নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেতে হবে বহুদূর

যেতে হবে বহুদূর

তৌফিক

শুরু তো হল, আগামী দিনে যেতে হবে বহুদূর। ঘুমোনোর আগে পাড়ি দিতে হবে অনেকটা পথ। `অ্যান্ড মাইলস টু গো বিফোর উই স্লিপ...' toufiquemail AT gmail.com

তৌফিক › বিস্তারিত পোস্টঃ

চট্টগ্রাম - ১টা ২৯ মিনিট

১৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১:২৬

১টা ২৯ মিনিট। এইমাত্র ইলেকট্রিসিটি চলে গেল। বাইরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। তার সঙ্গে পাল্লা দিচ্ছে ঝড়ো হাওয়া। রাত জেগে আছি অজানা আশঙ্কায়। কেউ কি জানেন, ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম ছেড়ে কখন যেতে পারে? বা এখনো কি আছে চট্টগ্রামের ওপর?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১:৩৬

রাশেদ বলেছেন: গতি মন্থর হয়ে এসেছে ঘূর্ণিঝড় সিডরের। তবে এর শক্তি কমেনি। বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত হ্যারিকেনের তীব্রতাসম্পন্ন এই ঝড় খুলনা ও আশেপাশের এলাকায় অবস্থান করছিল। এটি আরো উত্তর উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ঘুর্ণিঝড়ের প্রভাবে পটুয়াখালীর নিচু এলাকা ৫ থেকে ৬ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। লক্ষ্মীপুরের চর গজারিয়ায় দুইশও বেশি কাঁচা ঘর ভেঙে গেছে। সাতক্ষীরার শ্যামনগর এলাকায় ঝড়ের মধ্যে নৌকাডুবে মারা গেছে একজন। সন্ধ্যার পর থেকে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কক্সবাজারে ১৬ জন মাঝি-মাল্লা নিয়ে এফ বি রোমানা নামের একটি মাছ ধরা ট্রলার নিঁেখাজ হয়েছে। আক্রান্ত জেলাগুলোতে উপড়ে গেছে অনেক গাছপালা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সাড়ে ৬ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উপকূলীয় ১৫টি জেলার ৫০টি উপজেলায় ২ হাজার ১৪৮টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। (আপডেট ১৩, রাত ১২টা ৪০)

২| ১৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১:৪০

ইমরান সানি 09 বলেছেন: আহারে!! আমরা যারা দালান-কোঠা তে আছি, তারা এই ঝড় থেকে সম্পুর্ন মুক্ত আছি! কিন্তু অন্যরা??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.