![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে সে কথা ভেবে বল না। সত্য কাজে কেউ নয় রাজি সবি দেখি তা না-না-না।
যারা টেলিটকের থ্রি-জি ব্যবহার করেন- H+ এর মতো একটি আইকন দেখতে পান ! আবার কখনো H কখনোবা 3G আর যারা গ্রামীনফোন, বাংলালিংক অথবা রবি ব্যবহার করেন তারা বেশীরভাগ ক্ষেত্রেই E দেখতে পান অথবা কিছু কিছু সময় G দেখায় আপনার ফোনের বারটিতে। মনে প্রশ্ন জাগতেই পারে এগুলোর মানে কি? অখবা পার্থক্যটাই বা কি?
উপরের ছবিতে H দেখাচ্ছে(টেলিটক)
G মানে হলো GPRS এবং সবচেয়ে স্লো ইন্টারনেট কানেকশন, ব্যবহার হয় GSM নেটওয়ার্ক (টুজি) ।
E মানে হলো EDGE এবং তুলনামূলক বেশী স্পীড ইন্টারনেট কানেকশন, এটিও ব্যবহার হয় GSM নেটওয়ার্ক (টুজি) ।
3G দিয়ে বুঝায় UMTS এবং এটি টুজি'র পরবর্তী জেনারেশন GSM network এ এবং এটি আগেরগুলো থেকে খানিকটা বেশী গতিসম্পন্ন।
H এবং H+ এর অর্থ হলো HSPA and HSPA+. দুটোই ব্যাবহার করে UMTS নেটওয়ার্ক। উল্লেখ্য, H থ্রি-জি থেকে অনেক বেশী গতিসম্পন্ন এবং H+ আরো বেশী গতিসম্পন্ন H থেকে। অর্থ্যাৎ আপনার মোবাইলে যখন H+ দেখাবে তখন আপনি আমাদের দেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ গতিসম্পন্ন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ভাগ্যবান।
4G হলো LTE নেটওয়ার্ক ব্যবহারকারী এবং বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন ইন্টারনেট। যদিও এটি আমাদের দেশে নেই তবু উল্লেখ করলাম।
এ ছবিতে E দেখাচ্ছে। টু-জি নেটওয়ার্কে। এটি বাংলালিংকের সীম।
এগুলো আমাদের মোবাইলের বারে দেখালেও আমরা কখনো কখনো প্রতিশ্রুতি বা প্রত্যাশা অুনযায়ী গতি পাইনা। যেমন আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা হলো, আমি প্রায়ই H এর পরিবর্তে E দেখতে পাই। যদিও সেটা খুব বেশী না। তবে টেলিটকের আগে আমি বাংলালিংক এবং এয়ারটেল ব্যবহার করতাম। এয়ারটেলের অভিজ্ঞতার খুবই ভয়াবহ। যেহেতু এটি টু-জি সমর্থন করে সুতরাং E দেখাবে এটি আমার প্রত্যাশিত চাওয়া কিন্তু ।বেশীরভাগ জায়গাতেই G দেখাতো। অবশ্য যেটিতে ফোনেরই নেটওয়ার্ক থাকে না সেখানে আবার E কি আর F ই বা কি? তাই এয়ারটেলের থেকে মুক্তি নিয়েছি। যাই হোক, এখনকার প্রত্যাশা (খুব ছোট্র) থ্রি-জির সর্বোচ্চ উপযোগ চাই। আর কিছু না। সাথে আকাশছোয়া দামটাও যেন কমে আসে।
২| ১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৫১
মিনহাজুল হক শাওন বলেছেন: থেংকু জানানোর জন্য। 3G, G, E জানতাম। H আর H+ নতুন করে শেখা হল। অনেক ধন্যবাদ আবারো।
৩| ১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৫৪
এইচ আর খান বলেছেন: হ্যা ঠিকই বলেছেন। জানার কোন শেষ নেই। তবু বৃথা চেষ্টা আর কি....
৪| ১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৫৬
এইচ আর খান বলেছেন: আপনাকেও ধন্যবাদ @শাওন ভাই। দোয়া করবেন যেন পাচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি এবং আপনাদের আরো জানাতে পারি।
৫| ১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৫:১৬
আমি অপদার্থ বলেছেন:
অপদার্থের কাজে লাগবে। পোষ্ট প্রিয়তে...
আপনারে ধইন্না
৬| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ +++++++
৭| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৮
এইচ আর খান বলেছেন: ধন্যবাদ@কান্ডারী অখর্ব
৮| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৩
এইচ আর খান বলেছেন: @ অ।মি অপদার্থ: খূশি হলাম। শুকরিয়া ভাইজান
৯| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২০
কালোকাক বলেছেন: এইচ আর খান
আপনার H কি?
১০| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৮
এইচ আর খান বলেছেন: @কালোকাক: হা হা হা। আমার এইচ হলো সবকাজে দ্রৃতগতিসম্পন্ন এবং চরিত্রবান 'হামিদুর' রহমান। পোস্ট এ আসার জন্্য ধণ্্যবাদ
১১| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৯
কস্কি বলেছেন: তরে যদিও এক্টু প্যাঁচ লাগাইছেন!!
