নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীলার খোঁজে

আনন্দ হাসি সুখ বিলাসী নীলচে রঙের আকাশে কালো মেঘের দল খুঁজে ফিরি তোকে আমার এই অবসাদে

হৃদয় ভারাবী

কখনো জীবনেরকাছে কিছু চাইতে যাবেন না, জীবন আপনাকে দেওয়ার কে??? বরং ভাবুন কি দিলেন আপনি জীবনকে...

হৃদয় ভারাবী › বিস্তারিত পোস্টঃ

মাতৃভাষা দিবসে প্রেমিকজুটিদের কাছে একটি অনুরোধ

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১০

আপনি কি কখনো লক্ষ করেছেন ইংরেজিতে কাউকে I Love You বলা যত সহজ
বাংলায় তাকে ভালোবাসি বলা কিন্তু তার চেয়ে অনেক বেশি কঠিন...
কেন কঠিন জানেন,
ইংরেজির চেয়ে বাংলা অনেক বেশি আবেগময়...
আপনাকে কাউকে শুধু ভালোবাসি বলতে গেলেও অনেক অনেক আবেগ দিয়ে বলতে হবে...
সেদিন যদি হৃদয় ছোঁয়া আগেবভরা এই ভাষাটির তারা আন্দোলন না করতো, শত বাধা ভেঙ্গে ঝাপিয়ে না পড়ত, তাহলে কি হতো আজ আমাদের এই মায়ের ভাষার!!!
একবার ভেবে দেখেছেন???
প্রেমিকজুটিদের বলছি, আপনারা যারা শহীদ মিনার কে প্রেম স্তম্ভ হিসেবে ব্যাবহার করে আসছেন, আজ থেকে অন্তত আপনার প্রেমিক বা প্রেমিকাকে বলা হাজার টা আবেগি ভালোবাসি শব্দের জন্য হলেও যতবার শহীদ মিনারের কাছে যাবেন অন্তত একটা বার তাদের কথা মনে একটু সম্মানের চোখে তাকাবেন...
আপনাদের কাছে এটুকুই অনুরোধ রইলো...
ধন্যবাদ...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৬

আরণ্যক রাখাল বলেছেন: আপনার কথা শতভাগ ঠিক| আমিও বাংলায় ভালবাসি বলতে পারিনি| ইংরেজির আশ্রয় নিতে হয়েছে যদিও আবেগের কমতি ছিল না| ইংরেজিতে বলার কারণে কিনা জানিনা, আমার ভালবাসা পুরা ফ্লপ খেয়ে গেছে

২৯ শে মার্চ, ২০১৫ ভোর ৪:৩৩

হৃদয় ভারাবী বলেছেন: এরকম টা হতেই পারে, সবার সাথেই হয়। তাই বলে কি ভেঙ্গে পড়তে হবে?? যে চাওয়া গুলোর সিমানা অসীম সেগুলোই স্বপ্ন, আর স্বপ্নেও অদি কিছু কল্পনা করতে না পারি, বাস্তবে পাওয়ার যোগ্যতাই বা রইলো কোথায় আমার?? তাই স্বপ্ন দেখা ছেড়ে দিলে চলবে না। সেদিন ইংরেজিতে হয়নি , তো আস বাংলায় বলে দেখবো, তবুও স্বপ্ন দেখবো.....
চেষ্টা চালিয়ে যান.. ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.