নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়ের স্পন্দন

হৃদয় এর স্পন্দন

সুখে থাকার অভিনয়

হৃদয় এর স্পন্দন › বিস্তারিত পোস্টঃ

সুমোনের ভালোবাসা

১০ ই মে, ২০১৩ রাত ১:২৬

ঘুম আসছেনা।ঘুম না আসার কিছু কারন থাকে্‍. তার মধ্যে বেশ কিছু কারন ঘটিয়ে ফেলেছি

উল্লেখযোগ্য কারন দোলন এর সাথে ঝগরা



ব্যাপার টা কিছুইনা

ও ভাত খাবে বলেছিল কিন্তু ও ফোনে কথা বলে সেটাও ঘটনা না

ঘটনা হল সিম অফ রেখে অন্য সিম দিয়া কথা বলা



আমি জিজ্ঞেস করেছি কি করেছ সে সত্য স্বিকার না করাতে তাল্গোল পাকায়



এখন ভাবছি ছেরে চলে যাব কিনা



ও আমাকে ভয়ঙ্কর কোনো মানুষ ভাবে



আমার কাছে লুকিয়ে চলার চেষ্টায় থাকে বেশি



ওকে কি ওর মত থাক্তে দিব

আমি কি ওকে ছাড়া থাক্তে পারব?



চোখে ঘুম ঘুম লাগছে কিন্তু এটা ঘুম না। অনেকদিন পর জিদ করে এক্টু মদ খাওয়াতে চোখে জিম জিম লাগছে



কি জানি এখন হইত ঘুম চলে যাবে। কারন দোলন ফোন অফ করে রেখেছে



সুমন নিজেও জানেনা দোলন কে ভালবাসে কিনা



তবে যা জানে সেটা হচ্ছে ওর একবার ভালবাসি শুনলে আর কিছুতেই মন বসেনা



সুমন প্রায়ই দোলন কে বলত

we are made for each other



কিন্তু এখন সব মিথ্যা মনে হচ্চে

আর ভাবতে ভাল লাগছে দোলন চলে গেলে ও স্বাধিন হয়ে যাবে

এটা করনা

ওটা করনা কেউ বলবেনা

নিজের মত মদ গাজা খেয়ে বাসায় ফিরার সময় কেউ বলবেনা এত রাতে বাহিরে কার গলার আওয়াজ ছিল

কে চিল্লাচিল্লি কর্ছে

এই আপ্নার কন্ঠ এমন কেন

কি হইছে কই ছিলেন



অতপর কেউ আর নেকাকান্না করে বলবেনা

কুত্তা অসভ্য বিলায় শয়তান



খাও মদ খাও

আমারে ফোন দিবানা

আমি তোমার কেউ না



আবার সকাল ৯.টা বাজতেই ফোন

সময় কত এখন ঘুমাইতেছেন



যান হাত মুখ দূয়ে নাস্থা করেন

যেন গতকাল রাতে কিছুই করেনি সুমন



আর এ জন্য সুমন মাঝে মাঝে নেশা করত

কিন্তু আজ দোলন যেনেও ফোন দেইনি



শুধু প্রস্ন করেছিল সুমন

ভালবাসিস

কোন উত্তর নাই

কিরে ভালবাসিস

আবার ও উত্তর নাই

কিরে কুত্তার বাচ্চা ভালবাসিস



এইবার উত্তর পাওয়া গেল

মিষ্টি করে বল



ভালবাসিস কিনা

হ্যা বাসি বাসি বাসি ভালবাসি

তাইলে এবার রাখ

বলার সাথে সাথে ফোন রেখে দেয় দোলন



কিন্তু এক্টাই প্রস্ন ও ফিরে আসবে তো???



হাবিজাবি ভাবতে ভাবতে ঘুমের ঘরে প্রবেশ করে সুমন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.