নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হ্রদয় ৩৩

আমি একা

হ্রদয় ৩৩ › বিস্তারিত পোস্টঃ

সবাইকে পাশে চাই

২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৯

আমার বন্ধুরা যখন ফেসবুকে সারা দিন থেকে সময় পার করে ,আর আমি তখন এই ব্লগে আমি আমার মহামূল্যবান সময় গুলি পার করি.।
অনেক দিন যাবত ভাবছি ব্লগে লিখব ,তবে সাহস পাচ্ছিলাম না ।ছোট মানুষ এখানে কত বড় বড় মানুষ লিখে ।তাদের বেশির ভাগ লেখাই অনেক গুছানো।আর আমি তো গুছিয়ে লিখতে পারি না ।তবে আজ নিজেকে অনেক সাহস যুগিয়েছি এক দিনে তো আর সবাই ভাল করে গুছিয়ে লিখতে পারে না ,আস্তে আস্তে হয়ে যাবে ।অনেকে বলতে পারেন আলাদা নোট করলেই তো পারেন,হুম নোট করলে পারি ,তবে নোট করলে তো আমার ভুল গুলি চোখে পরবে না।।এখানে লিখলে অনকে ,অনেক রকম মতামত দেয়,যার ফলে আমি এখান থেকে অনেক কিছু শিখতে পারব। তাই আমি আশা করব এই ব্লগিং জীবনে সবাইকে আমার পাশে পাব

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৩

নুর ইসলাম রফিক বলেছেন: শুভ ব্লগিং............

লেখার চেয়ে পাঠ এর পরিমাণ বাড়িয়ে দিন।
তাতে লেখার অনেক বিষয় খুজে পাবেন
এবং নিশ্চিত লেখার মান ও বৃদ্ধি পাবে।

ওহে আপনার মানসম্পন্ন মন্তব্য গুলি কিন্তু আপনার পাঠক যোগানোর
প্রধান উৎস হতে পারে।

তাই যাহাই পড়ুন না কেন তাতে বিষয়ের তারতম্য ঠিক রেখে
মন্তব্য করে আসুন।

২| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৪

হ্রদয় ৩৩ বলেছেন: হুম ভাল বলেছেন ভাই ।ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.