নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই অ্যাম রাইডে

আমি হৃদয়

হৃদয়-রাইডে

ভুল চাই না— শুদ্ধতা চাই তাই জানতে ও জানাতে চাই

হৃদয়-রাইডে › বিস্তারিত পোস্টঃ

কাউমাউ রাজনীতি

২৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

দেশের মানুষ নিপাত যাক
কাউমাউ রাজনীতি প্রতিষ্ঠা পাক;
দেশের মানুষ মরলে কী
ক্ষমতাটা তো পেয়েছি;
দেশের মানুষের কিছু নাই
ক্ষমতাটা তো আমার চাই;
ক্ষমতা যেতে জনগণের ভোটের কী দরকার ভাই
জনগণ বাঁচা-মরায় কোনো ক্ষতি নাই;
ক্ষমতায় ক্ষমতায় দুই রানির দেশ
ক্ষমতার হবে কবে শেষ?;
জনগণের চাই ক্ষমতা
এটাই আমার শেষ আশা।

মূল কথা: ক্ষমতায় থাকা ও ক্ষমতায় যেতে রাজনীতিতে দেশে যা চলছে। তাতে সাধারণ মানুষ শুধু বলির পাঠাই হচ্ছে। জনগণ মরটা রাজনীতিতে কারো লাভ; কারো ক্ষতি। তবুও মরতে হবে জনগণের।

ক্ষমতাসীন দল : ৫ জানুয়ারির নির্বাচনে গণতন্ত্র রক্ষা হয়েছে।
ক্ষমতাহীন দল : ৫ জানুয়ারির নির্বাচনে গণতন্ত্র হত্যা হয়েছে।
সুজন ও সুশীল সমাজ : ৫ জানুয়ারির নির্বাচনে গণতন্ত্র হারিয়েছে।

ক্ষমতাসীন : ২০ দলের সাথে আলোচনার কোনো সুযোগ নেই।
ক্ষমতাহীন : গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন চলছে- চলবে।
সুজন ও সুশীল সমাজ: গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ দূর করতে সংলাপ ও মধ্যবর্তী নির্বাচনের কোনো বিকল্প নেই।

ক্ষমতাসীন : হরতাল-অবরোধকারী ও সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করা হবে।
ক্ষমতাহীন : আন্দোলন আরো বেগবান হবে।
সুজন ও সুশীল সমাজ: . . . . . .

ইদানীং অনেকেই অস্থায়ী সমাধান নিয়ে ভাবতে শুরু করেছে। কেউ স্থায়ী সমাধান নিয়ে ভাবছে না। সবার চাই ক্ষমতা। গণতন্ত্র বা জনগণের দরকার কী? কেউ কারো কথা শুনছে না। সবাই সবার মতো বকবক করে যাচ্ছে। কেউ বকছে, কেউ শুনছে। কাজের কাজ ঘন্টু হচ্ছে। শুধুই মানুষ মরছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৬

নিলু বলেছেন: গনতন্ত্রে গণতন্ত্রে টক্কর , তাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.