![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভার্চুয়াল রিলেশন আর আমার কিছু কথা
একটা গান শুনেছিলাম মনে হয় ফেসবুকে করো প্রেম, এইখানে প্রেম করা যায় আমি বলি নো প্রবলেম
শিল্পি গান টা কেনো গেয়েছেন আমি জানিনা, হয়তো ফেসবুকে প্রেমে পরেছিলেন, তার শেষ আসলে কি হয়েছিল জানিনা, শিল্পি কে না বলি যিনি গান টা লিখেছিলেন তিনি ও প্রেমে পরতে পারেন, আসলে কি হয়েছিলো তা যেহেতু অজানা না জানাটাই ভালো জানার আগ্রহ বোধ করছিনা আসলে, কি হবে জেনে? যাই হোক মোটামুটি যা দেখছি এই ফেসবুকে অনেকেই সম্পর্কে জরান, আমিও জরিয়েছি, নিজের বড় কোনো ভাই নেই নেই কোনো বড় বোন, এই ফেসবুকেই খুজে পেয়েছি, বোন আর ভাই, তাদের কে এত্তগুলা ভালোবাসি
ভাই বোন সম্পর্কের না আমি বলতে এসেছিলাম ভার্চুয়াল প্রেম কাহিনি সম্পর্কে
গত কিছুদিন বেশ কিছু বন্ধুদের ওয়ালে একটা লিখা দেখছি, তবে আজ লিখলেন আমার ভাই আর তার লিখা টা পরার পর কমেন্ট করতে চেয়েছিলাম হলনা, জুকার মাম্মা মজা নিলো আমার সাথে, তো এখন আর কমেন্ট টা করতে ইচ্ছে করছে না
যাই হোক শুধু বড় ভাই এর না সবার ই একরকম কথা
প্রথমে পোক এলো, পোক ব্যাক হলো
এলো রিকু একখানা, করিয়া এক্সেপ্ট বন্ধুত্ব করিলো মানুষ দুই খানা
কিছুদিন পর পুরুষ ব্যাক্তি লিখিলো চ্যাটে হায়
অপরদিকে মেয়ে ব্যাক্তি হ্যালো লিখে যায়
কখনো বা নারি আগেই করে নক
সেইটা দেখিয়া তো পোলায় পুরাই শক
যাই হোক হায় হ্যালো কেমন আছো
এই করে কাটে দিন
কিসে পর কি করো
শুরু হয় দিন দিন
অতঃপর আসে কিছু ব্যাক্তিত্বের কথা
কি ভালো লাগে আর মন্দ টা কি
তা নিয়ে শুরু হয় কথকতা
অতঃপর কাছাকাছি মিলে যদি যায়
কোনো একজন নাম্বার চাইবার সাহস দেখায়
নাম্বার যদি তাদের হয় বিনিময়
সাথে সাথে ফোন আসে দেরি না হয়
তার আগে জিজ্ঞাসা করে নেই ভবে
এখন ফোন দিলে সমস্যা কি হবে?
নাহ উত্তর টা আসে বেশি ভাগ
ফোন দিয়ে কন্ঠ শুনে ছেলে তো অবাক
এ কথা সে কথা দু মিনিট হয়
অতঃপর ফোন রেখে ইনবক্সে মগ্ন হয়
এইভাবে কাটে কিছু মানুষের দিন
সব কিছু সাদা কালো শুধু ফেসবুক রঙ্গিন (তাদের কাছে)
অতঃপর দিন দিন কথা যায় বেড়ে
জুকার এর ইনবক্স ছেড়ে
মোবাইলের ইনবক্স যায় খালি বেড়ে
কিছুদিন পর তাদের দেখা তো হয়
সেইখান থেকে শুরু মন বিনিময়
কিছুদিন পর তাদের হয় গভির প্রেম
ফেসবুকে সিঙ্গেল ছেরে লিখে ইন এন ওপেন
খুশিতে গলা ছেরে কাশে এহেম
কিছুদিন পর তাদের বাড়ে ব্যাস্ততা
অনলাইনে আসে ঠিকি হয়নাকো কথা
কেউ না কেউ দেখায় অজুহাত
ছিলাম না অনলাইনে সকালে মেসেজের উত্তরে তাই
বলতে পারিনি সুপ্রভাত
অপরপক্ষ তখন চেতে যায় খুব
সিন করেছো তুমি মিথ্যা বল কেনো
অপর প্রান্তের জবাব নাই সেটা দেখে
মাথা তার গরম হয় আপনার দোষে
অতঃপর কিছুদিন এইভাবে চলে
হটাথ বন্ধুত্বের খাতা থেকে নাম কাটা পড়ে
তবু যদি আদার মেসেজে কেউ মেসেজ করে
কোনো একজন বিরক্তি তে ব্লক তারে মারে
বাহ এই করেই যদি রিলেশনশিপ হয় তবে মন্দ তো নয়, আজ লিষ্টেড এক ফ্রেন্ড দেখলাম লিখেছেন, যেই হারে ফেসবুকে রিলেশনশিপ চেঞ্জ হয় এই হাড়ে তারা জামা কাপর পালটায় কিনা সন্দেহে আছি, অনেক্ষন ভাবলাম কি কমেন্ট করা যায়, নাহ কোনো কমেন্ট পেলাম না লিখার মত, অবশেষে লাইক টি ও উঠিয়ে নিলাম, কি আর করা দেখিনি তো না দেখাই থাক, লাইক টা না উঠালেও পারতাম
