![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে সে কথা ভেবে বল না। সত্য কাজে কেউ নয় রাজি সবি দেখি তা না-না-না।
এমআইটির ছাত্ররা দরিদ্র মানুষের কাছে বিদ্যুত সুবিধা দিতে নিয়ে এসেছে নিয়ে বোতল বাল্ব।
বৈদ্যুতিক খরচ বাড়ার এ সময়ে একটি উজ্জ্বল আবিস্কার আবিস্কৃত হলো।যা বৈদ্যুতিক খরচ কমাতে সহায়ক হবে।সূর্যের রশ্মি থেকে তৈরী এক বোতল পানিতে আলোর উৎপাদন করেছে ম্যাসাচ্যুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজির একদল ছাত্র।এতে করে অভাবগ্রস্থ পরিবার পাবে বিনা খরচে আলোর সুবিধা।
১.৫ লিটার পানির বোতলের এক বোতল পানিতে ৩ টেবিল চামচ ব্লিচ মিশিয়ে একটি মিশ্রণ তৈরী করা হয়।সেই বোতলটি ঘরের চালের একটি ছিদ্রে বসিয়ে দেয়া হয । সারাদিনের সূর্যের আলোর তাপে বোতলটি আলোর সৃষ্টি করে। এই আলোর শক্তি ৫৫ ওয়াট। তবে এটি কেবলমাত্র সূর্যের আলোর সাহায্যেই বিদ্যুত উৎপাদন করতে পারে। তবে রাতের বেলা এর থেকে আলো পেতে হলে খুব কাছাকাছি ষ্ট্রিট লাইট কিংবা যথেষ্ট পরিমান চাদের আলো প্রয়োজন হবে।
এই প্রকল্পটি শুরু হয় ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি বস্তিতে। যখন গত বছর ইলেকট্রিসিটির ত্রুটির কারণে আগুন লেগে প্রায় ৫ হাজারেরও বেশি ঘর বাড়ি পুড়ে যায় তখন।
প্রকল্প পরিচালক আইলাক ডিয়াজ ১০ হাজারেরও বেশি বোতল বাল্ব উৎপাদনে সহায়তা করেছেন। তিনি প্রকল্পটি ভারত ও আফ্রিকার বিভিন্ন দেশে বাড়ানোর জন্য পরিকল্পনা করছেন। ডিয়াজ বলেছেন,বোতল বাল্ব সব চেয়ে নিরাপদ আর এতে রক্ষা করা যাবে ৪০ শতাংশ বৈদ্যুতিক শক্তির খরচ।
বাংলাদেশেও নিশ্চয়ই প্রযুক্তিটি চলে আসবে আশা করি। এতে দেশে ক্রমবর্ধমান বিদ্যুত চাহিদা কিছুটা হলেও লাঘব হবে। আমাদের গ্রামগুলোতে পল্লী বিদ্যুত যে ভয়াবহ আকারে লোডশেডিং করে তা থেকে সাধারন মানুষ রেহাই পাবে। সেলুট সেইসব গবেষনাকারীদের যারা দরিদ্র মানুষের কথা ভেবে এমন প্রযুক্তি আবিস্কার করেছে
*এন্ড্রোয়েড ভক্তদের জন্য নিচের লিংকটি দেয়া হলো। আপনার ফোনটি এন্ড্রোয়েড হলে নতুন নতুন এ্যপস এবং গেমসের জন্য নিচের পেজটির সাথে্ই থাকুন
Click This Link
২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩০
অণুষ বলেছেন:
৩| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩২
অণুষ বলেছেন:
৪| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩২
এইচ আর খান বলেছেন: রুদ্র মানব: ধন্যবাদ। পরের পোষ্টটিতে আরো ডিটেইলস এ লিখবো। তবে এর জন্য কিছুটা প্রস্তুতির প্রয়োজন। সাথে সময়ও। শীঘ্রই আসবে
৫| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:০২
মোঃ মেজবাহুল হক বলেছেন: অনেক ধন্যবাদ। কিন্তু আরও বিস্তারিত জানতে ইচ্ছা পেশন করছি। আশা করি আপনার কাছ থেকে তা পাবো।।।
৬| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:০৯
এইচ আর খান বলেছেন: @mahbubsujon : ধন্যবাদ ভাই।
৭| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:১১
এইচ আর খান বলেছেন: @মোঃ মেজবাহুল হক: অবশ্যই। বিষয়টি গুরুত্বপূর্ণ এবং আমি দু একদিনের মধ্যেই এটি নিয়ে একটা ইন-ডেপথ পোষ্ট করব। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ
৮| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৪
নাহিদ তামিম বলেছেন: এরা অনেকে আগে থেকেই বাংলাদেশে শুরু করছে।
We are very glad to announce that CHANGE is going to implement Solar Bottle Light "Botol Bati" project jointly with the support of GIZ (German Development Corporation) as part of the Sustainable Energy for Development from April to August, 2013. Main aim of this project is to install bottle light in large scale and to analyze its impact, effectiveness and social acceptance from collected data.
