নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

CEO- http://www.socialmediabd.com

এইচ আর খান

আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে সে কথা ভেবে বল না। সত্য কাজে কেউ নয় রাজি সবি দেখি তা না-না-না।

এইচ আর খান › বিস্তারিত পোস্টঃ

রাজাকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্ট্রেলিয়ার সিডনী এবং মেলবোর্নও আজ শাহবাগ স্কয়ার

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩



আজ দুপুর দুটোর দিকে, আমরা বেশ কয়েকজন তখনও সদ্য শেষ হয়ে যাওয়া সংহতি সমাবেশের উত্তেজনায় সাঁতার কাটছি - দেখলাম প্র্যাম ঠেলে এক তরুনী মা আসছেন। পাশে হাটছে ফুটফুটে এক মেয়ে। হাতে ছোট্ট বাংলাদেশের পতাকা। অপরিচিত। তাতে কি? আজকে তো ব বলতে সব বাঙ্গালী। আমি খানিকটা এগিয়ে গেলাম। আমাকে এগিয়ে যেতে দেখে তিনি বললেন, শেষ হয়ে গ্যাছে না? ইস আমি মিস করলাম। বিশ্বাস করবেন কিনা জানি না; আমার আনন্দে কান্না পেয়ে গেল। অনেক চেষ্টায় সেটা চেপে বাচ্চাটিকে গাল ছুঁয়ে আদর করলাম। মনে মনে ওকে বললাম, মা রে, আমি আর তুই আমরা পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান। কারন আমরা দুজনেই বাঙ্গালী মায়ের গর্ভে জন্মেছি। তরুনী মায়ের দিকে তাকাতেই, তিনি হেসে বললেন, সরি, ট্র্যাক ওয়ার্ক চলছে। আমার আসতে অনেক দেরী হয়ে গেল। আমি বললাম কিচ্ছু দেরী হয়নি। আমি তাকে পুরো ঘটনা বর্ননা করলাম। এমনকি মেয়েটিকে নিয়ে জয় বাংলা শ্লোগান দিলাম।

উপরের কথাগুলো ফেইসবুকে শেয়ার করেছেন আবেগপ্রবন এক সিডনীপ্রবাসী ভদ্রলোক। যিনি ফাসির দাবীতে সিডনীতে অনুষ্ঠেয় মানববন্ধনের একজন আয়োজক। তার মতই আরো হাজারো অষ্ট্রেলিয়া প্রবাসী ভাইবোনদের আবেগ এবং অনুভূতি্ই যেন হয়ে উঠে এক একটি শাহবাগ স্কয়ার। তা সেটি পৃথিবীর যেখানেই থাকুক না কেন।



আর যুদ্ধাপরাধীদের ফাসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্ত্বরে ও দেশজুড়ে অবস্থানরত সকল বাংলাদেশি ভাইবোনুদের প্রতি একাত্নতা ও সংহতি জানাতেই সিডনীর এ্যাসফিল্ড পার্কে ও মেলবোর্নের ফেডারেশন স্কয়ারের পেছনে প্রবাসী বাংলাদেশীরা আয়োজন করে মানববন্ধনসহ গনস্বাক্ষরতা কার্যক্রম।



রোববার মেলবোর্নের ইয়ারা নদীর পাড়ের অ্যাঞ্জেল স্ট্যাচু পার্ক ও সিডনীর এ্যাশফিল্ড পার্কও যেন হয়ে উঠেছিল আরেকটি শাহবাগ। বয়স-পেশা আর দলীয় রাজনীতির সীমাবদ্ধতা ও সংকীর্ণতার উর্ধ্বে ওঠা সাত –আট’শ প্রবাসী চিন্তা-চেতনা-ভাবনা আর মানসিক ঐক্যে পার্ককে বানিয়ে ফেলেছিলেন শাহবাগ। মানবতাবিরোধীদের সর্বোচ্চ শাস্তির দাবিও জানান তারা।

বাজানো হয় জাতীয় সংগীত, একাত্তরের রণাংগনের নানা গান। আয়োজিত এ সম্মিলন থেকে একাত্তরের ঘাতকদের ফাঁসির দাবিতে নেওয়া হয় সাক্ষর অভিযানের পাশাপাশি বাংলাদেশকে রাজাকার মুক্ত রাখার।



স্বাক্ষরিত চিঠিটি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আন্তর্জাতিক ট্রাইবুন্যালসহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে পাঠানো হবে।



এছাড়া্ও সুইনবার্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী ছাত্রদের আয়োজনেও হয় আরেকটি মানববন্ধন।









কৃতজ্ঞতা: এস.এম তরিকুল আলম,রোমানা শারমীন,রাজন নন্দী(সিডনী)

