নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

CEO- http://www.socialmediabd.com

এইচ আর খান

আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে সে কথা ভেবে বল না। সত্য কাজে কেউ নয় রাজি সবি দেখি তা না-না-না।

এইচ আর খান › বিস্তারিত পোস্টঃ

নতুন চেহারা নিয়ে বাজারে আবির্ভূত হচ্ছে আইওএস-৭

১১ ই জুন, ২০১৩ সকাল ৭:৫৭





পরপর পাচটি হ্যান্ডসেট এবং বেশ কয়েকটি আইপ্যাড ও আইপডে একই অপারেটিং সিষ্টেম ব্যবহারের ফলে যে একঘেয়েমি তৈরী হতে যাচ্ছিল তা খেকে রেহাই দিয়েছে এ্যাপল কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর তারা তাদের অপারেটিং সিষ্টেমকে পরিবর্তন পরিবর্ধন করতে যাচ্ছে। আগের আপডেটগুলোতে উল্লেখযোগ্য কোন পরিবর্তন ছিল না। তবে এবারে একেবারেই নতুন চেহারা নিয়ে আবির্ভূত হতে যাচ্ছে নতুন এই ওএসটি।



যেসব ফিচারগুলিতে বিশেষভাবে পরিবর্তন আসছে :

কন্ট্রোল সেন্টার

মাল্টিটাস্কিং

নটিফিকেশন সেন্টার

এয়ারড্রপ

আইটিউনস রেডিও

সাফারি

এবং সিরি সহ সবগুলো ফিচারকেই নতুন আঙ্গিকে সাজানো হয়েছে।









নতুন কন্ট্রোল সেন্টারটি দেখতে এরকম হবে,







আর নতুন মেসেজ লেখার ডিজাইন,







এখন থেকে আপনার আইফোনটির গ্যালারি হবে এমনই আকর্ষনীয় এবং সুন্দর







আর আইটিউনস রেডিওতে এরকমভাবেই থাকবে থরে থরে সাজানো আপনার পছন্দের ষ্টেশন গুলো





আর মেইলবক্সটিও দেখুন একনজর....এত্তো সিম্পল ডিজাইন কিন্তু দেখলেই চোখ জুডিয়ে যায় ....







তাহলে ক্যামেরা অপশনটাই বা বাদ থাকে কেন? এ্যপলের ডিজাইনগুরু জোনাথন ইভ এই দিকটাও বাদ রাখেন কি করে?







সবকিছু মিলিয়ে দারুন একটা অপারেটিং সিষ্টেম হবে আশা করছে প্রযুক্তি বিশ্লেষকরা। আর নিন্দুকেরা নিশ্চয়ই এবার আর বলতে পারবেন না, "এতো পুরনো বোতলে ঢালা নতুন সুধা"। একদম নতুন সব ডিজাইন এবং আকর্ষনীয় সব ফিচার নিয়ে হাজির হচ্ছে এবারের এ্যপল ওএস। অপেক্ষায় রইলাম আমরাও। সেই সাথে নতুন ডিজাইনের হার্ডওয়্যার। যাতে খাকব পুরো টাকা উসুলের আনন্দ। আর গ্যাজেটস জগতে আরেক নতুনত্ব

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১:০৯

পরিযায়ী বলেছেন: ফোর এস এ ইজাইতে পারমু তো?

২| ১১ ই জুন, ২০১৩ দুপুর ২:৩২

এইচ আর খান বলেছেন: হ্যা অবশ্যই। ফোর, ফোর এস এবং ফাইভ তিনটিতেই সম্ভব। পাশাপাশি নতুন আইপ্যাড মিনি, আইপ্যাড থ্রি, ফোর এবং আইপড নতুনটিতে সম্ভব হবে আইওএস ৭ ব্যবহার করা

৩| ১১ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৮

নতুন বলেছেন: হুম অপেক্ষা করতেছি... :)

৪| ১২ ই জুন, ২০১৩ রাত ১১:৫২

এইচ আর খান বলেছেন: জি আপনার মতো আমিও..তবে আমার কেনার সাধ্য নাই তবু অপেক্ষা তো করতে পারি...নাকি? অন্তত: আমার অপেক্ষা করার এই অধিকার তো কেউ হরণ করতে পারবে না

৫| ১৩ ই জুন, ২০১৩ রাত ১২:১৪

নতুন বলেছেন: ২৪০০০ টাকাতে আইফোন ৪ পাওয়া যায়...

৩৬০০০ শে ফোর এস ও পাওয়া যায়...

আমাদের দেশের যে নেট স্পিড তার জন্য আইফোন ৫এর দরকার নাই...

৬| ১৪ ই জুন, ২০১৩ রাত ১:২৮

এইচ আর খান বলেছেন: 3G is already there so Lte is on the way...so hopefully it gonna work in our net too...r telltalk already giving good service(frm my exp) its 10times faster than other private network in TT.moreover wifi is another good device to have better speed.i use Skype on my iPad mini...and can talk fluently and without rendering ...@ notun ...thanks bro....thanks for read my less informative post...

৭| ১৫ ই জুন, ২০১৩ রাত ৩:১৩

নতুন বলেছেন: দেশে জিপির নেট ব্যবহার কইরা গুগুলটক বা ইয়াহু দিয়া শুধু কথা পযন্ত কইতে পারিনা... ( ঢাকার বাইরে বাড়ি ঐখানে অবস্হা খুবই খারাপ... কিন্তু ঢাকার স্পিড খারাপ না)



৮| ১৫ ই জুন, ২০১৩ ভোর ৪:১৭

এইচ আর খান বলেছেন: আর জিপি। জিপির বেইল আছে!! কেউ যদি জিপির মডেম ইউজ করে তো তার নেট ব্যবহারের ইচ্ছাটাই মারা যাবে

৯| ১৫ ই জুন, ২০১৩ ভোর ৪:৪৭

নতুন বলেছেন: আমার তো সেই অবস্থাই হইছে ভাই...

দেখি আমাদের শহরে টেলিটকের ৩জি দিতাছে নাকি... তাইলে পাল্টামু..

১০| ১৬ ই জুন, ২০১৩ সকাল ৮:১৮

নতুন বলেছেন: আইওএস ৭ ইনিস্টল করছি.... আমার ফুনে..

খারাপনা.. কিন্তু একটু স্লো মনে হইতেছে..

১১| ১৭ ই জুন, ২০১৩ ভোর ৪:৩৪

এইচ আর খান বলেছেন: Taee? Ami oboshsho ipad mini use kori but otate asheni ekhono

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.