![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম আলোর সংবাদটির মন্তব্যগুলো দেখলে বুঝা যায়, তরুণ প্রজন্ম এ বিচারের রায়ের জন্য কীভাবে অধীর আগ্রহে অপেক্ষা করছে। শুধুর তরুণ প্রজন্ম কেন- এদেশের ৯৯ ভাগ মানুষই এ বিচারের শেষ দেখতে চায়।
কাদের মোল্লার মামলার রায় কাল
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামীকাল মঙ্গলবার রায় ঘোষণা করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসিরউদ্দিন মাহমুদ আজ সোমবার বেলা একটায় সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান। রাজধানীর পুরোনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালের নিজের কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণা করবেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন: বিচারপতি মজিবুর রহমান মিয়া ও মো. শাহিনুর ইসলাম।
প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, ‘আমরা একটি প্রত্যাশিত রায়ের অপেক্ষায় আছি। আমরা আশা করি, তথ্য-প্রমাণ দিয়ে আসামির বিরুদ্ধে ছয়টি অভিযোগ প্রমাণ করতে পেরেছি। আমরা কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির আরজি জানিয়েছি।’
ফিরে দেখা
কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু হয় ২০১০ সালের ২১ জুলাই। একই বছরের ২ আগস্ট কাদের মোল্লাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০১১ সালের ৩১ অক্টোবর তদন্ত শেষ হয়। ওই বছরের ১৮ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ কাদের মোল্লার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনে।
এরপর ২০১২ সালের ২৮ মে অভিযোগ গঠনের মাধ্যমে কাদের মোল্লার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু করেন ট্রাইব্যুনাল। এ মামলায় রাষ্ট্রপক্ষ গত বছরের ১৭ থেকে ২৭ ডিসেম্বর মোট পাঁচ দিন যুক্তি উপস্থাপন করেন। পরে ৭ জানুয়ারি আসামিপক্ষ যুক্তি উপস্থাপন শুরু করে মোট আট দিনে তা শেষ করে।
কাদের মোল্লার বিরুদ্ধে মামলাটি প্রথমে ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন ছিল। গত বছরের ১৬ এপ্রিল এ মামলা ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হলে নতুন করে অভিযোগের বিষয়ে শুনানি হয়।
অভিযোগ গঠনের আদেশে কাদের মোল্লার পরিচিতিতে বলা হয়, ১৯৪৮ সালে ফরিদপুরের আমিরাবাদ গ্রামে কাদের মোল্লা জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালে ফরিদপুর রাজেন্দ্র কলেজে শিক্ষার্থী থাকা অবস্থায় তিনি ছাত্রসংঘে যোগ দেন। একাত্তরে তিনি ছাত্রসংঘের সদস্যদের দিয়ে আলবদর বাহিনী গড়ে তোলেন।
কাদেরের বিরুদ্ধে ছয় অভিযোগ
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মিরপুরের আলোকদি গ্রামে ৩৪৪ জন এবং কবি মেহেরুননিসাকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ গঠন করা হয়েছে।
প্রথম অভিযোগে বলা হয়, কাদের মোল্লার নির্দেশে স্বাধীনতাবিরোধীদের হাতে আটক মিরপুর বাঙলা কলেজের ছাত্র পল্লবকে একাত্তরের ৫ এপ্রিল গুলি করে হত্যা করা হয়।