ব্যাপার না
যেমন আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা হলো, আমি প্রায়ই H এর পরিবর্তে E দেখতে পাই। যদিও সেটা খুব বেশী না।
>> আপনার. ফোনের সেটিং (wireless & network settings) থেকে Network mode- only WCDMA করে দিন .......
১২| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৭
কস্কি বলেছেন:
ব্যাপার না
যেমন আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা হলো, আমি প্রায়ই H এর পরিবর্তে E দেখতে পাই। যদিও সেটা খুব বেশী না।
>> আপনার. ফোনের সেটিং (wireless & network settings) থেকে Network mode- only WCDMA করে দিন .......
১৩| ১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
এইচ আর খান বলেছেন: ধন্যবাদ। জি কমেন্ট মডারেশনে আছে । দুখখিত এজন্য
১৪| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
এইচ আর খান বলেছেন: @কস্কি: সম্ভবত আপনি অন্য কোন সেটের কথা বলছেন। আমার সেটে এমন কোন অপশন নাই। আর এগুলো পুরোপুরি নেটওয়ার্কের উপর ভিত্তি করেই। দেখুন নিচের ছবিতে আমার একই টেলিটক সীমে 3G ও দেখাচ্ছে।
অর্থ্যাৎ একই সেটিংসে , একই সীমে, একই সেটে তিন ধরনের ডাটা ট্রান্সফার হচ্ছে। মন্তব্যের জন্য ধন্যবাদ। উত্তরটা দিতে একটু লেট হলো।
১৫| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৮
কস্কি বলেছেন: এগুলো আমাদের মোবাইলের বারে দেখালেও আমরা কখনো কখনো প্রতিশ্রুতি বা প্রত্যাশা অুনযায়ী গতি পাইনা।যেমন আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা হলো, আমি প্রায়ই H এর পরিবর্তে E দেখতে পাই। যদিও সেটা খুব বেশী না।
>>আপনার এই H এর পরিবর্তে E দেখতে পাওয়ার জন্য কিন্তু টেলিটক দ্বায়ী না!! আপনার ফোন Dual mode (2G/3G) এ আছে যার কারনে এই পরিবর্তন হচ্ছে! তাই ১১ নম্বর কমেন্টে শর্টকাটে এই সমস্যার সমাধান দিয়েছিলাম , ফোন শুধুমাত্র 3G mode এ রাখলে আপনি নিরবিচ্ছিন্ন থ্রিজি সার্ভিস পাবেন সাথে ব্যাটারিও সেইভ হবে খানিকটা! । আর প্রায় সব এন্ড্রুতেই (আপনারটা মনেহয় Galaxy Y duos, সো এটাতেও না পারার কথা নয়!! ) নেটওয়ার্ক আলাদা করা যায় বলেই জানি! আপনার ফোনের wireless & network settings থেকে Mobile Network এ গেলেই Network mode চেইঞ্জের অপশন পাবার কথা, না হয় আলাদা অপশন থাকার কথা! তবে ব্যাতিক্রম ও হতে পারে
দেখুন নিচের ছবিতে আমার একই টেলিটক সীমে 3G ও দেখাচ্ছে।
>> দেখাতেই পারে!! আমার মতো ওগোও!! মাঝেমধ্যে এক্টু বিটলামী কর্তে মুঞ্চায়!!
ম্যালা বয়ান ছাড়লাম আবার বেয়াদবী নিয়েন না......
১৬| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০০
এইচ আর খান বলেছেন: বরং ধন্যবাদ রিপ্লাই করার জন্য। আমার ধারনা, এই পরিবর্তনের জন্য টেলিটকই দায়ী। কারন সবকিছু এক থাকা সত্বেও বারে পরিবর্তন আসছে শুধুমাত্র জায়গার পরিবর্তনের কারনে। এবং সেইসাথে গতিতেও। আমি জানি না, আপনি এমন পরিস্থিতির সম্মুখিন হয়েছেন কিনা। তাহলে এখানে দ্বিমত হবার কথা না। আর আমার সেট স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড, ৫.০১ inch যেটা। মানে মডেল জিটি দিয়ে শুরু । যাইহোক, একই সেটে একই সীমে শুধু জায়গার পরিবর্তনের কারনে তিনটি ভিন্ন ভিন্ন আইকন দেখাচ্ছে। এখানে সেটের কোন সেটিংস পরিবর্তন না করেই। শুধুমাত্র নেটওয়ার্ক কমবেশী হবার কারনে। ধন্যবাদ আবারও। আই এ্যাপ্রিশিয়েট ইয়োর কমেন্ট। বেয়াদবী নেবার প্রশ্নই আসে না।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৫০
ইয়ার শরীফ বলেছেন: জানার কোন শেষ নাই।
ধন্যবাদ