নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়ের স্পন্দন

হৃদয় এর স্পন্দন

সুখে থাকার অভিনয়

হৃদয় এর স্পন্দন › বিস্তারিত পোস্টঃ

রতিক্রিয়া

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১৭

একাকি অন্ধকার ঘরে

একজন বিধবা বিবস্ত্র অবস্থায়

শুয়ে আছে খাটের উপরে

সদ্য ফোটা ফুল

ভ্রমর এসেছিলো গুঞ্জরিয়ে

মধু কিছু খেতেই

এক হারিকেনের তান্ডবে

ভ্রমরের প্রস্থান

পাশের বাগানের ফুলে

ভ্রমরের আনাগোনা

নিশিথ রাতে মধু খাবার এক মন্ত্রনা

লোক সমাজে অস্লিল শব্দের আনাগোনা

যা নিশি রাতে স্বামি স্ত্রির এক অব্যাক্ত বাসনা

যৌবনে যুবক যুবতির স্বপ্নের বাসনা

নিশি রাতে সেই শব্দ

পাশের ঘর হতে দেয়াল ফুড়ে

পৌছায় বিধবার কর্ণে

আর তাই বিধবা রমনি

বিবস্ত্র বসনে

একাকি চিন্তায় মগ্ন অস্থিরতায়

একাকি আনমনে প্রথম শয্যার রাত

দু চোখের স্বপ্নে আনয়নে ব্যাস্ত সে

রাত নিঝুম

বিধবা রমনি নিয়ে সাড়া শরিরের ক্লান্তি

বিবস্ত্র বসনে

তার চোখ জুরে ঘুম



এইত সেদিন পাশের গ্রামের বউ মড়া মাতাব্বর

এসেছিলো তার কাছে

তাহার চোখে ছিলো এক যৌনতা

এক অনিমেষ চাহনি

ইচ্ছে করছিলো মিশে যেতে তার বাহুডোরে

কিছুটা শান্তির পরশ

কিছুটা আদিম হয়ে

বহুদিন বহুকাল পড়ে

রতিক্রিয়ার ১৬ কলা পূর্ণ করে

একটু শান্তির ঘুম

বিবস্ত্র বসনে

বিধবার আনয়নে



কিছুটা শান্তির পরশ

কিছুটা আদি উন্মক্ততা

নিয়ে একটু ঘুমের ঘোরে

নাহ সমাজ দেয়নি হতে তা

বরং বেঁচে গেছে সে কপালের জোরে

যদি আর ১০০ বছর আগে সে জন্মাতো সে এই পৃথিবীতে

তবে হয়তো জীবন্ত আগুনে জলসে যেতো হত তার

চিতার আগুনে স্বর্গীয় স্বামীর সাথে

নাহ তবু কামনা নিয়ে বাসনা নিয়ে

এক না পাওয়ার আদিম বেদনা নিয়ে

সে বেঁচে তো আছে

বিধবা রমনি

বিবস্ত্র বসনে

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ২:২১

সপন সআথই বলেছেন: বাহ! e ek obbokto jontronar protichhobi..

০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬

হৃদয় এর স্পন্দন বলেছেন: ধন্যবাদ

২| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫৫

বোধহীন স্বপ্ন বলেছেন: কিরে হৃদয়, এগুলা কি লিখছ :-P

০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫

হৃদয় এর স্পন্দন বলেছেন: ভাই জানিনা লি লিখেছি তবে সম্ভবত সত্য লিখেছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.