![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন মায়াবী পাখি-
খুব জ্বতনে এই পরানে ,
পুষিয়া তোরে রাখি ,
এই আমারে বলনা কভূ
দিবিনা তুই ফাকি,
মন মায়াবী পাখি
জান জীবন টিয়া ময়না
কোন সে নামে ডাকি ,
শুধু জানি তুইযে আমার
মন মায়াবি পাখি ,
তুই ফাকি দিয়ে গেলে উড়ে
শুন্য হবে খাচা ,
নিথর দেহ থাকবে পড়ে
হবেনা আর বাচা!
বলনা তোরে মনের মাঝে
কেমনে বেধে রাখি
মনের মাঝে থাকিস সদা
মন মায়াবী পাখি
২| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:৩৭
ভ্রমরের ডানা বলেছেন:
মোটামুটি!
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৭
কবীর বলেছেন: সুন্দর হয়েছে ।
শুভ কামনা রইল।