দ্বিতীয় অভিযোগে বলা হয়, একাত্তরের ২৭ মার্চ কাদের মোল্লা তাঁর সহযোগীদের নিয়ে কবি মেহেরুননিসা, তাঁর মা ও দুই ভাইকে মিরপুর ৬ নম্বর সেকশনের বাসায় গিয়ে নির্মমভাবে হত্যা করেন।
তৃতীয় অভিযোগ অনুযায়ী, ২৯ মার্চ বিকেলে আরামবাগ থেকে সাংবাদিক খন্দকার আবু তালেব মিরপুর ১০ নম্বর সেকশনের বাসস্ট্যান্ডে গেলে কাদের মোল্লা ও তাঁর সহযোগীরা তাঁকে ধরে জল্লাদখানা পাম্পহাউসে নিয়ে জবাই করে হত্যা করেন।
চতুর্থ অভিযোগে বলা হয়, একাত্তরের ২৫ নভেম্বর সকাল সাড়ে সাতটা থেকে বেলা ১১টা পর্যন্ত কাদের মোল্লা ও ৬০-৭০ জন রাজাকার রাজধানীর কেরানীগঞ্জ থানার খানবাড়ি ও ঘটেরচর (শহীদনগর) এলাকায় যান। সেখানে দুজন নিরস্ত্র মুক্তিযোদ্ধা ওসমান গণি ও গোলাম মোস্তফাকে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে দিনের আলোয় নির্মমভাবে হত্যা করা হয়। কাদের মোল্লা ও তাঁর সহযোগীরা ভাওয়াল খানবাড়ি এবং ঘাটারচরে (শহীদনগর) হামলা চালিয়ে শতাধিক নিরস্ত্র গ্রামবাসীকে হত্যা করেন।
পঞ্চম অভিযোগ অনুযায়ী, ২৪ এপ্রিল পাকিস্তানি সেনাদের একটি হেলিকপ্টার মিরপুরের আলোকদি গ্রামের পূর্ব দিকে নামে। কাদের মোল্লা অর্ধশতাধিক অবাঙালি ও রাজাকার নিয়ে গ্রামের পশ্চিম দিক থেকে ঢোকেন এবং এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। ওই ঘটনায় ৩৪৪ জনের বেশি মারা যায়।
ষষ্ঠ ও শেষ অভিযোগে বলা হয়, একাত্তরের ২৬ মার্চ সন্ধ্যা ছয়টার দিকে কাদের মোল্লা ও তাঁর সহযোগী কয়েকজন অবাঙালি বিহারি ও পাকিস্তানি সেনা মিরপুরের ১২ নম্বর সেক্টরের ৫ নম্বর কালাপানি লেনের হযরত আলীর বাসায় যান। কাদের মোল্লার নির্দেশে হযরত আলীকে গুলি করে হত্যা করা হয়। একই সঙ্গে তাঁর স্ত্রী আমিনা এবং দুই মেয়ে খাদিজা ও তাহমিনা, দুই বছরের ছেলে বাবুকে হত্যা করা হয়। একই ঘটনায় কাদের মোল্লার ১২ সহযোগী মিলে হযরতের ১১ বছরের মেয়েকে ধর্ষণ করে। হযরতের আরেক মেয়ে মোমেনা ওই সময় আত্মগোপন করে সেই ঘটনা প্রত্যক্ষ করেন।
পাঠকের মন্তব্য
সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন
২০১৩.০২.০৪ ১৩:৪৪
মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই।
Opo Shaktir Biruddhey, Bangkok, Thailand
২০১৩.০২.০৪ ১৩:৫৫
ফাসী চাই।
bidhan banik
২০১৩.০২.০৪ ১৪:১৩
এই নরপশুদের যথাযথ বিচারের প্রতিক্ষা জাতির ৪১ বছর ধরে। এদের কোনো ক্ষমা নেই। বাংলার মাটিতেই এদের বিচার শেষ হবে।
Md. Golam Mostafa Khan
২০১৩.০২.০৪ ১৪:১৬
অভিযোগ যদি সত্তি হয় তবে আমি তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
Rumon hasan
২০১৩.০২.০৪ ১৪:২১
মাফ নাই .
২০১৩.০২.০৪ ১৪:৩২
এই নরপশুটার ফাসির রায় হোক এবং সেটা কার্যকর হোক অতি দ্রুত। এটা এ দেশবাসীর (জামাত ছাড়া) প্রত্যাশা।
২০১৩.০২.০৪ ১৪:৩৯
@২০১৩.০২.০৪ ১৪:৩২ ,ভাই ঝামাতিদের দেশবাসী বলে আমাদের অপমান করবেন না।"অবাংলাদেশী" বলেন।
Suman
২০১৩.০২.০৪ ১৪:৪২
Please hang him till death as early as possible...