৯| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৪
পেন্সিল স্কেচ বলেছেন: অসাধারন আবিষ্কার
১০| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:১০
এইচ আর খান বলেছেন: ধণ্যবাদ
১১| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:১৩
এইচ আর খান বলেছেন: পেন্সিল স্কেচ: এবং প্রয়োজনীয়ও বটে।
১২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:১৯
কলাবাগান১ বলেছেন: রাতে তো কাজ করবে না।
এটা শুধু সূর্যের আলো কে 'diffract' করবে। আর ব্লীচ দেওয়া হয় যাতে পানি দুষিত না হয়।
১৩| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:২১
কলাবাগান১ বলেছেন: রাতে তো কাজ করবে না।
এটা সূর্যের আলোকে 'diffract' করবে। আর ব্লীচ দেওয়া হয় যাতে পানি দুষিত না হয়।
১৪| ৩০ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৪২
বহুরুপি জীবন বলেছেন: ভাই এইচ আর খান আপানার পোস্ট টার সব ঠিক আছে শুধু একটি লাইন ছাড়া । আপনি লিখেছেন " সারাদিনের সূর্যের আলোর তাপে বোতলটি রাতে আলোর সৃষ্টি করে। " এটি ভুল।
জানি না আপনি এই ইনফো কোথায় পেয়েছেন হয় আপনি ভুল ইনফো পেয়েছেন অথবা ইংরেজি ঠিক বুঝতে পারেন নি।
উকি তে liter of light লিখে সার্চ দিলে এই নিবন্ধটি পেয়ে যাবেন।
এটি দিনের বেলায় আলো পেতে সাহায্য করবে রাতে নয়। এটি সেই সব ঘরের জন্য যে সব ঘরে দিনে বাতি জালিয়ে রাখা হয় । বা দিনের বেলা আলো ঢুকে না আলোর প্রয়োজন হয়। অপনি জানেন বস্তি অথবা ঘন বসতি পূর্ণ এলাকায় এরকম জানালা ছাড়া ঘর হয়। তাদের জন্য।
এটি খুবি সিম্পল জিনিষ এটির কাজ হল বাইরের আলো কে রিফ্লেক্ট করে ঘরে আলো দেওয়া। প্রায় ৫৫ ওয়াটের সম পরিমাণ আলো দিতে সক্ষম হয় এই ব্যাবস্তা।
বোতলে শুধু পানি দিলেই কাজ হয়, কিন্তু ব্লিচ যোগ করা হয় যাতে পানিতে অ্যালগির সৃষ্টি হয়ে পানি সবুজাভ না হয়ে যায়। পানি সবুজাভ হয়ে গেলে আলো রিফ্লেক্ত করবে না। যারা অল্প কয়েকদিন জিনিষ টি ব্যাবহার করতে চান তারা শুধু পানি দিয়ে করলে কোন সম্যস্যা নাই। কিন্তু যদি কেউ পার্মানেন্ট এবং দির্ঘ সময় ব্যাবহার করতে চান তারা পানিতে ব্লিচ দিয়ে করলে সহসা বোতল বা পানি পাল্টানোর দরকার পরবে না।
১৫| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৪
এইচ আর খান বলেছেন: @কলাবাগান: জি রাতে কাজ করবে না। ধন্যবাদ ভুলটি ধরে দেয়ার জন্য
১৬| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৫২
এইচ আর খান বলেছেন: @বহুরুপি জীবন: আমি লাইনটি সংশোধন করে দিয়েছি। আর আপনি বোধোয় অর্ধেক জেনেছেন উইকি সার্চ দিয়ে। এটি রাতেও কাজ করবে তবে সেজন্য প্রয়োজন হবে এটিকে আলোকিত করার কোন একটি আলোক উৎস। সবশেষে আপনাকে ধন্যবাদ সংশোধনির জন্য। আর উৎকন্ঠিত হওয়ার কারন নেই, কমেন্ট মডারেশন অন থাকলেও আমি কমেন্ট প্রকাশ করি। তবে কিছু মানুষের জন্য এটুকু সেফটি দিয়ে রেখেছি। যাতে অনভিপ্রেত এবং সংশ্লিষ্ট বিষয়-বহির্ভূত কোন মন্তব্য না আসে।
১৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২০
নাছির84 বলেছেন: লেখা চোরের জবানবন্দিতে একটু চোখ বুলাবেন কি ?
View this link
১৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৮
এইচ আর খান বলেছেন: Apnar jobanbondi r link amar post e keno?
১৯| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৫
নাছির84 বলেছেন: ভাই মুর্খ-সুক্ষ মানুষ.....দুর্দান্ত কিছু মনের কথায় আমার শব্দের গজাল ঢুকিয়ে স্বাদ নষ্ট করতে চাইনি। তারই ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেছি। ইচ্ছে হলে পড়বেন,নইলে নয়। শুধু জবাবদিহিতার মানসিকতা থেকে লিংকটা দিয়েছি। অপছন্দ হলে মুছে ফেলবেন।.......আর হ্যাঁ বোতল বাল্ব থেকে নতুন কিছু জানলাম। আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:২১
রুদ্র মানব বলেছেন: বোতল বাল্বের পুরো প্রক্রিয়ার ছবি ও অন্যান্য তথ্য থাকলে শেয়ার করেন ।