নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

CEO- http://www.socialmediabd.com

এইচ আর খান

আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে সে কথা ভেবে বল না। সত্য কাজে কেউ নয় রাজি সবি দেখি তা না-না-না।

এইচ আর খান › বিস্তারিত পোস্টঃ

আজ থেকেই সবার জন্য ফেসবুক লাইভ চালু হলো

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৬

ফেসবুক লাইভ দিয়ে মূলত স্মার্টফোনের ব্যবহার করেই ফেসবুকে ভিডিও লাইভ করা যাবে। অাপামর জনসাধারনের জন্য আনন্দের মূল কারন অবশ্য অন্যখানে, এতদিন এই সুবিধা সেলিব্রেটি এবং ভেরিফায়েড প্রোফাইল ও পেজের জন্য চালু ছিল কিন্তু এখন থেকে সবাই এ সুবিধা পাবে।
ফেসবুকে করা লাইভ ভিডিও টাইম লাইনে সেভ থাকবে। চাইলে সেটি অন্য যেকোনো সময় দেখা এবং শেয়ার করা যাবে। এছাড়া এর মাধ্যমে সহজেই লাইভ ভিডিও তৈরি ও শেয়ার করা যাবে।
সুতরাং, এখন থেকে লাইভ কনসার্ট কিংবা এ্যাপলের নতুন পন্যের ঘোষনা সবই দেখতে পাবেন ফেসবুক লাইভ এর সাহায্যে। আর আপনার এবং আপনার বন্ধুদের ক্রিকেট খেলা কিংবা মজার কোন ভিডিও লাইভ টেলিকাস্ট করতে পারবেন সবখান থেকেই। মোটামোটি বলা যায়, পকেটে টিভি ক্যামেরা নিয়ে ঘোরার মত। যেখানেই মজার কিংবা গুরুত্বপূর্ণ ঘটনা সেখান থেকেই হয়ে যাবে লাইভ ভিডিও।

সুবিধাসমূহ -
যেকোন ধরনের অনুষ্ঠান বা ঘটনা'র লাইভ টেলিকাষ্ট করতে পারবেন।
লাইভ ভিডিওতে আপনি ফিল্টার ব্যবহার করতে পারবেন।
লাইভ রিএ্যকশন দিতে বা পেতে পারবেন।
ভিডিওটি দেখতে আগ্রহী অন্যান্য বন্ধুদের আমন্ত্রন জানাতে পারবেন।
ফেসবুক লাইভ ম্যাপ দেখা যাবে(তবে এ মুহূর্তে ৬০ টি দেশে এ সুবিধা দেয়া হচ্ছে)
বিশেষ কোন গ্রুপ এবং ইভেন্টকেও এর আওতায় আনা যাবে।
লাইভ ভিডিও ডেসটিনেশন একসেস করতে পারবেন।


ছবি ক্রেডিট- https://www.facebook.com/SocialMediaBangladesh




মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩০

প্রামানিক বলেছেন: দারুণ খবর।

২| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৯

মোঃ মাকছুদুর রহমান বলেছেন: ভালো হবে!

৩| ১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০৪

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.