Mohammad Siam Hossain Khan
২০১৩.০২.০৪ ১৪:৫৯
ফাসী চাই।
শাকিল
২০১৩.০২.০৪ ১৫:১৬
ফাঁসি চাই।
NASIR UDDIN
২০১৩.০২.০৪ ১৫:২১
আল্লাহ তুমি সুবিচার কর । ৭১ সালে যারা মৃত্যু নিয়ে হেসেছিল-- তাদের কাঁদাও , পাকিস্তান রক্ষা করার চেস্টা করেছিল আজ তাদের বিচার করে বাংলাদেশকে রাজাকার মুক্ত কর ।
Shaown
২০১৩.০২.০৪ ১৫:২১
বিচার চাই।
badrudduza
২০১৩.০২.০৪ ১৫:২৪
ইয়া আল্লাহ এই দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের তুমি জান্নাতবাসী কর....আজ আমরা সেই সব নরপশুদের শাস্তি দিতে পারছি যরা আমাদের মা বোনদের সম্মানহানী করছিল....
Shaown
২০১৩.০২.০৪ ১৫:২৪
দোষী ব্যক্তি হলে যথাযথ শাস্তি হওয়া বাঞ্ছনিয়
Jakir Hossain.Chokider kandi.Miarchar.
২০১৩.০২.০৪ ১৫:২৭
এই ধরনের অপরাদির ওবশ্যই ফাসি চাই
Md. Rashedul Islam
২০১৩.০২.০৪ ১৫:২৭
মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি চাই।
sarwar
২০১৩.০২.০৪ ১৫:৩০
humble request to everybody ,please do not support this kind of criminals because its not about politics or religion ,its about humanity and patriotisom.
Md.Mahabub Hossain
২০১৩.০২.০৪ ১৫:৩২
ফাঁসি হোক এটাই আমার প্রত্যশা রইল ট্রাইব্যুনালের প্রতি।
firoz
২০১৩.০২.০৪ ১৫:৩৫
ফাসী চাই
Rukon
২০১৩.০২.০৪ ১৫:৩৭
একাত্তরের ২৭ মার্চ কাদের মোল্লা তাঁর সহযোগীদের নিয়ে কবি মেহেরুননিসা, তাঁর মা ও দুই ভাইকে মিরপুর ৬ নম্বর সেকশনের বাসায় গিয়ে নির্মমভাবে হত্যা করেন। ফাঁসি চাই।
Shafiq
২০১৩.০২.০৪ ১৫:৪৯
ফাসী চাই.....
২০১৩.০২.০৪ ১৫:৫৩
Please hang him As soon as possible
GIAS ,ITALY [email protected]
২০১৩.০২.০৪ ১৬:০৩
ফাঁসির আদেশ হবে।
Rasel Pothik
২০১৩.০২.০৪ ১৬:০৮
এসব কসাইদের দ্রুত ফাসি চাই .............. এটাই প্রাণের দাবি l
Munna
২০১৩.০২.০৪ ১৬:১০
এই নর/নারী খাদকদের ফাঁসি চাই, এদের ফাঁসির মাধ্যমে আমরা কলংক মুক্ত হতে চাই।
Anjuman Kamal
২০১৩.০২.০৪ ১৬:১৭
স্বাধীনতা বিরোধী এই রাজাকারের ফাসি চাই। দেশবাসী চেয়ে আছে রায়ের দিকে। জাতি কলংকমুক্ত হতে চায়।
Khalek Islam Raju
২০১৩.০২.০৪ ১৬:২১
কাদের মোল্লার মতো সকল মানবতাবিরোধী রাজাকারদের সর্বোচ্চ শাস্তি হোক এটাই আমরা আশাকরি। জাতি হিসেবে নতুন প্রজন্মকে গড়ে তুলতে মুক্তিযুদ্ধকালীন উক্ত পাকিস্তানী দালাল ও রাজাকারেরা যে যুদ্ধাপরাধ সংঘটিত করেছিল তার বিচার ও রায় কার্যকরী হলে, এই বিচার দর্শন বর্তমান প্রজন্মকে তাদের মূল শিকড়ের সাথে দৃঢ় ভাবে আঁকড়ে ধরে ও তাদের চরিত্র গঠনের সহায়ক উপাদান হয়ে থাকবে।
২০১৩.০২.০৪ ১৬:৩০
কি আনন্দ।
Happy
২০১৩.০২.০৪ ১৬:৩১
ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই।
Ahmed
২০১৩.০২.০৪ ১৬:৪২
