![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে সে কথা ভেবে বল না। সত্য কাজে কেউ নয় রাজি সবি দেখি তা না-না-না।
দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বাজারে আসার ঘোষনা করলেন নতুন আইফোন এবং আইওয়াচ এর। প্রযুক্তি বাজারে অনেক ধরনের গুজব থাকলেও সবচেয়ে বেশী প্রত্যাশিত ২ টি ফোন(একটি ৪.৭" এবং আরেকটি ৫.৫") এবং একটি পরিধানযোগ্য গ্যাজেটস আইওয়াচই আনার গুজবকে সত্যি প্রমান করলেন কুক। আগামী ১২ তারিখ থেকে শুরু হবে এর প্রি-অর্ডার। তবে মজার ব্যাপার হলো ইতিমধ্যেই এ্যাপলের নিউইয়র্ক শহরের ফ্ল্যাগশিপ ষ্টোর ফিফথ এভিনিউয়ের সামনে লাইন শুরু হয়ে গেছে্ এ্যাপল ভক্তরা দিনরাত সেখানেই পার করছেন সবার আগে ফোনটি কেনার জন্য।
কেমন হবে এ্যাপলের নতুন ডিভাইসগুলো:
নুতন আইফোন এ রেটিনা ডিসপ্লে থাকছে যাকে তারা রেটিনা এইচডি বলেছে। আর রিসোলিউশন হবে 1,334x750 মাপের এইচডি। তবে ক্যামেরাতে আগের বারের মতোই ৮ মেগাপিক্সেল থাকছে। যেটি দিয়ে আপনি চাইলে প্যানোরমা মোড থেকে শুরু করে ইমেজ ষ্ট্যবিলাইজেশন সহ সব ধরনের সুবিধা পাচ্ছেন। আর ১০৮০ পিক্সেল ভিডিও রেকর্ডের সুবিধাতো থাকছেই। এবারে আসা যাক, প্রসেসরে। এবারের A8 প্রসেসর নি:সন্দেহে ৫এস এর থেকে ৫০ ভাগ বেশী শক্তিশালী এবং দ্রুতগতি সম্পন্ন। সুতরাং এটি তুলনামূলক অনেক কম পাওয়ার কনসিওমিং হবে। যেটা অন্যান্য স্মার্টফোনের জন্য একটি চ্যালেন্জঞ। ব্যাটারির ব্যাপারে এ্যাপল কখনোই মিলিএ্যাম্পিয়ার পার আওয়ারের হিসেব কষে না সুতরাং এবারও তার ব্যাতিক্রম নয়। এক্ষেত্রে তারা জানিয়েছে, একবার চার্জে কমপক্ষে ১১ ঘন্টা ভিডিও অথবা ১৪ ঘন্টা ওয়াই-ফাই ব্যাবহার করা সম্ভব। আর ডাটা আদানপ্রদানের ক্ষেত্রে এটি ৫-এস থেকে নিদেনপক্ষে ৩ গুণ বেশী গতিসম্পন্ন।
এ্যাপল পে এবং এনএফসি: প্রথমবারের মতো এ্যাপল তাদের প্রযুক্তিতে যোগ করলো এনএফসি বা নিয়ার ফিল্ড কমিউনিকেশন নামের প্রটোকলটি। যদিও স্যামসাং কিংবা অ্যালকাটেল সহ কয়েকটি এন্ড্রোয়েড ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইতিমধ্যেই এর ব্যাবহার শুরু করেছে। তবে এ্যাপল এনএফসি ব্যাবহারের পাশাপাশি সম্পূর্ণ একটি মোবাইল পেমেন্ট সিষ্টেম চালু করতে যাচ্ছে। এ্যপল পে'র মাধ্যমে এখন থেকে যে কেউ কেনাকাটা থেকে শুরু করে অর্থ লেনদেনও করতে পারবে। বর্তমানে এ্যাপল পে'র মাধ্যমে এর ব্যাবহারকারীরা ২,২০,০০০ মার্চেন্ট(এ্যাপল অনুমোদিত) এর কাছে কেনাকাটা করতে পারবে। যার সংখ্যা পরবর্তীতে আরো বাড়বে বলে জানিয়েছে তারা।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বিশ্বের আটটি দেশে নতুন এই ডিভাইস গুলো বিক্রি শুরু হতে যাচ্ছে।
আইফোন-৬ এর দাম শুরু হয়েছে ৬৪৯ ডলার (১৬ জিবি ষ্টোরেজের জন্য)
৬৪ জিবির দাম ৭৪৯ ডলার
এবং ১২৮ জিবি ৮৪৯
আইফোন-৬প্লাস এর দাম শুরু হয়েছে ৭৪৯ ডলার(১৬ জিবি ষ্টোরেজ)
এবারে পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য এলো এ্যাপল থেকে- এ্যাপলওয়াচ
আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ও আমাদের ক্ষুদ্র প্রয়াস
©somewhere in net ltd.