা

লেখার চেষ্টা করছি...

তিন চাকা › বিস্তারিত পোস্টঃ

চাইনিজ ভাষা শেখা পর্ব-১

১৭ ই মার্চ, ২০১৯ রাত ৮:১০

চাইনিজ ভাষা সর্ম্পকে তরুনদের আগ্রহ দিন দিন বাড়ছে । অনেকে বাজার থেকে "৩০ দিনে চাইনিজ শিখুন" বইটি কিনে শেখা শুরু করেন কিন্তু আগা গোড়া কিছুই বুঝতে না ফলাফল দুই তিন দিনেই চাইনিজ শেখা শেষ । আবার অনেকে সরাসরি কোন কোচিং সেন্টারে ভর্তি হয়ে যায় কিন্তু কয়েকদিন প্রবল আগ্রহ নিয়ে ক্লাসে যায় এবং আস্তে আস্তে আগ্রহ কমতে থাকে এবং পরিশেষে কোচিং বাদ । সুতরাং ভাষা শেখার জন্য সবচেয়ে জরুরী হচ্ছে ধৈয্য ধারন করা এবং সাথে সাথে নিয়মিত চর্চা চালিয় যাওয়া । চলুন শিখি চাইনিজ ভাষা--

বাবা 爸爸 উচ্চারণ (বাবা) bà ba
মা 妈妈 উচ্চারণ (মামা) mā ma
চা 茶 উচ্চারণ (ছা) Chá
বাংলাদেশ 孟加拉国 উচ্চারণ (মাং চিয়ালা কোও) Mèngjiālā guó



চীনা ভাষার ধ্বনিবিন্যাসে চারটি স্বর বা Tone আছে। এগুলো হচ্ছে প্রথম স্বর বা উঁচু মাত্রার সমতান স্বর, দ্বিতীয় স্বর বা আরোহী স্বর, তৃতীয় স্বর বা তরঙ্গ স্বর এবং চতুর্থ স্বর বা অবরোহী স্বর। এছাড়া আরো একটি টোন আছে যাকে নিউট্রাল টোন বলা হয় ।

কোথায় শিখবেন চীনা ভাষা:-

>কনফুসিয়াস ইন্সটিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় ।
>ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট ।
>নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউ ।
>শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয় ।
> তাছাড়া বিভিন্ন কোচিং সেন্টার রয়েছে যেমন -চাইনিজ একাডেমি বাংলাদেশ-মিরপুর-zhong meng chinese academy-mirpur dohs ইত্যাদি ।

চীনা ভাষা শেখার কিছু রিসোর্স যা ইন্টারনেটে পাবেন-

youtube-Learn Chinese with Litao or Yoyo Chinese লিখে সার্চ করতে পারেন ।

ওয়েবসাইট
> yellowbride Mandarin-English Dictionary
> MDBG chinese dictionary
> collins chinese dictionary

চীনা ভাষা শিখে দোভাষীর কাজ করছে অনেক তরুন । আবার অনেকে ভাষা শিখে স্কলারশিপ নিয়ে চীনে যাচ্ছে । আমি চাইনিজ ভাষা শিখছি এবং আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করেছি মাত্র । ফলো করতে পারেন

facebook/Learn chinese together এ পেজে দিতে পারেন পরামর্শ বা করতে পারেন প্রশ্ন । ধন্যবাদ


মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৯ রাত ১০:২৪

আকতার আর হোসাইন বলেছেন: বাহ, ভালো পোস্ট..

২| ১৮ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩২

রাজীব নুর বলেছেন: চাইনিজ ভাষা শিখে কি করবো? এই ভাষাটা আমার কো কাজে লাগবে?

৩| ১৮ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৫৪

মাহমুদুর রহমান বলেছেন: আমার খুব ইচ্ছা চাইনিজ ভাষা রপ্ত করবো।

লেখা চলুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.