![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘ বালিকা ,মেঘ বালিকা
কেমন আছ তুমি ?
সারাবেলা তোমার কথা
ভাবছি বসে আমি !
তোমার মিষ্টি নামে
হৃদয়ে আনে -মায়াবী এক টান -
ইচ্ছা করে তোমায় নিয়ে
লিখতে নতুন গান ।
তোমার নামে কবিতা আজো
হয়নি আমার লিখা
সত্যি বল কেমন আছ
বন্ধু মেঘ বালিকা
©somewhere in net ltd.