![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে সে কথা ভেবে বল না। সত্য কাজে কেউ নয় রাজি সবি দেখি তা না-না-না।
যদিও এটি কখনোই কোন সরকারই অফিসিয়ালি অনুমোদন দেবে না। কিন্তু আমজনতার মুখের শক্তি যে এর থেকেও শতগুন বেশী।
তার বড় প্রমান হলো , নাটক স্বরনী। ভাবছেন, এটি কোন জায়গা? এটি হচ্ছে আমাদের প্রিয় বেইলী রোডের সরকারী অনুমোদনপ্রাপ্ত নাম। যে নামে আমরা কেউই হয়তো ডাকি না। যাই হোক, আমাদের এই নীরব প্রতিবাদই হয়তোবা একটু হলেও মানষিক কষ্ট কমাতে সাহায্য করবে। আমাদের হয়তো ড্রোন কিংবা মিসাইল মারবার সাধ্য নেই অথবা পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে তাদের হাইকমিশনারকে ডেকে যাচ্ছেতাই বলারও ক্ষমতা নেই কিন্তু আমার দেশের নাগরিক ফেলানীর জন্য এতটুকু প্রতিবাদে নিশ্চয়ই অংশ নিতে পারি।
নামটিকে প্রতিষ্ঠিত করার জন্য ফেইসবুক, গুগল প্লাস, টাম্বলআর, টুইটার, ফোরস্কয়ার, লিংকডিন, মাই প্লেসেস সহ সবগুলো সোশাল মিডিয়াতে যে কেউ চাইলে চেক ইন করতে পারেন।
নিচে গুগল ম্যপসে রেজিষ্টার্ড করা ফেলানী রোডের লিংক:
http://goo.gl/YIK7NI
একটি ফেসবুক পেইজ খোলা হয়েছে। তার লিংক:
https://www.facebook.com/FelaniRoad
* উল্লেখ্য, উপরের কোন কাজই(পেইজ খোলা বা গুগল ম্যাপসে রেজিষ্টার করা) আমার করা না । আমি কেবল প্রচারে সহযোগীতার জন্য পোষ্টটি লিখলাম। সুতরাং আমার এখানে কোন ক্রেডিটও নেই।
কেবল উপরে ব্যবহ্রত ইমেজ দুটি আমার আইপ্যাডের স্ক্রীনশট থেকে নেয়া হয়েছে ।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:১৬
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
ছাগলামি!
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩৩
তৌফিক মাসুদ বলেছেন: কামের কাম করছে একটা। এই ইতিহাস ভুললে চলবে না।
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪৮
তোমোদাচি বলেছেন: ভাল প্রস্তাব!
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৬
ম্যাংগো পিপল বলেছেন:
যদিও এটি কখনোই কোন সরকারই অফিসিয়ালি অনুমোদন দেবে না। কিন্তু আমজনতার মুখের শক্তি যে এর থেকেও শতগুন বেশী।
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৪
ম্যাংগো পিপল বলেছেন: আমিও আছি........
৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩৮
ম্যাংগো পিপল বলেছেন: যদিও এটি কখনোই কোন সরকারই অফিসিয়ালি অনুমোদন দেবে না। কিন্তু আমজনতার মুখের শক্তি যে এর থেকেও শতগুন বেশী।
৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: তাই হোক!
৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬
মুদ্রাগণক বলেছেন: ধইন্নবাদ
১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫
হেডস্যার বলেছেন:
একমত
১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৪
এইচ আর খান বলেছেন: @খেয়াঘাট : ইনশাল্লাহ । আমরা আর কোন ফেলানীও দেখতে চাই না ।
@ক্যাপ্টেন : একান্তই আপনার নীতিহীন ও দিকভ্রান্ত মত । তবে একটা প্রশ্ন আপনার প্রতি, যখন প্রতিবেশী দেশের এমন মনোভাব এবং তার বিচারকেও প্রহসনের বিচার করলো, সেসময় সরকার তাদের দ্বৈতনীতির কারনে একদম চুপ আমরা সাধারন মানুষ কি বসে থাকবো ? একজন বাংলাদেশি নাগরিকের এমন মৃত্যর পরও ?
১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭
এইচ আর খান বলেছেন: @মাসুদ ভাই, তোমোদাচি, ম্যাংগো পিপল : ধন্যবাদ আপনাদের ।
১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০
এইচ আর খান বলেছেন: @মইনুল ভাই, মুদ্রাগণক, হেডস্যার : আপনাদের সহযোগিতা ও দোয়া চাই সবকাজে । ধন্যবাদ সবাইকে
১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০২
এইচ আর খান বলেছেন: যারা স্মার্টফোন ব্যবহার করেন, তারা গুগল ম্যাপসের অ্যাপ চেক করে দেখে নিতে পারেন, ফেলানী রোড অ্যাড হয়ে গেছে। ফেসবুকে check-in এর জন্যে সার্চ করলেও আমাদের Felani Road, Gulshan, Dhaka লোকেশান পেইজ পেয়ে যাবেন। চলুন ভার্চুয়ালি সবাই আজকের দিনটা কাটাই ফেলানী রোডে। এটাই আমাদের প্রতিবাদ। এটাই আমাদের আন্দোলন। এর চেয়ে শান্তিপূর্ণ আর অহিংস কিন্তু জোরালো আর কী হতে পারে?
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:২৪
খেয়া ঘাট বলেছেন: ফেলানী আমাদের হৃদয়ে দীর্ঘজীবী হোক।