মেহেদী আল ইমরান(মেলবোর্ন)



মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ++++++++++

আমাদের সংগ্রাম চলবেই।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

রৌহান খাঁন বলেছেন: ++++

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০

রৌহান খাঁন বলেছেন: ++++

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১

রৌহান খাঁন বলেছেন: +++

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

যেড ফ্রম এ বলেছেন: :)

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২

এইচ আর খান বলেছেন: ধন্যবাদ ৎঁৎঁৎঁ এবং রৌহান খাঁন । সংগ্রাম চলবে ফাসি না হওয়া পর্যন্ত। আমরা রাজপথ ছাড়ব না রাজাকারদের ফাসিতে না ঝুলিয়ে।
আর শিবিরকে বলছি,
মনে রাখো শিবির সংঘঠন সব পালটা-উলটা হইয়া যাইবো,
এই তারুন্যের জোয়ারই তোগো খাইবো।
সময় আছে এখনো, ছেড়ে দে জামায়াত
শাহবাগে আইসা মিলা কন্ঠ, হাতে হাত।
না হইলে মরবি তোরা লাখো মানুষের পদভারে
দুনিয়া দেখব আবার বিশ্বযুদ্ধটারে

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: View this link

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৭

mrikadey বলেছেন: যুদ্ধাপরাধীর অতীত ঃ দেলওয়ার হোসেন সাঈদী Click This Link

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৯

mrikadey বলেছেন: যুদ্ধাপরাধীর অতীত ঃ দেলওয়ার হোসেন সাঈদী Click This Link

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২২

এইচ আর খান বলেছেন: ধন্যবাদ স্বর্ণা আপনাকে। লিংকটি দেখলাম। ওহ , আপনাদের
"নিউইয়র্কের মহাসমাবেশে শপথ গ্রহনের" কাভারেজ দেখলাম কয়েকটি পত্রিকায়। ভালো লাগল

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
View this link

View this link

View this link

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪

স্পাইসিস্পাই001 বলেছেন:
পোষ্টে প্লাস++++....ধন্যবাদ আপনাকে

রাজাকারের ফাসি চাই ...ফাসি ভিন্ন দাবী নাই......

সকলের চোখে বিজয়ের নেশা দেখতে পাচ্ছি

১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮

এইচ আর খান বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা : আবারও ধন্যবাদ। দেখলাম ছবিগুলো। জ্যাকসন হাইটসেরটা বোধোয় রাতেরবেলা হয়েছে?

১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সন্ধ্যা সাত টায় View this link

১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০

এইচ আর খান বলেছেন: mrikadey: দেখলাম সাইদী সাহেবের অতীত। জানতাম না এতো কিছু। ধন্যবাদ ভাই। আশা করি পরের রায়টা উনারটাই হবে

১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৫

রবিন উত্তর কাট্টলী বলেছেন: মিস করে ফেললাম মনে হচ্ছে । ডাক দিলেই চলে আসতাম ফেডারেশন স্কয়ারে। :((

১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৭

রবিন উত্তর কাট্টলী বলেছেন: মিস করে ফেললাম মনে হচ্ছে, জানলে চলে আসতাম ফেডারেশন স্কয়ারে।

১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

এইচ আর খান বলেছেন: @রবিন উত্তর কাট্টলী : আপনি নিচের পেইজটাতে ক্লিক করুন, আপডেটেড থাকতে পারবেন । পরবর্তী সব ইভেন্ট সম্পর্কেই জানতে পারবেন। ধন্যবাদ আপনার যাওয়ার আকাঙ্খার জন্য। পরবর্তী প্রোগ্রামে আপনি যোগ দিতে পারবেন এমন প্রত্যাশায়
Click This Link

১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১

সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: প্রজন্ম স্কয়ারের সাথে একাত্ম হয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে অষ্ট্রেলিয়ার পার্থে বসবাসকারী বাংলাদেশীরা জড়ো হয়েছিলো কিংস পার্ক ওয়ার মেমোরিয়ালে। কিংস পার্ক যেন হয়ে উঠেছিলো একটুকরো শাহবাগ বা প্রজন্ম চত্বর।

২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮

সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: প্রজন্ম স্কয়ারের সাথে একাত্ম হয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে অষ্ট্রেলিয়ার পার্থে বসবাসকারী বাংলাদেশীরা জড়ো হয়েছিলো কিংস পার্ক ওয়ার মেমোরিয়ালে। কিংস পার্ক যেন হয়ে উঠেছিলো একটুকরো শাহবাগ বা প্রজন্ম চত্বর।

২১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩১

এইচ আর খান বলেছেন: @সিষ্টেম ইন্জিনিয়ার ধন্যবাদ পার্থে হয়ে যাওয়া আন্দোলনের লিংকটি দেয়ার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.