নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো কবিতায় হারিয়ে যাই

হৃদপিণ্ড

আশরাফুল ইসলাম শিমুল ।

হৃদপিণ্ড › বিস্তারিত পোস্টঃ

হেরে যাবার গল্প

১৯ শে জুন, ২০১৫ রাত ১০:১০

হারিয়ে ফেলা গল্প
..........আশরাফুল ইসলাম শিমুল

"ছাঁদের এক বসে জ্যোৎস্না ভরা আকাশের বুকে হাজার তারার মেলায় দিকভ্রান্ত পথিকের মতো চেয়ে আছে ছাঁদের নিচে, ল্যাম্পপোস্টের আলোর ভীড়ে পথিকের পায়চারীর শব্দ কানে ধুম ধুম করে বেজে যাচ্ছে অন্তুর। আগামীকাল তার সেমিস্টারের রেজাল্ট। পরীক্ষা খুব একটা ভালো হয়নি ,
তাই পরাজয়ের স্লোগানে আজও সে ধর্ষিত হয়ে একাকীত্বকে ঘিরে মায়াবী রাতের মাঝেও সে খুব একা।

দুইবছর বছর আগে পরিচয় হয়েছিলো অবনীর সাথে ভার্সিটির কোন কর্নারে দাড়িয়ে,
চোখে চোখে কথা, কখনো বা ফোনে, কখনো বা ফেসবুকের পাতায় পাতায় আর কখনো ভার্সিটির অলি গলিতে।

কিছু সীমাবদ্ধতা দিয়ে প্রেম শুরু হয়েছিলো অন্তু অবনীর।

অন্তু যদি ভালো রেজাল্ট করতে পারে তাহলে তাদের রিলেশনশিপ ঠিকে থাকবে, বয়ে যাবে সমান্তরাল ভাবে তাদের গন্তব্যে।

অবনী ভালো ছাত্রী নাম ডাক আছে ভার্সিটিতে আর অন্তু গিটার বাজায় ,গান গায়, লেখালেখি ,পায়চারী করে মানুষের সাহায্যের করিডোরে।
অগোছালো জীবন যাপন করে মোটামুটি ছাত্র বটে, পরীক্ষা আগের রাতে পড়ে পরীক্ষার হলে যায়।

আর অবনী দিন রাত পড়াশোনা করে।

এই ভেবে ভেবে গিটারের তালে তালে গান গেয়ে রাতের তারায় তারায় হারিয়ে যায় জ্যোৎস্না। নিশিরাতে এখনো জাগ্রত বিলাসে তার সমস্ত অনুভবে অবনীর রাজ্যেটা ঘোরে ফেরে।

কোন কথা নেই অবনী আর অন্তুর তিন দিন ধরে, রেজাল্টের পড়ে কথা হবে এই শর্ত জুড়ে দিয়েছে অবনী অন্তুকে।

সকাল গড়িয়ে বিকেল এলো রেজাল্ট সিট টানাতো হয়ে হলে ডিপার্টমেন্টে।

অন্তুর নামটা পিছনের সারিতে স্পষ্ট দেখা যাচ্ছে জিপিএ তিনের উপরে। আর অবনীর নাম সবার উপরে।

এভাবেই অবনীর আর অন্তুর বিদায় হয়েছিলো দুজনের দুইদিকে মুখ ফিরিয়ে নিয়ে চলা যাওয়া।

ভালো যায়নি অন্তুর কিছুদিন কয়টা মাস। এভাবেই পরের সেমিস্টার এসে হাজির হলো অন্তুর সামনে, পরীক্ষা চলে গেলে। আবার সেই একই রেজাল্ট।

এভাবে আর কতদিন কিছু তো করতে হবে অন্তুর আকাশ জুড়ে মেঘের ভেলায় নতুন নৌকা এসে হাজির। ভালোবাসা নামক বস্তুু রেখে দিলো ঠিক পাশে, নৌকা নিয়ে আস্তে আস্তে রওনা দিলো সমুদ্রের পথে। যেতে যেতে অনেক বাধা। তবুও পথ পার হতেই হবে। মনোবল নিয়ে ছুটে চলা নতুন পথে অন্তুর আগমন।

সেমিস্টার ফাইনাল পরীক্ষা।

সেমিস্টারে ভালো,
পরের সেমিস্টার আরো ভালো
এভাবেই চলতে চলতে দিন বদলে গেলে অন্তুর দিনপঞ্জি। আর আজ অবনী চেয়ে আছে অন্তুর দিকে বিষ্ময়ে দৃষ্টিতে।

অবনীর জীবন ছড়িয়েছে কোন এক নামধারী ছাত্রের জীবনে।

আর অন্তু .....

আজ সে ভালো গাইতে পারে ,ভালো লিখতে পারে, ভালো ছাত্র বটে।

তবুও অন্তুর বুকে বাম পাশটায় ব্যথা।।
কি জানি নেই হারিয়ে যাওয়া সুরে আজও হৃদয় শূন্যতায় একে যায় ছবি সেই অবনীর ছবি।
আজও কথা নেই সেই থেকে, দেখা হয় শুধু চোখে চোখে কথা হয়।
কিছু কিছু ভালোবাসা কিছু কিছু শর্ত দিয়ে তৈরি হয়,
হেরে যাওয়া মানুষকে কেউ ভালোবাসে না,
সামজে হেরে যাওয়া মানুষের গল্প কেউ শোনে না,
হেরে যাওয়া মানুষের মাথায় কেউ হাত রেখে অনুপ্রেরণা দেয় না ,বলেনা আরে পাগল এবার হেরেছো তো কি হয়েছে সামনে তো আরো পথ আছে এগিয়ে যাও অবশ্যই পারবে।
আপনি হেরে যাবেন তো মরে যাবেন কাউকে আপনার পাশে পাবেন না কোনদিন না।
সবাই তৈরি করা ভাত খেতে পছন্দ করেন, কেউ তৈরি করে নিতে চায় না।

এভাবেই কিছু কিছু ভালোবাসা হারিয়ে যায়।"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.