বাদ দেই উপরে যা লিখলাম তা লিখার কথা ছিলোনা
হুম ইনবক্সে কথা হয়, কাছাকাছি মিলে গেলে নাম্বার টা ও দেওয়া নেওয়া হয়, বাড়ে ফোনে কথা, কোনো একদিন দেখা করে মনের বিনিময় টাও হয়ে যায় সেটা অস্বাভাবিক নয়, সবাই ম্যাচিউড, না হলে তো আর দেখা করার সাহস আসেনা,
তো এইভাবেই শুরু হয় প্রেমের শুরুটা,
যাই হোক
এখন কথা হলো আপনি ফেসবুকে রিলেশন করলেন ভালো, শুক্কুর আলহামদুলিল্লাহ, আপনি করেন আমি এইটড়াই তো চাই, যারা কষ্ট কইরা পরতাছেন তাদের কে বলছি, হ্যাঁ করলেন করার পর দেখাও করলেন, মনের বিনিময় করে ফেললেন আরে বাহ কত অল্পতেই প্রেম কইরা ফেললেন রাস্তার মোরে দারিয়ে থাকা লাগলো না কষ্ট করে, রোদে পুরে বিকাল বেলা প্রেমিকার বাসার সামনে যাওয়া লাগলোনা, কিছুই না শিতের কষ্ট নাই যে স্কুল বা কলেজে গিয়ে শিতের মধ্যে পাতলা চাদর গায় দিয়া খারায়া খারায়া অপেক্ষা করবেন, বরং ঘরে বইসা কথা কইয়া ফালাইলেন এক্কেরে সহজে, দেখা করলেন সুজোগ মত, হেইডাও কথা না কথা হইলো যখন আপনাদের সম্পর্কের ফাটল ধরে সে সময় নিয়ে কিছু কথা
আপনি দেখছেন আপনার বন্ধুটি আপনার মেসেজ সিন করছে কিন্তু রিপ্লাই দিচ্ছে না, কি করবেন আপনি তখন?
একটু ভাবুন হুয়তো তার কোনো সমস্যা হচ্ছে ফোনে পেজ রিলোড নিচ্ছে কিন্তু মেসেজ সেন্ড হচ্ছেনা, তার সাথে ঝগরা না করে তাকে ফোন দিন, কি ধরেনি তাই তো?
অপেক্ষা করুন তার কোনো সমস্যা থাকতে পার, আরে ভাই সমস্যা কয়দিন? আজ এক সপ্তাহ সে ফোন দিচ্ছেনা, মেসেজের রিপ্লায় করছে না, অনলাইনে আসছে তাকে ফোন দিলে ওয়্বটিং দেখি কারন কি? এইসব প্রশ্ন আপনার?
আমাকে জিজ্ঞাসা না করে ভাবুন, আপনি তার সাথে কি কি খারাপ আচরন করেছেন, এমন ও তো হতে পারে সে আসলেই আপনাকে ভালোবেসে ফেলেছে, শুধু আপনার করা কিছু ক্রিতকলাপের জন্য সে এমন করছে, কি করেছেন ইনবক্সে নুড পিকচার চেয়েছেন? গত এক সপ্তাহে আপনার রিপ্লায় না করার জন্য ইনবক্সে ভাব মেরে বকা দিয়েছেন? ভুল করেছেন ভাই, আগে ভাবুন আসলে কি করেছেন কি সমস্যা সে এমন করছে কেন, তাকে ১০০ বার সরি লিখুন একটা মেসেজে, এই মেসেজ টাই তাকে ১০০ বার পাঠান যদি সত্যি আপনি তাকে ভালোবেসে থাকেন, সে স্বাভাবিক হলে তার সাথে কথা বলার চেষ্টা করুন, সে আপনাকে ভালোবাসি বলেছে বলেই তার স্বাধিনতায় হস্তক্ষেপ না করে ঠান্ডা মাথায় কথা বলুন আসল কারন সম্পর্কে জানতে চান, আমার মনে হয়না আপনি তার আনফ্রেন্ড অথবা ব্লক লিষ্টে স্থান পেতে পারেন, বরং আপনার ফেসবুকিয় ইন এন ওপেন বা উইথ থেকে সেটা ম্যারিজ এ গরাতে পারে শুধু আপনার একটু বুজে চলার কারনে, লিখাটি আজ এ জন্যি লিখলাম কোনো এক প্রিয় ব্যাক্তি আমাকে বললেন যত দ্রুত বাড়ছো তত দ্রুতই নামবা, এটা ছিলো এক নাম্বার কারন আর ২ নাম্বার কারন তাকে বুঝানো ভাই আমার ধরজ্য আছে যদি আপনি মন ফ্রেশ রাখেন ইনশাল্লাহ যে প্রজেক্ট হাতে নিছি আমি সাকসেস হমুই,
আসলে কি লিখেছিলাম মস্ত বড় একখানা লেখা মাগার সেভ করার আগেই পিসি রিস্টার্ট নিলো হয়তো আমি আমার আসল কথা টুকু লিখতে পারিনি পুনরায় আশা করছি কেউ ভুল বুঝবেন না
©somewhere in net ltd.