"কাদের মোল্লার ১২ সহযোগী মিলে হযরতের ১১ বছরের মেয়েকে ধর্ষণ করে।" ---- আর কোন কথা নয়। ফাঁসি চাই। এক করে সবকটা রাজাকারের ফাঁসি চাই। ১ % রাজাকার জামাত শিবির কিছুই করতে পারবে না। আমি মনে করি বি এন পির ৯০% লোকজনও এটাই চায়। পারে শুধু সাহস করে বলতে। ঝুলিয়ে দাওওওওওওওওওওওও। ম্যানিলা দড়ি আনো।
২০১৩.০২.০৪ ১৬:৪৩
নর পশু কারা তার সঠিক তালিকা হবে এবং বিচার হবে । সাফাই আর কত গাইবেন । জামাতের কেউ কিছুই করতে পারবে না ইনশাল্লাহ । জামাতের দুশমনের ধ্বংশ অনিবার্য ।
Ahmed
২০১৩.০২.০৪ ১৬:৪৬
রায় একযোগে টিভিতে সরাসরি দেখানো হোক।
২০১৩.০২.০৪ ১৬:৫৫
ফাঁসি চাই।
২০১৩.০২.০৪ ১৭:০৫
জাতি কলংকমুক্ত হউক।
monir
২০১৩.০২.০৪ ১৭:২৩
এই নরপশুদের যথাযথ বিচারের প্রতিক্ষা জাতির ৪১ বছর ধরে। এদের কোনো ক্ষমা নেই। বাংলার মাটিতেই এদের বিচার শেষ হবে।
Prodip
২০১৩.০২.০৪ ১৭:২৪
কাদের মোল্লা প্রকাশ কসাই কাদের এর ফাসী চাই । যে সব জামাত নেতারা এখন হরতাল অার ভয়তাল করছে তাদের অবিলম্বে অাটক করা হোক ।
২০১৩.০২.০৪ ১৭:২৬
জাতি একটা রায় চায়
২০১৩.০২.০৪ ১৭:৩৮
ফাঁসি চাই।
রাকিব
২০১৩.০২.০৪ ১৮:০৪
এসব নরপশুদের ফাসি ছাড়া অন্য কোন রায় মানানসই হবে না। শুধু রায় নয়, দ্রুত রায়ের বাস্তবায়ন চাই।
তনাই বসু
২০১৩.০২.০৪ ১৮:১১
যৌবনকালে সেই ১৯৭১ সালে যুদ্ধের সময় এরা কি জানতো যে হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপকর্মের জন্য একদিন তাদের মৃত্যুদন্ড হবে এবং তা দীর্ঘ ৪২ বছর পর ?
Sheikh Ali Uzzaman
২০১৩.০২.০৪ ১৮:২৩
ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই।ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই।ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই।ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই।ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই।ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই।
kopal pora
২০১৩.০২.০৪ ১৮:৩৬
ফাঁসি চাই
Russell
২০১৩.০২.০৪ ১৮:৩৮
এরপর ২০০১ সালের নির্বাচন পরবর্তী মানবতা বিরোধীদের বিচারের আওতায় আনতে হবে।
K.M. Abu Muhit
২০১৩.০২.০৪ ১৮:৪৮
Hang him in Shaid Shourawardi uddan that we see how he hang the people in Mirpur.
M.A.H. Tofail Mahmud
২০১৩.০২.০৪ ১৮:৫৬
ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই।
২০১৩.০২.০৪ ১৮:৫৭
ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ।।
FOHAD
২০১৩.০২.০৪ ১৮:৫৮
মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। জামাত - শিবিরকে নিষিদ্ধ দল হিসাবে ঘোষনা করা হউক।
Alomgir
২০১৩.০২.০৪ ১৯:০১
ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !ফাঁসি চাই !
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭
সংকেত মাহমুদ বলেছেন:
ইসলামের ইতিহাসে খেলাফত কায়েমকারী কাউরে কখনো দেখছেন মিথ্যাচারের চর্চা করতে ??
