নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহান আল্লাহ আমাদের সহয় হোন

হুমায়ুন

হুমায়ুন › বিস্তারিত পোস্টঃ

মলম পার্টি থেকে বাঁচার কৌশল (রিপোষ্ট)

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৯

মলম পাটি আজকের সমাজে মহা ব্যাধির মত। আর এই ব্যাধিতে বহু লোকের জান-মাল হারিয়েছে। গত কয়েক দিন আগে প্রথম অলোর এক সাংবাদিক মলম পাটির খপ্পরে পড়ে শারীরিক ও মানসিক ভাবে অপদস্থ হয়েছে। সঙ্গে থাকা মোবাইল ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। আর দয়া করে ওনাকে রাস্তার পাশে ফেলে যায় মলম জাতীয় কিছু পদার্থ চোখে মুখে লাগিয়ে। তাছাড়া প্রতিদিন পত্র-পত্রিকায় মলম পার্টির খপ্পরে পড়ার কথা প্রকাশিত হয়। ট্যাক্সি ক্যাব ও সিএনজি অটোরিক্সার চালকদের সাথে ওদের ভাল সর্ম্পক থাকে এবং ওদের স্থান নির্ধারণ করা থাকে। যাত্রীদের কে কৌশলে নির্দিষ্ট স্থানে নিয়ে গাড়ীর স্টাট বন্ধ করে দেয় এবং বিভিন্ন অজুহাত ধার করায় এই ফাঁকে ৩/৪জন লোক এসে গাড়ীর মধ্যে ঢুকে মলম জাতীয় কিছু মাগিয়ে দিয়ে সব কেড়ে নেয়। পড়ে চালকসহ কেটে পাড়ে। আর যাত্রীকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। বিশেষ করে রাতে যারা যাতায়েত করে তাদের ঝুঁকি বেশি।ওদের টার্গেট থাকে তাদের প্রতি। এই অমানবিক কাজের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমরা এই কৌশলটি প্রয়োগ করতে পারি। একটু সাবধনা অবলম্বন করলে হয়তো বড় রকমের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। তার হলো প্রত্যেকটি ট্যাক্সিক্যাব অথবা সিএনজি চালকের কাছে বা গাড়ীর পিছনে পুলিশ কন্ট্রোল রুমের মোবাইল নাম্বর লিখা আছে। অথবা চালকের কাছ থেকে নম্বরটি চেয়ে নিয়ে চালকের সামনে বসেই এই নম্বরে ডায়েল করে গাড়ীর নম্বর চালকের নাম দিয়ে বলবে আমি এত নম্বর গাড়ীতে আছি। কোন বিপদ হলে আপনারা দেইখেন। {এটা ফোন না করেও চালককে শোনানোর জন্য বলে রাখলেও ভাল হয়। } আর ফোন করে বলে রাখলে পড়ে কোন বিপদ হলেও এই নম্বরে খোঁজ করলে চালক সহ গাড়ীর যাবতীয় তথ্য পাওয়া সম্ভব।



মন্তব্যঃ কয়েকদিন আগে এক পুলিশ কর্মকর্তা ইত্তেফাক পত্রিকায় তার বক্তব্য উপরের উল্লেখিত পদ্ধতির কথা উল্লেখ্য করছেন। তিনি বক্তব্য বলেন আপনি মাত্র দুই টাকা খরচ করে আপনার আপনজনকে অথবা আমাদের কন্টোলরুমে গাড়ীর নাম্বর ও চালকের নাম জানিয়ে দিলের ছিনতাই এর পরিমান কমে যাবে। আপনাদের সচেতনতা ও সহযোগিতা ছাড়া ছিনতাই বন্ধ হওয়া সম্ভবনয়।





সচেতন হউন, বিপদ মুক্ত থাকুন।



মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১০

খুশবু বলেছেন: এত সহজ নাকি

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৮

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ভাল বুদ্ধি। কিন্তু মলম পর্টির সদস্যরা আরো বেশি বুদ্ধি নিয়ে ঘুমায়।
তাই বলি তারপরও সাবধান।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২০

অর্থমন্ত্রী বলেছেন: সুন্দর একটা প্লান। ধন্যবাদ ও প্লাস।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯

আই আনাম বলেছেন: গুরুত্বপুর্ণ পোস্ট। কিন্তু ভাই, পুলিশরে ফোন করতে ভয় লাগে। একবার বাসায় মাস্তান এসেছিল তখন থানায় ফোন করে এক মহিলা পুলিশের কড়া ঢমক খাইসি। জেরা করা শুরু করে আর কথা না বুঝলে ঝাড়ি দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.