![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কক্সবাজারের টেকনাফে নাফ নদী পাড়ি দিয়ে অবৈধভাবে আসা ১৮ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক ও পাঁচ দালালকে আটক করেছে পুলিশ।Daily Nayadiganta (নয়া দিগন্ত) : Most Popular Bangla Newspaper`
দেশ চট্টগ্রাম
নাফ নদী পার হয়ে আসা ১৮ রোহিঙ্গা ও ৫ দালাল আটক
গোলাম আজম খান, কক্সবাজার অফিস ২৭ মে ২০২৩, ১১:৩৮
নাফ নদী পার হয়ে আসা ১৮ রোহিঙ্গা ও ৫ দালাল আটক - ছবি : সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে নাফ নদী পাড়ি দিয়ে অবৈধভাবে আসা ১৮ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক ও পাঁচ দালালকে আটক করেছে পুলিশ।
টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় আমিন শরীফের বাড়িতে অভিযান চালিয়ে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাদেরকে আটক করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি মো: আব্দুল হালিম সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, দালালদের সহায়তায় কয়েক দিন আগে এসব রোহিঙ্গা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। তবে তাদের গন্তব্য কোথায় জানা যায়নি। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।
এদেকে সঠিক তদন্তের মাধ্যমে মূল হোতাদের খুঁজে বের করা উচিৎ। অথচ এদের এমনই এক বিশাল শক্তি আছে যে জামিনে বের হয়ে আবারও এই কর্মে জড়িত হয়ে পড়ে।মানব পাচারের মূল হোতাদের কখনো গ্রেফতার করা হয় না কেন এ প্রশ্নের সহজ কোন উত্তর আজও পাইনি।আপনি কি মনে করেন কিভাবে এর সমাধান হতে পারে?
©somewhere in net ltd.