![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাগাতার হরতাল ও চতুর্মখী আন্দোলনের কবলে পড়ছে দেশ; রাষ্ট্রের প্রসব বেদনা ওঠেছে, কিছু একটা প্রসব করবে। কী প্রসব করে তা বুঝতে অল্প কয় দিন অপেক্ষা করতে হবে।
হেফাজতে ইসলামের লংমার্চ কর্মসূচিকে ঘিরে হরতাল আর পাল্টা হরতালের কারণে আগামী সপ্তাহ জুড়ে লাগাতার হরতালের কবলে পড়তে যাচ্ছে দেশবাসী। একই সঙ্গে আটক ব্লগারদের মুক্তি আন্দোলন, হেফাজতের লংমার্চের দিন জামায়াত নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজাগরণের মহাসমাবেশ, হেফাজতে ইসলামীকে ঠেকাতে ও ব্লগারদের মুক্তির দাবিতে মুক্তিযুদ্ধের সপক্ষের সংগঠনগুলোর হরতালসহ অন্যান্য কর্মসূচির কারণে দেশ পড়ছে চতুর্মূখী আন্দোলনের কবলে।
আগামী কাল শনিবারের হেফাজতে ইসলামের লংমার্চ কর্মসূচি প্রতিরোধ ও জামায়াতকে নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে শান্তিপূর্ণ হরতাল ডেকেছে, ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ২৫টি সংগঠন। তাদের ডাকা হরতালে সমর্থন দিয়েছে আরো ১০টি বাম সংগঠন। একই দাবিতে আজ শুক্রবার বিকাল ৩টা থেকে চট্টগ্রামে টানা ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে ঘাতক দালাল নির্মূল কমিটি। আর শনিবার হেফাজতে ইসলামী রাজধানীর শাপলা চত্বরের সমাবেশে কয়েক লাখ লোকের সমাবেশ ঘটাবে বলে জানা গেছে। আবার যুদ্ধাপরাধীর বিচার দাবিতে আন্দোলনরত শাহবাগের কর্মীরা শনিবার থেকে আবার শাহবাগে অবস্থান নেবে এবং এদিন বিকেলে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
এদিকে হেফাজতে ইসলামের লংমার্চকে ঘিরে মুক্তিযুদ্ধের সপক্ষের সংগঠনগুলোর ডাকা হরতাল প্রত্যাহার করা না হলে রোববার থেকে লাগাতার হরতালের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। গতকাল দুপুরে লালবাগ জামিয়া আরাবিয়া মাদ্রাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়। প্রধান বিরোধী দল বিএনপিও হেফাজতে ইসলামীর আন্দোলনে ‘নৈতিক’ সমর্থন দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন ও সরকার পতনের দাবিতে অনেক দিন থেকেই বিএনপি জোট হরতাল ও জ্বালাও-পোড়াও আন্দোলন করে আসছে। হেফাজতের হরতালের পর আবার আসবে বিএনপির হরতাল। বর্তমান সরকারের আমলে আরও হরতাল হবে জানিয়ে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকার পদত্যাগ করলে আর হরতাল হবে না। গতকাল বিকেলে সাতক্ষীরায় এক সমাবেশে খালেদা জিয়া এ কথা বলেন।
অপরদিকে ঢাবি শিক্ষার্থী সুব্রত অধিকারী শুভসহ আটক ব্লগারদের মুক্তির দাবিতে আগামী সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ধর্মঘট আহ্বান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা রোববার বিকেল ৪টায় রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত হবে ছাত্র-শিক্ষক-বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সংহতি সমাবেশ। একই দাবিতে অন্যান্য ব্লগাররাও আন্দোলন করে যাচ্ছেন। বেতন-ভাতা বৃদ্ধিসহ সাত দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে লাগাতার কর্মবিরতি পালন করছে লাইটারেজ শ্রমিক ইউনিয়ন।
সময় এলেই সবাই দেখতে পাবেন কেন ছিল এ প্রসব বেদনা। কী ই বা জন্ম নিল এর মধ্য দিয়ে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:১৩
ম্যানিলা নিশি বলেছেন:
আতুড় ঘর কি উত্তর পাড়ায় অবস্থিত?