নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়ের স্পন্দন

হৃদয় এর স্পন্দন

সুখে থাকার অভিনয়

হৃদয় এর স্পন্দন › বিস্তারিত পোস্টঃ

গল্প কবিতা

১২ ই মে, ২০১৩ ভোর ৬:৪৭

গল্প কবিতা এক কালে ডায়েরি তে লিখতাম

আর এখন ব্লগে



ধরণ পাল্টেছে কবিতার আর আমার বাচনভঙ্গি ভঙ্গির



আমি সে আগের মতই আছি





খুব ছোট বেলা



যে দেখত সেই হাসত



আর বলত কিরে ছেকা খায়ছিস



অদ্ভুত হলেও সত্যি হ্যা



খুব ছোট বেলা একটা ছেকা খেয়েছিলাম



আর সেদিন এক দুর্মুল্য প্রতিভা আবিষ্কার করেছি



আমার প্রথম কবিতা ছিল



হে খুন্তি

তুমি মোরে দিয়েছ প্রশান্তি



স্কুলে যাবনা আজ

বাহিরে অনেক কাজ

আম্মু দিবেনা বকা

খেয়েছি খুন্তি তোমার গরম ছেকা



আশ্চর্য জনক ভাবে আজ ডায়রি খুজে পেলাম



তারিখ ৩/৬/১৯৯৯



এটা মনে হয় প্রথম ছিল



অন্য কিছু মনে পড়ছেনা



বেশি বিনুদত হলাম আমার গাধা ভাই টার ডায়রি লিখা দেখ্ব



তো মুল ঘটনায় আসি



সকাল থেকে মুষলধারে ব্রিষ্টি হচ্ছে।





আমি ঘুমিয়ে তো আসল সেই

তো ভাই আমার আসলেন। কিরে ঘুমাইতাছত?

হ্যা ভাই। কিছু বলবেন?



হ্যা উঠ



আমি উঠলাম

সোজা কম্পিউটার এর সামনে



তো গেমস খেলা শেষ হল অতপর চলে যাবার সময় বলল কিছু টাকা দিবি?

কেন কি করবেন?

প্যাচাল পাড়িস না

দিলে দে।





আমি দিলাম ১০০ টাকা হলনা আর্।৫০ টাকা দিলাম



তো ওই বেটা একটা ডাইরির কিনতে লাগবে ৮০ টাকা কলম ৩০ টাকা



আর আমার লাগবে না





টাকা টা দিয়ে হাসি থামাতে পার্ছিনা





আর ভাবছি আমি টাকা জমাতাম ডাইরির কিনার জন্য



আর জানতে চাইলাম তুই কি ডাইরির লিখিস



গাধা মনে রাখব কি করে আজ কি করতে হবে আর কাল কি?



ঠিক তখনি ডাইরির খুজতে লাগলাম



আর পেয়ে গেলাম



অমুল্য রতন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.