নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীলার খোঁজে

আনন্দ হাসি সুখ বিলাসী নীলচে রঙের আকাশে কালো মেঘের দল খুঁজে ফিরি তোকে আমার এই অবসাদে

হৃদয় ভারাবী

কখনো জীবনেরকাছে কিছু চাইতে যাবেন না, জীবন আপনাকে দেওয়ার কে??? বরং ভাবুন কি দিলেন আপনি জীবনকে...

হৃদয় ভারাবী › বিস্তারিত পোস্টঃ

ভার্চুয়াল ভালোবাসার ছোট্ট একটা পরিণতি....

০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৭

আজ ঘুম থেকে উঠেই নীলের মনে হলো দিন টা খারাপ যাবে... জ্বর জ্বর লাগছে আর সামান্য মাথা ব্যাথা। এ অবশ্য নতুন কিছু না, মাথা ব্যাথা তো হবার ই কথা, রাগ জেগে জেগে আকাশের তারা গুনলে মাথা ব্যাথা হবে না তো হবে কি?? আর জ্বর টা ওর কিছুদিন পর পর ই আসে, না না ভয় পাবার কিছু নেই, বার বার পানি বদলের কারনেই হয়ত এমন টা হয়। কিন্তু আজকের টা একটু অন্য রকম, সেটা বিছনা ছেড়ে উঠতে গিয়েই বুঝতে পারলো, শরীরে শক্তিই পাচ্ছে না। ঘরে কোন অসুধ পত্র আছে কিনা সেটাই এখন সুয়ে শুয়ে ভাবছে...
অবশ্য থাকার কথা না,
মেস লাইফ, থাকেও বাসায় একা...
একা থাকতে অবশ্য খারাপ লাগে না, বরং ভালোই লাগে, নীলাকে অবশ্য এখনো জানানো হয়নি জ্বরের কথা, ভাবছে জানাবে না, জ্বর কি এমন কিছু, এমনিতেই ভালো হবে, কি দরকার বলে, অযথা টেনসন করবে...

দুইদিন পর
নীল আই সি ইউ তে...
মাথায় একটা টিউমার ধরা পড়েছে, সেদিন রাতেই অবস্থা আরো খারাপ হওয়ার তাকে হসপিটালে নেওয়া হয়, আর পরদিন ই অপারেশন করা হয়। সেদিন সবার ভিড়ে নীলাকে জানাতে পারেনি, তারপর ভেবেছে কি দরকার , থাক না, মেয়েটা যে পাগলী, টেনশনে না আবার মরেই যায়।

এক মাস হয়ে গেছে নীলের কোন খোজ নেই।
বারান্দার কোনে এক মনে বসে আছে নীলা, কয়েকদিন হলো নাওয়া খাওয়া ছেড়েই দিয়েছে, ভাবছে সব ওর দোষ, সেদিন কেন যে একটা ছোট্ট ব্যাপার নিয়ে রাগা রাগি করলাম, নীল অভিমানে কথা বলছে না। আবার ভয় ও হচ্ছে, নীল তো এমন না, ওনেক ভালোবাসে ওকে, এই সামান্য অভিমান নিয়ে এতোদিন দুরে থাকবে?? নিজের মন কেই বিশ্বাস করতে পারছে না ও... কিছু হলো না তো আবার... না না না কি ভাবছি এসব, কিচ্ছু হয়নি, কষ্টে টেনশনে বুক ফেটে যাচ্ছে ওর... এদিকে নীলের আর কোন নাম্বার নেই ওর কাছে, নীল মায়ের নাম্বার দিতে চেয়েছিল, ইচ্ছে করেই নেয় নি... কিচ্ছু ভালো লাগছে না,
নিজেকে অসহায় লাগছে, কোন দিন ভাবেনি এমন হবে, নীলের সাথে পরিচয় ফেসবুকে , তারপর দেখা করা, আড্ডা, গল্প কত স্মৃতি, এ সব কি মিথ্যে, কেন এমন করলো নীল...
নীলের পরিচিত কাউকে চিনেও না... কি করবে এখন , আর ভাবতে পারছে না নীলা... দু গাল বেয়ে অঝরে ঝরে যাচ্ছে ভালোবাসা......


#‎মোরালঃ‬
১. কোন অসুখ কে কখনো ছোট মনে করবেন না, সামান্য জ্বর মাথা ব্যাথাকেও না, মনে রাখবেন ছোট ছোট অসুখ গুলো অনেক সময়ই বড় বড় অসুখের চিহ্ন হয়ে দাঁড়ায়। আপনার সামান্য গাফিলতিতেই হয়ত আপনার অবস্থাও হবে নীলের মত...
২. অনেকেই ফেসবুকে কিংবা কোন অনেক মাধ্যমে রিলেশন করেন, দেখা যায় সে রিলেশন একদিন হয়ে ঊঠে আপনার জীবনের অন্য একটি সংজ্ঞা। কিন্তু একটা ভুল বেশিরভাগ সময় ই হয়, আপনার সেই প্রিয় মানুষটার কোন পরিচিত জনের নাম্বার থাকে না আপনার কাছে, থাকে না সঠিক কোন ঠিকানা, এমন ও দেখা যায় চেনেন না তার কোন বন্ধুদের ও... তাই অন্তত হলেও আপনার ভালোবাসার মানুষটির পরিবার পরিজন কিংবা তার কোন বন্ধুর নাম্বার রাখুন...
যাতে এরকম পরিস্থিতিতে আপনার অবস্থা শেষ পর্যন্ত নীলার মত না হয়...

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.