জামাত-শিবির হল ইসলামের প্রকৃত শত্রু, যারা মুখে খেলাফত কায়েমের কথা কয় আবার মিথ্যাচারের চর্চাও করে ।যেমনঃআদালতে কাদের মোল্লার বিরুদ্ধে আনিত সকল অভিযোগের ঘটনাস্হল ঢাকার মিরপুর এবং ঢাকার কেরানীগঞ্জে ।অথচ এ প্রসঙ্গে আদালতে কাদের মোল্লার পক্ষের সাক্ষী হাফেজ এ আই এম লোকমান আদালতে মিথ্যা জবানবন্দী দিয়ে বলেছেঃ যুদ্ধকালে আব্দুল কাদের মোল্লা নাকি ঢাকাতেই ছিলেন না। তিনি গ্রামের বাড়ি ফরিদপুরে ছিলেন। হানাদার বাহিনীর সাথে কাদের মোল্লার নাকি কোন সম্পর্কই ছিল না !!!!!!! দৈনিক সংগ্রামও কাদের মোল্লার পক্ষের ঐ সাক্ষীর এই মিথ্যা জবানবন্দীটি রিপোর্ট ফলাও করে নিখছে কাদের মোল্লার পক্ষের সাক্ষী লোকমান যে আদালতে মিথ্যা জবানবন্দী দিয়েছে তার প্রমান দেখা মেলে এই ছবিতে যেখানে কাদের মোল্লার{গোল দাগ চিহ্নিত} সাথে পাক বাহিনী সেনাপতি ঘাতক নিয়াজীর সঙ্গে ৭১ এ ২ লক্ষ মা-বোনের ইজ্জত নষ্ট করসে যে রাজাকার বাহিনী, সেই রাজাকার বাহিনীর লিডার গোলাম আজম গং দের কৃতকর্মের কথা মনে করলেই স্পষ্ট হয়ে যায় জামাত- শিবির একটা ধর্ম বেচে খাওয়া মিথ্যাচারের চর্চা করা একটা দল ।মুখে ইসলাম কায়েমের কথা কয় আবার আদালতে মিথ্যাচারও করে ।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৩
ইমুব্লগ বলেছেন: প্রকৃত পক্ষে দেশে জামায়াত আর আওয়ামীলীগই যুদ্ধাপরাধীদের বিচার চায়না। আওয়ামীলীগ চায়-বিচারের নামে সাধারন জনগনকে ধোকা দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬
সংকেত মাহমুদ বলেছেন: ছাগুদের বিশ্বাস হয় না, ধৃত ব্যাক্তিরা অরিজিনাল আলবদর- রাজাকার ।আরে হারামজাদা ছাগুর দল- ধৃত ব্যাক্তিরা তো শুধু রাজাকার বাহিনীর একজন সাধারন সদস্যই না বরং রাজাকার-আলবদর-দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।
+



যে নিজামী আলবদরে লিড দিছে, "অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধর "এই কথা বইলা যে মুজাহিদ গনহত্যাকারী রাজাকারদের নির্দেশ দিছে , যে গোলাম আজম তার কর্মীদের খুনী পাক হানাদার বাহিনীরে সহযোগিতা করার নির্দেশ দিছে , তারা ৭১ এ নিশ্পাপ শিশু । অথচ এরা তো ছিল, গনহত্যাকারী দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।কেননা ’৭১-এ মুক্তিযুদ্ধকালে রাজাকাররেরা যাদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন করেছে, তাদের সঙ্গে রাজাকারদের কোনো ব্যক্তিগত বা পারিবারিক শত্রুতা ছিল না। লাখ লাখ মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছিল দলীয় ও রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট আদর্শিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে। রাজাকার বাহিনী হত্যাযজ্ঞে মেতে উঠেছিল এই লিডারদের রাজনৈতিক আহ্ববানেই ।
বাংলার স্বাধীনতার বিরুদ্ধে অধিনস্ত রাজাকারদের অস্ত্র হাতে নিতে মুজাহিদের নির্দেশঃ
১৯৭১ এর গনহত্যাকারী আলবদর বাহিনীকে একশনে উৎসাহিত করতে আলবদরের নেতা নিজামীর প্রচেষ্টার নমুনাঃ