![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ তো শিতের কোনো বিকাল
খুব অল্পতেই ফুরিয়ে যাওয়া সময়
হাতে সিগেরেটের প্যাকেট একাকি সন্ধ্যা
চোখের সামনে কিছু অথিতি পাখির উড়াউড়ি
একটু ভালো থাকার প্রত্যয়ে
একটু আশ্রয়ের খোজে
এসেছে সহস্র মাইল পথ পাড়ি দিয়ে
আমি দেখছি, তার ফাকে ঠোটের কোনে
একটি সিগেরেট নিয়ে আনমনে
দেয়াশালাই নাই আমি বসে আছি
দৃষ্টি অথিতি পাখির পথে
আমি শুন্যতা নিয়ে হাহাকার করে চলেছি
অথিতির কিচিরমিচির শুনছি
সন্ধ্যা মিলিয়ে এলো
নিস্তব্দ রাত, কোনো পাখি নেই এখন
জোনাকি গুলা একা একা উরছে পানির উপর
পানিতে তাদের ছায়া, যেনো এক মায়াপুরি তে বসে
আমি দিশেহারা
একটা দিয়াশালাই কিছু কাঠি
এক বাক্স সিগেরেট
মাথার উপর চাঁদ দেখতে দেখতে আমার প্যাকেট খালি
আমি ভাবছি মাথার
উপর সুন্দর চাঁদ
আমি বড্ড ক্লান্ত, আমার মাথা ঘুলিয়ে আসছে
পাশে হেটে যাওয়া এক যুগল
তরুনি তরুন কে বলল চাঁদ টা কত সুন্দর
তরুন হেসে জবাব দিলো আজ পূর্ণিমা
আমি কষ্ট করে উপরে তাকালাম
না সেখানে কোনো চাঁদ নেই
ঘন অন্ধকার
আমাবস্যা মনে করে নিজের দেহ লুন্ঠিত হল মাটির প্রিষ্টদেশে
আমি জানিনা আর উঠতে পারবো কিনা
আজ কিন্ত পূর্ণিমা নয়
আজ আমাবশ্য
উত্তরে তুমিঃ
তোমার ভাবনা গুলো আমাকে ভীষণ ভাবাই,
তোমার কষ্ট গুলো আমাকে ভীষণ কাঁদায়,
তোমার শূন্যতায় আমি আমাকে খুজে পেতে চাই
তবু তোমার জন্য আমার ভীষণ ভয় হয়
যদি আমাকে নিয়ে তুমি সুখী না হও?
তারপর তুমিঃ
আমিও একটু ট্রাই মারলাম কি সব্বনাশ এইডা কিছু হইছে???
অতঃপর আমিঃ
তবু কিছুতেই কিছু নয়
জানিনা কেনো তোমার এই ভয়
জানিনা কেনো তুমি এতো ভাবো
আমি যে শুন্য তোমায় ছাড়া সেটা কি জানো
জান কি আমি হতে চাই নিল প্রজাপতি
তোমায় ভালোবাসি বলেই তো সুখ করি দাবি
যেখানে তুমি নাই সেইখানে যে সব অরথহিন মনে হয়
আমি কি দিতে পেরেছি তোমায় আমার পরিচয়?
©somewhere in net ltd.